Ajker Patrika

প্রকাশিত হলো আসিফের জীবনীগ্রন্থ ‘আকবর ফিফটি নটআউট’

আপডেট : ১৬ মে ২০২২, ১০: ০১
প্রকাশিত হলো আসিফের জীবনীগ্রন্থ ‘আকবর ফিফটি নটআউট’

শনিবার বিকেলে প্রকাশ পেল সোহেল অটলের লেখা কণ্ঠশিল্পী আসিফের জীবনীগ্রন্থ ‘আকবর ফিফটি নটআউট’। এ উপলক্ষে রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্রে প্রকাশনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের নিয়ে বইয়ের মোড়ক উন্মোচন করেন এবং কেক কাটেন কণ্ঠশিল্পী আসিফ।

অনুষ্ঠানে হাজির হয়ে আসিফ ও সোহেল অটলকে শুভেচ্ছা জানিয়েছেন গীতিকার শহীদ মাহমুদ জঙ্গী, গোলাম মোরশেদ, কণ্ঠশল্পী ফাহমিদা নবী, রবি চৌধুরী, আতিক বাবু, আলম আরা মিনু, ধ্রুব গুহ, সোহেল মেহেদি, কাজী শুভ, মিলন, সুরকার ইথুন বাবু, ক্রিকেট কোচ এমদাদুল হক এমদু, ক্রিকেটার জাভেদ ওমর বেলিম, প্রকাশক নাজমুল হুদা রতনসহ অনেকেই।

অনুষ্ঠানে আসিফ বলেন, ‘সত্যের মুখোমুখি হতে ভয় পাইনি কখনো। আমি জানতাম, জীবনীগ্রন্থ প্রকাশ হলে অনেক কঠিন সত্য প্রকাশ করতে হবে। সেসব সত্য কখনো কখনো আমার নিজের বিরুদ্ধেও চলে যাবে। তবুও আমি চেয়েছি আমার জীবনের, আমার ক্যারিয়ারের সব সত্য কথাগুলোই প্রকাশিত হোক। সেই চাওয়া থেকেই এই বই প্রকাশ।’

বইটি প্রকাশ করেছে সাহস পাবলিকেশন্স। দাম ৬২৫ টাকা। বইয়ের লেখক সোহেল অটল জানিয়েছেন, শিগগিরই বইটির ইংরেজি সংস্করণ বের হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত