Ajker Patrika

গোলরক্ষক বাবার স্ট্রাইকার ছেলে

নাজিম আল শমষের, ঢাকা
গোলরক্ষক বাবার স্ট্রাইকার ছেলে

বাবা গোলরক্ষক বলে ছেলেকেও গোলরক্ষক হতে হবে—এমন কোনো কথা নেই। বরং গোলরক্ষক বাবার ছেলের ফরোয়ার্ড হওয়ার উদাহরণ আছে ভূরি ভূরি। কিন্তু ছেলে যদি বাবাকে গোল দিতে চায়, তাহলে কৌতূহল তো একটু জাগবেই!

ছেলে রুবায়েত হাসিফের মুখে এমন ইচ্ছার কথা শুনে মুখে চওড়া হাসি বাংলাদেশ জাতীয় ফুটবল দলের গোলরক্ষক আশরাফুল ইসলাম রানার। তিনি বললেন, ‘ছেলে যদি আমাকে গোল করতে পারে, তাহলে সোনায় সোহাগা। বলব, ছেলে আমাকে ভালো গোল দিয়েছে (হাসি)!’

ফর্টিস গ্রুপের মাঠে গতকাল হয়ে গেছে ৯টি যুব একাডেমি নিয়ে ফর্টিস ফুটবল একাডেমি ইয়ুথ কাপ। অনূর্ধ্ব-১০ ও অনূর্ধ্ব-১৫ পর্যায়ের দুটি আলাদা টুর্নামেন্ট হয়েছে একই দিনে। নেক্সট লেভেল স্পোর্টস ম্যানেজমেন্টের অনূর্ধ্ব-১০ দলের হয়ে খেলেছে রানার পুত্র রুবায়েত। ফাইনালে তাঁরা টাইব্রেকারে হারিয়েছে ফর্টিস ইয়ুথ একাডেমিকে। চ্যাম্পিয়ন হওয়ার উচ্ছ্বাস তো আছেই, ১০ বছর বয়সী রুবায়েতের জন্য আরও বড় আনন্দের ছিল বাবার হাত থেকে ফেয়ার প্লে পুরস্কার নেওয়া।

বাবার হাত থেকে পুরস্কার নিতে কেমন লেগেছে, জবাবে খানিকটা লাজুক উত্তর রুবায়েতের। বলল, ‘ভালোই লেগেছে। এখানে অনেক খেলা খেলেছি। দারুণ অভিজ্ঞতা।’ বাবার মতো গোলরক্ষক না হয়ে কেন ফরোয়ার্ড হওয়া, এ প্রশ্নে রুবায়েত বলছে, ‘আমার গোলরক্ষক হওয়ার কোনো ইচ্ছা নেই। স্ট্রাইকার হলে অনেক গোল দেওয়া যায়। যদি কখনো সুযোগ পাই, বাবাকে গোল দিতে আমার ভালোই লাগবে। স্ট্রাইকার হলে আমি মেসির মতোই হব।’ পাশে দাঁড়িয়ে ছেলের জবাব শুনে তখন মুখ টিপে হাসছেন রানা।

ফুটবলার বাবার সন্তান হওয়ায় রুবায়েতের রক্তেই ফুটবল। তবে ফুটবলার হতেই হবে, ছেলেকে এমন কোনো চাপ দিতে চান না জাতীয়  দলের গোলরক্ষক রানা। বললেন, ‘ফুটবলটা যদি চালিয়ে যায়, চাইব সর্বোচ্চ পর্যায়েই সে খেলুক। একজন বাবা হিসেবে যতটুকু সম্ভব সেই সুযোগ-সুবিধার ব্যবস্থা করে দেওয়ার চেষ্টা করব।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত