Ajker Patrika

বিয়ের ফাঁদে পড়ে ৪৫ লাখ টাকা খোয়া

বাগেরহাট প্রতিনিধি
বিয়ের ফাঁদে পড়ে ৪৫ লাখ টাকা খোয়া

স্বামী পরিত্যক্তা পরিচয়ে বিয়ের ফাঁদ পেতে প্রবাসীর কাছ থেকে তুহিনা আক্তার লিনা (৪০) নামের এক নারী ৪৫ লাখের বেশি টাকা হাতিয়ে নিয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ছাড়া লিনার লোকজন আবুল কালাম আজাদ (৪৫) নামে ওই প্রবাসীর স্বজনদের হুমকি-ধমকি দিচ্ছেন বলে জানা গেছে।

জানা গেছে, দক্ষিণ কোরিয়া প্রবাসী আজাদের বাড়ি বাগেরহাট সদরের বাকপুরা গ্রামে। অভিযুক্ত লিনা ফকিরহাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শরিফুল কামাল কারিমের স্ত্রী। লিনার বিরুদ্ধে একাধিক ব্যক্তির সঙ্গে একই পদ্ধতিতে প্রতারণা করার অভিযোগ রয়েছে। 

আজাদ মুঠোফোনে জানান, প্রায় পাঁচ বছর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে লিনার সঙ্গে তাঁর পরিচয় হয়। লিনা নিজেকে স্বামী পরিত্যক্তা ও অসহায় নারী হিসেবে পরিচয় দেন। এরপর নিয়মিত কথা হতো তাঁদের। সম্পর্ক গড়ায় বিয়ের আলাপ পর্যন্ত। সিদ্ধান্ত হয় আজাদ দেশে ফিরলে তাঁদের বিয়ে হবে। 

আজাদ বলেন, ‘বিভিন্ন সময় নানা সমস্যা দেখিয়ে লিনা আমার কাছ থেকে ৪৫ লাখের বেশি টাকা নিয়েছেন। একপর্যায়ে জানতে পারি লিনা স্বামী পরিত্যক্তা নন।’

এ বিষয়ে জানতে লিনা ও তাঁর স্বামী কারিমকে বারবার মুঠোফোনে কল করলেও তাঁরা ফোন রিসিভ করেননি।

ফকিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুল আলম বলেন, ‘এ-সংক্রান্ত একটি বিষয় শুনেছি। তবে এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দেননি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

৬৮ কোটি টাকা আত্মসাৎ: ডেলটা গ্রুপের চেয়ারম্যান ফারুকসহ ১৫ জনের নামে মামলা

১ লাখ ৮২২ শিক্ষক নিয়োগ: যোগ্য প্রার্থীদের প্রাথমিক তালিকা চলতি সপ্তাহে

‘মুসলিম ফ্রন্টগুলোকে ঐক্যবদ্ধ করুন, ইন্টেরিম ভেঙে দিন’

সিলেটে পাথর লুটে জড়িত দুই দলের ৩৫ নেতা

‘বউ আমাকে মিথ্যা ভালোবাসত, টাকা না থাকলে ছেড়ে যাবে, তাই মরে গেলাম’

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত