Ajker Patrika

ভবন থেকে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

ঢামেক প্রতিনিধি
আপডেট : ২১ নভেম্বর ২০২১, ১১: ০১
ভবন থেকে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

দারুস সালাম থানার গাবতলী ও ক্যান্টনমেন্ট থানার ইউসিবি চত্বর এলাকায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে দুই শ্রমিক নিহত হয়েছেন। গতকাল শনিবার এ দুটি ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন নীলফামারীর ডোমার উপজেলার শালডাঙ্গা গ্রামের ইদ্রিস আলীর ছেলে রেজাউল ইসলাম (২৫) এবং জলঢাকা উপজেলার বসুনিয়া গ্রামের রফুল ইসলামের ছেলে সাকিব (২৩)।

গাবতলী সিটি কলোনির নির্মাণাধীন ভবনের ৯ তলা থেকে নিচে পড়ে নিহত হন শ্রমিক রেজাউল ইসলাম। গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। রেজাউলের ভাই জাহিদুল ইসলাম জানান, রেজাউল রডমিস্ত্রির কাজ করতেন। ১৫ তলা ভবনের ৯ তলায় কাজ করার সময় নিচে পড়ে গুরুতর আহত হন রেজাউল। দ্রুত তাঁকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। রেজাউল বর্তমানে নির্মাণাধীন ভবনেই থাকতেন।

এদিকে, ক্যান্টনমেন্ট থানার ইউসিবি চত্বর এলাকায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে সাকিব (২৩) নামে অপর এক শ্রমিক নিহত হয়েছেন। গতকাল সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

সাকিবের সহকর্মী মোজাম্মেল হোসেন জানান, তাঁরা এক বছর ধরে ইউসিবি চত্বরের পাশে নির্মাণাধীন ভবনে কাজ করছিলেন। সকালে সাকিব দোতলার ছাদে কলামের সার্টার খুলছিলেন। এ সময় সেখান থেকে নিচে পড়ে গুরুতর আহত হন। তাঁকে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতাল এবং পরে ঢামেকে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়।

ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ দুটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মালয়েশিয়ায় স্থায়ী বসবাসের সুযোগ, আবেদন ফি মাত্র ১৪ হাজার টাকা

বিএসএফের হাতে আটক বাংলাদেশি পুলিশ কর্মকর্তার পরিচয় মিলেছে

বাংলাদেশি বংশোদ্ভূত কাইরান কাজীর বিষয়ে ইলন মাস্কের মন্তব্যে বিস্ময়

অমীমাংসিত বিষয় সমাধানে পাকিস্তানের দাবি নাকচ করল সরকার

যুক্তরাষ্ট্রের কৌশল বোঝার ভুলের খেসারত দিচ্ছে ভারত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত