আলী আকবর সাজু, ভালুকা
ময়মনসিংহের ভালুকা শিল্পাঞ্চলে মহাসড়কে অবাধে চলাচল করছে নিষিদ্ধ যানবাহন। মহাসড়কজুড়ে পুলিশের সামনেই চলছে ব্যাটারিচালিত ইজিবাইক এবং শ্যালো ইঞ্জিনচালিত নছিমন-করিমন। মানা হচ্ছে না কোনো নির্দেশনা। এতে যানজটে নাকাল সাধারণ মানুষ। দুর্ভোগে পড়তে হচ্ছে পথচারী ও স্কুল-কলেজগামী শিক্ষার্থীদের। প্রায়ই ঘটছে ছোটখাটো দুর্ঘটনা।
পথচারীদের সঙ্গে কথা বলে জানা গেছে, ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অধিকাংশ সময়ই থাকে নছিমন, করিমন ও ব্যাটারিচালিত অটোরিকশার দখলে। তিন চাকার যানবাহন মহাসড়কে চলাচল নিষিদ্ধ থাকলেও ভালুকায় এসব যান দাপটের সঙ্গেই চলাচল করছে। ট্রাফিক ও হাইওয়ে পুলিশের সামনে চলাচল করলেও কোনো পদক্ষেপ নেই সংশ্লিষ্টদের।
জানা গেছে, ব্যাটারিচালিত অটোরিকশার অবাধ চলাচলের কারণে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যানজট লেগেই থাকে। এতে স্কুল-কলেজের শিক্ষার্থী ও পথচারীদের চরম দুর্ভোগ পোহাতে হয়। এ ছাড়া প্রায়ই ছোটবড় দুর্ঘটনা ঘটছে। ভালুকা বাসস্ট্যান্ড, শিমুলতলী, সিডস্টোর বাসস্ট্যান্ড ও মাস্টারবাড়ি বাসস্ট্যান্ডে যানজটের কারণে বেশি দুর্ভোগ পোহাতে হচ্ছে। তিন চাকার যানগুলো বাসস্ট্যান্ডে যাত্রীর জন্য অপেক্ষা করায় বিঘ্ন ঘটছে বড় যানবাহন চলাচলে।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ভালুকা উপজেলায় প্রায় দুই হাজারের মতো নিষিদ্ধ যানবাহন মহাসড়কে চলাচল করছে। সঙ্গে ব্যাটারিচালিত অটোরিকশার ব্যাটারি চার্জ দিতে বিদ্যুতের অবৈধ ব্যবহারও বেড়ে গেছে। অবৈধ বিদ্যুৎ সংযোগের সংখ্যা অনেক বেড়েছে বলে অভিযোগ রয়েছে। এতে সরকার রাজস্ব আয় থেকে বঞ্চিত হচ্ছে। আবার অবৈধ বিদ্যুৎ সংযোগে অগ্নিকাণ্ডের মতো ঘটনাও ঘটছে বলে অভিযোগ পাওয়া গেছে।
পথচারী ফজলুল হক বলেন, ‘বাসস্ট্যান্ডে সব সময় যানজট লেগেই থাকে। অটোরিকশার দাপটে ভালুকা বাজারে যাওয়া কঠিন হয়ে পড়েছে।’
আরেক পথচারী সাইফুল ইসলাম বলেন, ‘মহাসড়কের ভালুকা বাসস্ট্যান্ড থেকে পাঁচ রাস্তা ও গফরগাঁও সড়কের উপজেলা পরিষদ পর্যন্ত যানজট সব সময় লেগেই থাকে। পথ চলতে অসুবিধার সম্মুখীন হতে হয়।’
এ বিষয়ে ব্যাটারিচালিত অটোরিকশার এক চালক নাম প্রকাশ না করার শর্তে জানান, তিনি পরিবার নিয়ে ভালুকায় বাসা ভাড়া করে থাকেন। ব্যাটারিচালিত অটোরিকশা চালিয়ে সংসার চালান। তিনি মহাসড়কের ভরাডোবা, মল্লিকবাড়ী মোড় ও পৌর সদরে যাত্রী আনা-নেওয়া করেন।
এদিকে এসব নিষিদ্ধ যানবাহন থেকে চাঁদাবাজি ও অনৈতিক সুবিধা নেওয়ার অভিযোগ রয়েছে। এর ফলে মহাসড়কে অটোরিকশাগুলো অবাধে চলাচল করছে বলে জানা গেছে।
এসব যানবাহন মহাসড়কে চলাচলের বিষয়ে ভরাডোবা হাইওয়ে পুলিশের পরিদর্শক আলী হোসেন বলেন, ‘মহাসড়কে ব্যাটারিচালিত এসব অবৈধ ও নিষিদ্ধ যানবাহন চলাচলে হাইওয়ে পুলিশ জিরো টলারেন্সে রয়েছে। প্রতিদিনই এসব যানবাহন আটক করে আইনের আওতায় আনা হচ্ছে।’
পৌর মেয়র এ কে এম মেজবাহ উদ্দিন কাইয়ুম বলেন, ‘যানজট নিরসনে আমরা কাজ করছি। নিয়মিত অভিযান চালানো হচ্ছে।’
ময়মনসিংহের ভালুকা শিল্পাঞ্চলে মহাসড়কে অবাধে চলাচল করছে নিষিদ্ধ যানবাহন। মহাসড়কজুড়ে পুলিশের সামনেই চলছে ব্যাটারিচালিত ইজিবাইক এবং শ্যালো ইঞ্জিনচালিত নছিমন-করিমন। মানা হচ্ছে না কোনো নির্দেশনা। এতে যানজটে নাকাল সাধারণ মানুষ। দুর্ভোগে পড়তে হচ্ছে পথচারী ও স্কুল-কলেজগামী শিক্ষার্থীদের। প্রায়ই ঘটছে ছোটখাটো দুর্ঘটনা।
পথচারীদের সঙ্গে কথা বলে জানা গেছে, ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অধিকাংশ সময়ই থাকে নছিমন, করিমন ও ব্যাটারিচালিত অটোরিকশার দখলে। তিন চাকার যানবাহন মহাসড়কে চলাচল নিষিদ্ধ থাকলেও ভালুকায় এসব যান দাপটের সঙ্গেই চলাচল করছে। ট্রাফিক ও হাইওয়ে পুলিশের সামনে চলাচল করলেও কোনো পদক্ষেপ নেই সংশ্লিষ্টদের।
জানা গেছে, ব্যাটারিচালিত অটোরিকশার অবাধ চলাচলের কারণে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যানজট লেগেই থাকে। এতে স্কুল-কলেজের শিক্ষার্থী ও পথচারীদের চরম দুর্ভোগ পোহাতে হয়। এ ছাড়া প্রায়ই ছোটবড় দুর্ঘটনা ঘটছে। ভালুকা বাসস্ট্যান্ড, শিমুলতলী, সিডস্টোর বাসস্ট্যান্ড ও মাস্টারবাড়ি বাসস্ট্যান্ডে যানজটের কারণে বেশি দুর্ভোগ পোহাতে হচ্ছে। তিন চাকার যানগুলো বাসস্ট্যান্ডে যাত্রীর জন্য অপেক্ষা করায় বিঘ্ন ঘটছে বড় যানবাহন চলাচলে।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ভালুকা উপজেলায় প্রায় দুই হাজারের মতো নিষিদ্ধ যানবাহন মহাসড়কে চলাচল করছে। সঙ্গে ব্যাটারিচালিত অটোরিকশার ব্যাটারি চার্জ দিতে বিদ্যুতের অবৈধ ব্যবহারও বেড়ে গেছে। অবৈধ বিদ্যুৎ সংযোগের সংখ্যা অনেক বেড়েছে বলে অভিযোগ রয়েছে। এতে সরকার রাজস্ব আয় থেকে বঞ্চিত হচ্ছে। আবার অবৈধ বিদ্যুৎ সংযোগে অগ্নিকাণ্ডের মতো ঘটনাও ঘটছে বলে অভিযোগ পাওয়া গেছে।
পথচারী ফজলুল হক বলেন, ‘বাসস্ট্যান্ডে সব সময় যানজট লেগেই থাকে। অটোরিকশার দাপটে ভালুকা বাজারে যাওয়া কঠিন হয়ে পড়েছে।’
আরেক পথচারী সাইফুল ইসলাম বলেন, ‘মহাসড়কের ভালুকা বাসস্ট্যান্ড থেকে পাঁচ রাস্তা ও গফরগাঁও সড়কের উপজেলা পরিষদ পর্যন্ত যানজট সব সময় লেগেই থাকে। পথ চলতে অসুবিধার সম্মুখীন হতে হয়।’
এ বিষয়ে ব্যাটারিচালিত অটোরিকশার এক চালক নাম প্রকাশ না করার শর্তে জানান, তিনি পরিবার নিয়ে ভালুকায় বাসা ভাড়া করে থাকেন। ব্যাটারিচালিত অটোরিকশা চালিয়ে সংসার চালান। তিনি মহাসড়কের ভরাডোবা, মল্লিকবাড়ী মোড় ও পৌর সদরে যাত্রী আনা-নেওয়া করেন।
এদিকে এসব নিষিদ্ধ যানবাহন থেকে চাঁদাবাজি ও অনৈতিক সুবিধা নেওয়ার অভিযোগ রয়েছে। এর ফলে মহাসড়কে অটোরিকশাগুলো অবাধে চলাচল করছে বলে জানা গেছে।
এসব যানবাহন মহাসড়কে চলাচলের বিষয়ে ভরাডোবা হাইওয়ে পুলিশের পরিদর্শক আলী হোসেন বলেন, ‘মহাসড়কে ব্যাটারিচালিত এসব অবৈধ ও নিষিদ্ধ যানবাহন চলাচলে হাইওয়ে পুলিশ জিরো টলারেন্সে রয়েছে। প্রতিদিনই এসব যানবাহন আটক করে আইনের আওতায় আনা হচ্ছে।’
পৌর মেয়র এ কে এম মেজবাহ উদ্দিন কাইয়ুম বলেন, ‘যানজট নিরসনে আমরা কাজ করছি। নিয়মিত অভিযান চালানো হচ্ছে।’
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
৬ দিন আগেপাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
৭ দিন আগেভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলা নিয়ে দুই চিরবৈরী প্রতিবেশীর মধ্যে উত্তেজনার পারদ ক্রমেই চড়ছিল। তা তুঙ্গে উঠল এবার পাকিস্তানের ভূখণ্ডে ভারতের ‘অপারেশন সিঁদুর’ নামের ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা দিয়ে। পাশাপাশি সীমান্তেও দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে ব্যাপক গোলাগুলি হয়েছে...
৭ দিন আগেঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫