নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রামপুরায় বাসচাপায় নিহত শিক্ষার্থী মাঈনুদ্দিন ইসলাম দুর্জয়ের পরিবারের পাশে দাঁড়িয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম। গতকাল মঙ্গলবার রামপুরার তিতাস রোডে নিহতের পরিবারের সঙ্গে দেখা করেন তিনি। এ সময় আতিকুল ইসলাম মাঈনুদ্দিনের বাবা আব্দুর রহমানকে একটি স্থায়ী দোকান ও বড় ভাই মনির হোসেনকে সিটি করপোরেশনে ড্রাইভারের চাকরি দেওয়ার আশ্বাস দেন।
মেয়র আতিকুল ইসলাম বলেন, ‘আমি ঢাকা উত্তর সিটি করপোরেশনের সেবক হিসেবে আপনাদের কাছে এসেছি। মাইনউদ্দিনকে আল্লাহ নিয়ে গেছেন। আমরা সবাই দোয়া করি সে যেন জান্নাতবাসী হয়। আমার বড় ভাইও গাড়ি দুর্ঘটনায় তরুণ বয়সে মারা গেছেন। তখন দেখেছি, আমার বাবা-মা কত কষ্ট পেয়েছেন।’
মা রাশিদা বেগম আহাজারি করে বলেন, ‘আমার ছেলের বড় হয়ে সরকারি চাকরি করার ইচ্ছা ছিল।’ মেয়র আতিকুল ইসলাম সান্ত্বনা দিয়ে বলেন, ‘আজকে আপনাদের কথা দিতে চাই, আমি আপনাদের সঙ্গে আছি, উত্তর সিটি করপোরেশন আপনাদের পাশে আছে।’
এ সময় দুর্জয়ের বাবার চা ও মুদি দোকানের ট্রেড লাইসেন্স হাতে তুলে দেন ডিএনসিসির মেয়র আতিক। সেই সঙ্গে দোকানে মালামাল ওঠানোর জন্য দেন নগদ ৫০ হাজার টাকা।
দুর্জয়ের বাবা আব্দুর রহমানকে একটি স্থায়ী দোকান ও বড় ভাই মনির হোসেনকে চাকরি দেওয়ার বিষয়ে আতিকুল ইসলাম বলেন, ‘সিটি করপোরেশনে ড্রাইভার নিয়োগ করব। যদি লাইসেন্স থাকে তাহলে ড্রাইভার হিসেবে মাঈনুদ্দিনের ভাই মনিরকে শিগগিরই নিয়োগ দেওয়া হবে। আর মাঈনুদ্দিনের বাবার জন্য সিটি করপোরেশনের যেকোনো জায়গা খুঁজে আমি স্থায়ী দোকান করে দেব।’
গত ২৯ নভেম্বর রাত সাড়ে ১০টার দিকে রামপুরা টিভি রোডের পলাশবাগ এলাকায় বাসচাপায় নিহত হয় মাঈনুদ্দিন। সে এবারের এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে ফলের অপেক্ষায় ছিল। পরিবার জানিয়েছে, মাঈনুদ্দিন তার ভগ্নিপতি সাদ্দাম হোসেনের সঙ্গে রাস্তা পার হচ্ছিল। এ সময় অনাবিল পরিবহনের একটি বাস আরেক পরিবহনের একটি বাসের সঙ্গে প্রতিযোগিতা করতে গিয়ে মাঈনুদ্দিনকে চাপা দেয়। এতে মাঈনুদ্দিন ঘটনাস্থলে নিহত হয়। মাঈনুদ্দিন নিহত হওয়ার পর বিক্ষুব্ধ জনতা ৯টি বাস আগুন দিয়ে পুড়িয়ে দেয়, এ সময় আরও ৩টি বাসে ভাঙচুর করা হয়। এই ঘটনায় থানায় দুটি মামলা হয়েছে।
রামপুরায় বাসচাপায় নিহত শিক্ষার্থী মাঈনুদ্দিন ইসলাম দুর্জয়ের পরিবারের পাশে দাঁড়িয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম। গতকাল মঙ্গলবার রামপুরার তিতাস রোডে নিহতের পরিবারের সঙ্গে দেখা করেন তিনি। এ সময় আতিকুল ইসলাম মাঈনুদ্দিনের বাবা আব্দুর রহমানকে একটি স্থায়ী দোকান ও বড় ভাই মনির হোসেনকে সিটি করপোরেশনে ড্রাইভারের চাকরি দেওয়ার আশ্বাস দেন।
মেয়র আতিকুল ইসলাম বলেন, ‘আমি ঢাকা উত্তর সিটি করপোরেশনের সেবক হিসেবে আপনাদের কাছে এসেছি। মাইনউদ্দিনকে আল্লাহ নিয়ে গেছেন। আমরা সবাই দোয়া করি সে যেন জান্নাতবাসী হয়। আমার বড় ভাইও গাড়ি দুর্ঘটনায় তরুণ বয়সে মারা গেছেন। তখন দেখেছি, আমার বাবা-মা কত কষ্ট পেয়েছেন।’
মা রাশিদা বেগম আহাজারি করে বলেন, ‘আমার ছেলের বড় হয়ে সরকারি চাকরি করার ইচ্ছা ছিল।’ মেয়র আতিকুল ইসলাম সান্ত্বনা দিয়ে বলেন, ‘আজকে আপনাদের কথা দিতে চাই, আমি আপনাদের সঙ্গে আছি, উত্তর সিটি করপোরেশন আপনাদের পাশে আছে।’
এ সময় দুর্জয়ের বাবার চা ও মুদি দোকানের ট্রেড লাইসেন্স হাতে তুলে দেন ডিএনসিসির মেয়র আতিক। সেই সঙ্গে দোকানে মালামাল ওঠানোর জন্য দেন নগদ ৫০ হাজার টাকা।
দুর্জয়ের বাবা আব্দুর রহমানকে একটি স্থায়ী দোকান ও বড় ভাই মনির হোসেনকে চাকরি দেওয়ার বিষয়ে আতিকুল ইসলাম বলেন, ‘সিটি করপোরেশনে ড্রাইভার নিয়োগ করব। যদি লাইসেন্স থাকে তাহলে ড্রাইভার হিসেবে মাঈনুদ্দিনের ভাই মনিরকে শিগগিরই নিয়োগ দেওয়া হবে। আর মাঈনুদ্দিনের বাবার জন্য সিটি করপোরেশনের যেকোনো জায়গা খুঁজে আমি স্থায়ী দোকান করে দেব।’
গত ২৯ নভেম্বর রাত সাড়ে ১০টার দিকে রামপুরা টিভি রোডের পলাশবাগ এলাকায় বাসচাপায় নিহত হয় মাঈনুদ্দিন। সে এবারের এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে ফলের অপেক্ষায় ছিল। পরিবার জানিয়েছে, মাঈনুদ্দিন তার ভগ্নিপতি সাদ্দাম হোসেনের সঙ্গে রাস্তা পার হচ্ছিল। এ সময় অনাবিল পরিবহনের একটি বাস আরেক পরিবহনের একটি বাসের সঙ্গে প্রতিযোগিতা করতে গিয়ে মাঈনুদ্দিনকে চাপা দেয়। এতে মাঈনুদ্দিন ঘটনাস্থলে নিহত হয়। মাঈনুদ্দিন নিহত হওয়ার পর বিক্ষুব্ধ জনতা ৯টি বাস আগুন দিয়ে পুড়িয়ে দেয়, এ সময় আরও ৩টি বাসে ভাঙচুর করা হয়। এই ঘটনায় থানায় দুটি মামলা হয়েছে।
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
৫ দিন আগেপাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
৫ দিন আগেভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলা নিয়ে দুই চিরবৈরী প্রতিবেশীর মধ্যে উত্তেজনার পারদ ক্রমেই চড়ছিল। তা তুঙ্গে উঠল এবার পাকিস্তানের ভূখণ্ডে ভারতের ‘অপারেশন সিঁদুর’ নামের ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা দিয়ে। পাশাপাশি সীমান্তেও দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে ব্যাপক গোলাগুলি হয়েছে...
৫ দিন আগেঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫