Ajker Patrika

সেই রাস্তার ওপর থেকে সরছে বিদ্যুতের খুঁটি

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি
আপডেট : ০৩ নভেম্বর ২০২১, ১৮: ০২
সেই রাস্তার ওপর থেকে সরছে বিদ্যুতের খুঁটি

অবশেষে গাজীপুরের কালীগঞ্জের তুমলিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সামনের রাস্তার ওপর থেকে পল্লী বিদ্যুতের খুঁটি সরানোর কাজ শুরু হয়েছে। গতকাল মঙ্গলবার থেকে এ কাজ শুরু হয়। আগামী তিন-চার দিনের মধ্যে সব খুঁটি অপসারণ করা সম্ভব বলে জানিয়েছে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ।

তুমলিয়া-বর্তুল সড়কটির ওপর বেশ কিছু বিদ্যুতের খুঁটি নিয়ে জনমনে সংশয় ছিল। বিদ্যালয় লাগোয়া বিদ্যুতের খুঁটি নিয়ে সবচেয়ে বেশি আতঙ্কিত ছিলেন অভিভাবকেরা। গত ২৪ অক্টোবর দৈনিক আজকের পত্রিকায় এ বিষয়ে সংবাদ প্রকাশিত হলে টনক নড়ে পল্লী বিদ্যুৎ ও উপজেলা এলজিইডি কার্যালয়ের।

জানা গেছে, গত বছর প্রায় ৮ কোটি টাকা ব্যয়ে তুমলিয়া ইউনিয়ন পরিষদ থেকে বর্তুল পর্যন্ত সড়ক প্রশস্ত করা হয়। ঠিকাদারি প্রতিষ্ঠান প্রবাল ইঞ্জিনিয়ার্স লিমিটেড সড়কটির প্রস্থ ১৮ ফুট করার সময় খুঁটিগুলো সড়কের ওপরই রেখে দেয়।

তুমলিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) ৭ নম্বর ওয়ার্ডের সদস্য মোহাম্মদ মাহফুজুর রহমান বলেন, ‘খবরটি প্রকাশিত না হলে হয়তো কাজটি আরও বিলম্বিত হতো। যেহেতু বিষয়টি আমার ওয়ার্ডে, তাই আমি বেশি চিন্তিত ছিলাম। বেশ কয়েকবার যোগাযোগও করেছিলাম পল্লী বিদ্যুৎ ও এলজিইডির কার্যালয়ে। কাজ হচ্ছে দেখে ভালো লাগছে।’

তুমলিয়া ইউপির চেয়ারম্যান বলেন, দ্রুত কাজ হচ্ছে দেখে তিনি খুশি। ভবিষ্যতে রাস্তাঘাট নির্মাণ বা সংস্কার হলে এ ধরনের সমস্যা আগে থেকেই সমাধানের জন্য অনুরোধ জানান তিনি।

পল্লী বিদ্যুতের কালীগঞ্জ জোনাল অফিসের ডিজিএম মো. কামরুজ্জামান বলেন, ‘আগেও বলেছি আমরা চাইলেও অনেক কিছু করতে পারি না। যেহেতু এ নিয়ে অনেকবার কথা হয়েছে। স্থানীয়রাও এসে জানিয়েছিল, কিন্তু এলজিইডি থেকে আবেদন পেতে দেরি হওয়ায় অপসারণের কাজ করতে সময় লেগে গেছে। আশা করছি ৩-৪ দিনেই সব কাজ শেষ হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অরকার আক্রমণে তরুণী প্রশিক্ষকের মৃত্যু, ভাইরাল ভিডিওটি সম্পর্কে যা জানা গেল

জি এম কাদেরের সাংগঠনিক কার্যক্রমে নিষেধাজ্ঞা ও মামলা প্রত্যাহার

ভারতকে পাকিস্তানি সেনাপ্রধানের পারমাণবিক যুদ্ধের হুমকি, যা বলল যুক্তরাষ্ট্র

প্লট–ফ্ল্যাট বরাদ্দে সচিব, এমপি, মন্ত্রী, বিচারপতিসহ যাঁদের কোটা বাতিল

জুলাই সনদের বৈধতা নিয়ে আদালতেও প্রশ্ন তোলা যাবে না

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত