Ajker Patrika

এখনো টু-জিতেই ৬০-৭০% মানুষ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০২ মার্চ ২০২২, ০৮: ৫৬
এখনো টু-জিতেই ৬০-৭০% মানুষ

দেশের ৬০-৭০ শতাংশ মানুষ এখনো টু-জিতে রয়ে গেছে বলে মন্তব্য করেছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। গতকাল মঙ্গলবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত চাইল্ড পার্লামেন্টের অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

পরিকল্পনামন্ত্রী বলেন, ফাইভ-জি নিয়ে প্রকল্প অনুমোদন হয়েছে। এটা নিয়ে কাজ চলছে। তবে স্বীকার করতে হবে, এখনো অনেকে টু-জিতেই রয়ে গেছে। বাস্তবতা হলো টু-জি বেশি মানুষ ব্যবহার করে। বেশির ভাগ মানুষই লিখতে পারেন না, পড়তে পারেন না, তারা এর বেশি চায়ও না। তাদের প্রয়োজনও নেই।

মন্ত্রী আরও বলেন, ‘আমাদের সমাজে যেমন পাঁচ হাজার টাকা গড় আয়ের মানুষ আছে, তেমনি পাঁচ কোটি টাকা গড় আয়েরও মানুষ আছে। একই ভাবে অনেকে টু-জি ব্যবহার করছে। আবার অনেকে ব্যবহার করছে ফাইভ-জি। তবে আমরা কাউকেই ফেলে যাব না, সবাইকে সঙ্গে নিয়ে এগিয়ে যাব। আমাদের প্রধানমন্ত্রীর মূলমন্ত্র সবাইকে নিয়ে সোনার বাংলা গড়তে হবে।’

এ সময় বাংলা ভাষা ব্যবহারের ওপর জোর দিয়ে পরিকল্পনামন্ত্রী বলেন, ‘ভাষার ব্যবহার বাংলায় হতে হবে। ইংরেজি ভাষার প্রাধান্য হতে হবে কেন? জাপান, রাশিয়া, চীন কয়টা বাংলা বলে। ইংরেজি ভাষায় কথা না বলেও পাহাড়-সমুদ্রসহ পৃথিবীর সবকিছু জয় করছে চীন ও রাশিয়া।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অরকার আক্রমণে তরুণী প্রশিক্ষকের মৃত্যু, ভাইরাল ভিডিওটি সম্পর্কে যা জানা গেল

অস্থিরতার সামান্য ইঙ্গিত পেলেই আমরা চলে যাব

ভারতকে পাকিস্তানি সেনাপ্রধানের পারমাণবিক যুদ্ধের হুমকি, যা বলল যুক্তরাষ্ট্র

প্লট–ফ্ল্যাট বরাদ্দে সচিব, এমপি, মন্ত্রী, বিচারপতিসহ যাঁদের কোটা বাতিল

জর্ডান-মিসরকে নিয়ে বৃহত্তর ইসরায়েল প্রতিষ্ঠা করতে চান নেতানিয়াহু

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত