Ajker Patrika

টিসিবির পণ্য কিনতে ভিড়

আপডেট : ৩১ অক্টোবর ২০২১, ১৫: ৫১
টিসিবির পণ্য কিনতে ভিড়

গাজীপুরের শ্রীপুরে টিসিবির পণ্য কিনতে উপচেপড়া ভিড় দেখা গেছে। খাদ্যসামগ্রীর দাম বৃদ্ধি পাওয়ায় টিসিবির ন্যায্যমূল্যের দোকানে ভিড় করছেন বলে জানিয়েছেন ক্রেতারা।

গতকাল শনিবার দুপুরে শ্রীপুর উপজেলা পরিষদের সামনে শ্রীপুর-মাওনা সংযোগ সড়কে টিসিবির পণ্যবাহী গাড়ি দেখা যায়। এতে পণ্য কিনতে ক্রেতাদের ছিল দীর্ঘ সারি। ক্রেতাদের তালিকায় নিম্নবিত্তের পাশাপাশি ছিলেন মধ্যবিত্তরাও।

পণ্য কিনতে আসা ইসমত আরা বলেন, ‘বাজারে চাল, ডাল, পেঁয়াজসহ নিত্যপণ্যের দাম বেড়ে যাওয়ায় টিসিবির পণ্য কম দামে কিনতে এসেছি। এখানে ১০ কেজি চাল ৩০০ টাকায় পেয়েছি। অথচ বাজারে ১০ কেজি চাল কিনতে কমপক্ষে ৫০০ টাকা লাগত। দাম কম পাওয়ায় এখানে চাল, ডাল কিনতে এসেছি।’

সুলতানা নামে আরেক নারী বলেন, ‘আজ পণ্য নিতে আসা মানুষের ভিড় অনেক। পণ্য পাব কি না জানা নেই। তবুও অপেক্ষায় আছি।’

পোশাকশ্রমিক দীন মোহাম্মদ বলেন, ‘দীর্ঘক্ষণ ধরে গাড়ির সামনে লাইনে দাঁড়িয়ে আছি। লাইনে পুরুষের পাশাপাশি নারীও রয়েছে অনেক।’

টিসিবির ডিলার মো. মাহফুজ বলেন, ‘টিসিবির ট্রাকে পণ্যের চেয়ে মানুষের উপস্থিতি অনেক বেশি। আজ সবার কাছে পণ্য বিক্রি করা সম্ভব হবে না।’

মাহফুজ আরও বলেন, পণ্য বাড়ানো হলে ক্রেতাদের চাহিদা পূরণ হবে। কেবল চাল আটা দিয়ে ক্রেতাদের চাহিদা মেটানো সম্ভব নয়। বিষয়টি বিবেচনায় নেওয়ার জন্য তিনি সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত