Ajker Patrika

ইফতারি নিয়ে অপেক্ষা রোজাদারের জন্য

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি
আপডেট : ২৫ এপ্রিল ২০২২, ১৩: ৩৩
ইফতারি নিয়ে অপেক্ষা  রোজাদারের জন্য

ইফতারের ২৫ মিনিট আগে থেকে মহাসড়কের এক পাশে একটি টেবিলে সাজানো থাকে রোজাদারদের জন্য ইফতারির প্যাকেট।

ইফতারসামগ্রী হিসেবে একটি সাদা প্লাস্টিকের বক্সে দেওয়া হয় খাওয়ার পানি, খেজুর, ছোলা, পেঁয়াজু, বেগুনি, চপ, মুড়ি, জিলাপি। ইফতারের সময় ঘনিয়ে আসায় হোটেলের মালিক ও কর্মচারীরা হাত দিয়ে মহাসড়কে চলাচলরত গাড়ি ও পথচারীদের থামিয়ে রোজাদারদের মধ্যে বিতরণ করছেন এসব ইফতার। আর ইফতারের এসব প্যাকেট পেয়ে খুশি রোজাদাররা।

ইফতারি পেয়ে পথচারী মনির আহমদ বলেন, ‘ইফতারের সময় ঘনিয়ে আসায় বাসায় গিয়ে পৌঁছাতে পারবো কিনা সেটা নিয়ে চিন্তিত ছিলাম। যাওয়ার পথে হঠাৎ দেখি কিছু লোক গাড়ি থামিয়ে সবাইকে ইফতারের প্যাকেট দিচ্ছেন। পরে বুঝলাম এটা হাইওয়ে হোটেল থেকে রোজাদারদের জন্য দেওয়া হয়েছে।’

গত শনিবার সন্ধ্যার আগে সাতকানিয়া উপজেলার কেঁওচিয়া মাদারবাড়ি এলাকায় মহাসড়কে রোড ভিউ নামের একটি হাইওয়ে রেস্টুরেন্টের সামনে সরেজমিনে গেলে এমন মহতী উদ্যোগটি চোখে পড়ে।

রোড ভিউ হোটেলের চেয়ারম্যান শামশুল বলেন, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে যাতায়াতকারী অনেক যাত্রী ও চালক রোজাদাররা বিভিন্ন ব্যস্ত বাজারে যানজটে আটকে ঠিকমতো গন্তব্যে পৌঁছাতে পারে না। তাদের জন্য প্রতিদিন বিনা মূল্যে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। এটি শুরুতে ৫০টি প্যাকেট দিয়ে ইফতার বিতরণ করলেও পরে কেরানীহাট পদুয়াসহ বিভিন্ন বাজারে মিনি ট্রাক দিয়ে চার শত রোজাদারকে ইফতার দেওয়া হয়। শেষ রমজান পর্যন্ত এই সেবা চলবে।

হোটেলটির স্বত্বাধিকারী আব্দুল আলম জানান, সওয়াবের উদ্দেশ্য হোটেলের পক্ষ থেকে পুরো রমজান মাস জুড়ে মহাসড়কে চলাচলরত রোজাদারদের মাঝে ইফতার বিতরণ করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নিজের প্রস্রাব পান করে ‘আশিকি’ অভিনেত্রী অনু আগারওয়াল বললেন, ‘আহা অমৃত’

মে. জে. ফজলুরের সেভেন সিস্টার্স দখলের মন্তব্য সমর্থন করে না সরকার: পররাষ্ট্র মন্ত্রণালয়

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা-ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

গায়ে কেরোসিন ঢেলে কলেজছাত্রীর আত্মহনন, পলাতক ইমাম গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত