Ajker Patrika

বগুড়া ট্রাফিক পুলিশে বডি ওর্ন ক্যামেরা

বগুড়া প্রতিনিধি
আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২২, ১৭: ৪২
বগুড়া ট্রাফিক পুলিশে  বডি ওর্ন ক্যামেরা

স্বচ্ছতা, দক্ষতা ও সমন্বয় বাড়াতে প্রথমবারের মতো বডি ওর্ন ক্যামেরার আওতায় আনা হয়েছে বগুড়া ট্রাফিক পুলিশকে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে শহরের সাতমাথা এলাকায় বডি ওর্ন ক্যামেরা ব্যবহারের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বগুড়ার পুলিশ সুপার (এসপি) সুদীপ কুমার চক্রবর্ত্তী।

এ সময় জেলার ট্রাফিক বিভাগকে দশটি এই ক্যামেরা দেওয়া হয়েছে। এর মধ্যে আটটি বডি ওর্ন ক্যামেরা প্রাথমিকভাবে সার্জনদের শরীরের সংযুক্ত করেন এসপি। পর্যায়ক্রমে থানা-ফাঁড়িতে দায়িত্বরত পুলিশ সদস্যদের বডি ওর্ন ক্যামেরা দেওয়া হবে।

এসপি সুদীপ বলেন, ‘শহরের যানজট নিরসনে আমরা প্রযুক্তির ব্যবহার করা শুরু করেছি। বডি ওর্ন ক্যামেরার মাধ্যমে পুলিশের কাজে জবাবদিহিতা ও স্বচ্ছতা আসবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত