Ajker Patrika

বিয়ানীবাজার শহরে দুর্ভোগের অপর নাম ইনার কলেজ রোড

বিয়ানীবাজার প্রতিনিধি
আপডেট : ১৮ জানুয়ারি ২০২২, ১৪: ২৮
বিয়ানীবাজার শহরে দুর্ভোগের অপর নাম ইনার কলেজ রোড

বিয়ানীবাজার পৌরশহরে দুর্ভোগের অপর নাম ইনার কলেজ রোড। পৌরশহরের সবগুলো সড়ক সংস্কার করা হলেও ইনার কলেজ রোডে লাগেনি কোনো উন্নয়নের ছোঁয়া। বৃষ্টি হলে ব্যবসায়ী ও পথচারীরা কাদা ও ময়লা জলের দুর্ভোগে পড়েন। শুষ্ক মৌসুমে পড়েন ধুলোর ভোগান্তিতে।

ব্যবসায়ীদের অভিযোগ, পৌরশহরের সবগুলো সড়কে সংস্কার কাজ হলেও ইনার কলেজ রোডের কোনো সংস্কার কাজ হয়নি। দীর্ঘদিন ধরে চরম ভোগান্তি পোহালেও দায়িত্বশীলরা এ সড়কের সংস্কারে কোনো নজর দেননি।

জানা গেছে, ২০১৩-১৪ অর্থবছরে পৌরসভার উদ্যোগে সর্বশেষ সংস্কার কাজ হয়েছিল। শহরের দক্ষিণবাজারের সঙ্গে বাইপাস যোগাযোগের একমাত্র সড়ক হওয়ায় প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত যান চলাচলে ব্যস্ত থাকে। প্রধান সড়কের যানজট এড়িয়ে চলতে এ সড়ক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও সংস্কার না হওয়ায় ব্যবসায়ী ও পথচারীদের ভোগান্তি বাড়ছে।

ব্যবসায়ী সাইদুর রহমান বলেন, ‘বৃষ্টি হলে জলাবদ্ধতা তৈরি হয়। একই সঙ্গে কাদাজলে একাকার থাকে সড়ক। আমরা এ ভোগান্তি থেকে পরিত্রাণ চাই। দ্রুত সময়ের মধ্যে সংস্কারের দাবি জানাচ্ছি।’

আরেক ব্যবসায়ী আমিনুর রহমান বলেন, ‘ইনার কলেজ রোডের সংস্কার কাজ হওয়ার কথা ছিল অনেক আগেই। বিভিন্ন সময়ের সংশ্লিষ্টদের সড়কের প্রস্থ ও দৈর্ঘ্যের মাপ দিতে দেখা গেছে। এভাবে গত ৩ / ৪ বছর কাটলেও কার্যত সড়ক সংস্কার পৌরসভার বর্তমান পরিষদের মেয়াদে হচ্ছে না-এমনটাই প্রতীয়মান হচ্ছে। আমি দ্রুত সময়ের মধ্যে সড়কটি সংস্কারের দাবি জানাচ্ছি।’

বিয়ানীবাজার পৌরসভার মেয়র আব্দুস শুকুর বলেন, ‘পৌরশহরকে আধুনিক ও রুচিশীল পৌরশহরে উন্নীত করতে আমরা কাজ করছি। প্রতিটি সড়ক প্রশস্তকরণের স্থায়ীভাবে সংস্কার কাজ করার একটি পরিকল্পনা আমাদের রয়েছে। ধারাবাহিকভাবে ইনার কলেজ রোডের সংস্কার কাজও করা হবে এবং একই সঙ্গে প্রশস্তও করা হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

রাখাইনে মানবিক করিডর কি প্রক্সি যুদ্ধের ফাঁদ হবে, ভারত-চীন কীভাবে দেখবে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত