Ajker Patrika

ডিশ দেখতে লাগবে সেট টপ বক্স: তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০১ নভেম্বর ২০২১, ১৪: ২২
ডিশ দেখতে লাগবে সেট টপ বক্স: তথ্যমন্ত্রী

আগামী ৩০ নভেম্বরের মধ্যে ঢাকা ও চট্টগ্রাম শহরের কেব্‌ল নেটওয়ার্ক ডিজিটাল করা হবে। এর মধ্যে ডিশ ব্যবহারকারীরা সেট টপ বক্স না বসালে আর স্যাটেলাইট চ্যানেল দেখতে পারবেন না। তা ছাড়া ৩১ ডিসেম্বরের মধ্যে ডিজিটাল করা হবে সব বিভাগীয় ও মেট্রোপলিটন শহরের সঙ্গে পুরোনো ১১টি জেলা শহরের কেব্‌ল নেটওয়ার্ক।

গতকাল সচিবালয়ে কেব্‌ল অপারেটর অ্যাসোসিয়েশন, অ্যাসোসিয়েশন অব টিভি চ্যানেল ওনার্স (অ্যাটকো) এবং ডিস্ট্রিবিউটরদের সভায় তথ্যমন্ত্রী হাছান মাহমুদ এ তথ্য জানান।

তথ্যমন্ত্রী বলেন, কেব্‌ল অপারেটররা ইতিমধ্যেই ডিজিটাল ডিভাইস বসিয়েছেন। এখন গ্রাহকদের সেট টপ বক্স সরবরাহ করা হবে। গ্রাহকেরা এই সেট টপ বক্স না বসালে ৩০ নভেম্বরের পর টেলিভিশন দেখার ক্ষেত্রে ব্যত্যয় ঘটবে।

এদিন সিরডাপ ভবনে অ্যাকশন এইড কর্তৃক আয়োজিত অ্যাকশন এইড মিডিয়া অ্যান্ড ফেলোশিপ অ্যাওয়ার্ড অনুষ্ঠানেও প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন হাছান মাহমুদ। তথ্যমন্ত্রী বলেন, ‘আজকাল অনেক বড় বড় পত্রিকায় শিশুদের জন্য পাতা দেখি না। আমি পত্রিকার উদ্দেশে বলতে চাই, শিশুদের জন্য এই লেখার ব্যবস্থা আপনারা যদি করেন তাহলে শিশুরা লিখবে, শিখবে আত্মবিশ্বাসী হয়ে উঠবে।’ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আজকের পত্রিকার সম্পাদক ড. মো. গোলাম রহমান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত