Ajker Patrika

স্ত্রীর অধিকার ফিরে পেতে অবস্থান

আপডেট : ০৪ নভেম্বর ২০২১, ১৮: ১৮
স্ত্রীর অধিকার ফিরে পেতে অবস্থান

গাজীপুরের শ্রীপুরে স্ত্রীর অধিকার ফিরে পেতে অবস্থান নিয়েছে এক নারী। উপজেলার গাজীপুর ইউনিয়নের মাওনা গ্রামের তুহিন মাহমুদের বাড়ির গেটে গতকাল বুধবার সকাল থেকে অবস্থান নিয়েছেন তিনি।

স্ত্রীর আদায়ে অবস্থানকারী নারী গাজীপুর ইউনিয়নের বাসিন্দা। তুহিন মাহমুদ উপজেলার নিজ মাওনা গ্রামের মো. জালাল উদ্দিনের ছেলে।

ভুক্তভোগী নারী বলেন, ‘স্বামী তুহিন মাহমুদের সঙ্গে আমার প্রেমের সম্পর্কের ছিল। এর জেরে গত ছয় মাস আমাকে বিয়ের আসর থেকে জোর করে তুলে নিয়ে বিয়ে করেন। এর কয়েক মাস পর স্বামীর বাড়ির লোকজন অত্যাচার শুরু করেন। সম্প্রতি তুহিন আমাকে জোর করে বাড়ি থেকে বের করে দেন। যতক্ষণ পর্যন্ত স্ত্রীর অধিকার ফিরে না পাব, ততক্ষণ এখানেই অবস্থান নেব।’

তুহিনের বড় ভাই সবুজ মিয়া বলেন, ‘তুহিন প্রেমের সম্পর্ক গড়ে বিয়ে করে। এরপর কয়েক মাস তাঁদের সংসার ভালো চলে। বর্তমানে আইন অনুযায়ী তার ভাই তুহিন স্ত্রীকে তালাক দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছে। এখন আইন অনুযায়ী তাঁরা ব্যবস্থা না নিয়ে বাসার সামনে বসে আছে।’

গাজীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূরুল ইসলাম বলেন, ‘এ বিষয়টি নিয়ে একাধিক বার সালিস বৈঠক হয়েছে। কিন্তু সমাধান হয়নি। বিষয়টি সমাধানের চেষ্টা করা হচ্ছে।’

মাওনা অস্থায়ী পুলিশ ফাঁড়ির ইনচার্জ, উপপরিদর্শক জাফর ইসলাম বলেন, ‘এ ঘটনায় কয়েক দিন আগে ভুক্তভোগী নারীর ভাই একটি লিখিত অভিযোগ দিয়েছেন। বিষয়টি তদন্ত হচ্ছে। তদন্ত করে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত