Ajker Patrika

ছেলেরাই হলেন জোলির সহকারী

আপডেট : ২০ আগস্ট ২০২২, ১২: ২৯
ছেলেরাই হলেন জোলির সহকারী

আলেহান্দ্রো ব্যারিকোর উপন্যাস অবলম্বনে সিনেমা তৈরি করছেন অ্যাঞ্জেলিনা জোলি। নাম ‘উইদআউট ব্লাড’। মূল চরিত্রে অভিনয় করছেন সালমা হায়েক। নতুন চমক হলো জোলি তাঁর দুই ছেলেকে সিনেমার সহকারী পরিচালক হিসেবে নিয়োগ দিয়েছেন। ১৮ বছরের ম্যাডক্স আর ২১ বছরের প্যাক্স তাঁদের মাকে সিনেমা পরিচালনায় সাহায্য করবেন। দুজনেই তাঁদের কাজের জন্য যথাযথ পারিশ্রমিক পাবেন। ব্র্যাড পিট আর অ্যাঞ্জেলিনা জোলির ছয় সন্তান। তাঁদের মধ্যে ম্যাডক্স, প্যাক্স আর জাহারাকে জোলি দত্তক নিয়েছেন। কিছুদিন আগে জর্জিয়ার স্পেলম্যান কলেজে পড়তে পাঠিয়েছেন ১৭ বছরের মেয়ে জাহারাকে। জোলির জীবন এখন সন্তানদের ঘিরে। তাঁদের বেড়ে ওঠায় নিজের সর্বোচ্চটা বিলিয়ে দিচ্ছেন। কিছুদিন আগে এক সাক্ষাৎকারে জানিয়েছেন, জীবনের জন্য বিয়ে জরুরি নয়। জরুরি হলো স্বস্তিতে থাকা।

সন্তানেরাই তাঁকে সেই স্বস্তি দিচ্ছে।

তিনবার বিয়ের পিঁড়িতে বসেছেন জোলি। ১০ বছর প্রেম করে সর্বশেষ সংসার গড়েন ব্র্যাড পিটের সঙ্গে। তা-ও ভেঙে যায় ২০১৬ সালে। এখন জোলি ‘সিঙ্গেল’, ছয় সন্তানের মা আর মানবাধিকারকর্মী! হ্যাঁ, নিজেকে পরিচিত করাতে এই তিন বিশেষণেই স্বাচ্ছন্দ্যবোধ করছেন তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নতুন মেট্রো নয়, রুট বাড়ানোর চিন্তা

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত