Ajker Patrika

নিষিদ্ধ যানের দাপট মহাসড়কে

আলী আকবর সাজু, ভালুকা
আপডেট : ১৯ এপ্রিল ২০২২, ১৪: ৩৮
নিষিদ্ধ যানের দাপট মহাসড়কে

ময়মনসিংহের ভালুকা শিল্পাঞ্চলে মহাসড়কে অবাধে চলাচল করছে নিষিদ্ধ যানবাহন। মহাসড়কজুড়ে পুলিশের সামনেই চলছে ব্যাটারিচালিত ইজিবাইক এবং শ্যালো ইঞ্জিনচালিত নছিমন-করিমন। মানা হচ্ছে না কোনো নির্দেশনা। এতে যানজটে নাকাল সাধারণ মানুষ। দুর্ভোগে পড়তে হচ্ছে পথচারী ও স্কুল-কলেজগামী শিক্ষার্থীদের। প্রায়ই ঘটছে ছোটখাটো দুর্ঘটনা।

পথচারীদের সঙ্গে কথা বলে জানা গেছে, ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অধিকাংশ সময়ই থাকে নছিমন, করিমন ও ব্যাটারিচালিত অটোরিকশার দখলে। তিন চাকার যানবাহন মহাসড়কে চলাচল নিষিদ্ধ থাকলেও ভালুকায় এসব যান দাপটের সঙ্গেই চলাচল করছে। ট্রাফিক ও হাইওয়ে পুলিশের সামনে চলাচল করলেও কোনো পদক্ষেপ নেই সংশ্লিষ্টদের।

জানা গেছে, ব্যাটারিচালিত অটোরিকশার অবাধ চলাচলের কারণে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যানজট লেগেই থাকে। এতে স্কুল-কলেজের শিক্ষার্থী ও পথচারীদের চরম দুর্ভোগ পোহাতে হয়। এ ছাড়া প্রায়ই ছোটবড় দুর্ঘটনা ঘটছে। ভালুকা বাসস্ট্যান্ড, শিমুলতলী, সিডস্টোর বাসস্ট্যান্ড ও মাস্টারবাড়ি বাসস্ট্যান্ডে যানজটের কারণে বেশি দুর্ভোগ পোহাতে হচ্ছে। তিন চাকার যানগুলো বাসস্ট্যান্ডে যাত্রীর জন্য অপেক্ষা করায় বিঘ্ন ঘটছে বড় যানবাহন চলাচলে।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ভালুকা উপজেলায় প্রায় দুই হাজারের মতো নিষিদ্ধ যানবাহন মহাসড়কে চলাচল করছে। সঙ্গে ব্যাটারিচালিত অটোরিকশার ব্যাটারি চার্জ দিতে বিদ্যুতের অবৈধ ব্যবহারও বেড়ে গেছে। অবৈধ বিদ্যুৎ সংযোগের সংখ্যা অনেক বেড়েছে বলে অভিযোগ রয়েছে। এতে সরকার রাজস্ব আয় থেকে বঞ্চিত হচ্ছে। আবার অবৈধ বিদ্যুৎ সংযোগে অগ্নিকাণ্ডের মতো ঘটনাও ঘটছে বলে অভিযোগ পাওয়া গেছে।

পথচারী ফজলুল হক বলেন, ‘বাসস্ট্যান্ডে সব সময় যানজট লেগেই থাকে। অটোরিকশার দাপটে ভালুকা বাজারে যাওয়া কঠিন হয়ে পড়েছে।’

আরেক পথচারী সাইফুল ইসলাম বলেন, ‘মহাসড়কের ভালুকা বাসস্ট্যান্ড থেকে পাঁচ রাস্তা ও গফরগাঁও সড়কের উপজেলা পরিষদ পর্যন্ত যানজট সব সময় লেগেই থাকে। পথ চলতে অসুবিধার সম্মুখীন হতে হয়।’

এ বিষয়ে ব্যাটারিচালিত অটোরিকশার এক চালক নাম প্রকাশ না করার শর্তে জানান, তিনি পরিবার নিয়ে ভালুকায় বাসা ভাড়া করে থাকেন। ব্যাটারিচালিত অটোরিকশা চালিয়ে সংসার চালান। তিনি মহাসড়কের ভরাডোবা, মল্লিকবাড়ী মোড় ও পৌর সদরে যাত্রী আনা-নেওয়া করেন।

এদিকে এসব নিষিদ্ধ যানবাহন থেকে চাঁদাবাজি ও অনৈতিক সুবিধা নেওয়ার অভিযোগ রয়েছে। এর ফলে মহাসড়কে অটোরিকশাগুলো অবাধে চলাচল করছে বলে জানা গেছে।

এসব যানবাহন মহাসড়কে চলাচলের বিষয়ে ভরাডোবা হাইওয়ে পুলিশের পরিদর্শক আলী হোসেন বলেন, ‘মহাসড়কে ব্যাটারিচালিত এসব অবৈধ ও নিষিদ্ধ যানবাহন চলাচলে হাইওয়ে পুলিশ জিরো টলারেন্সে রয়েছে। প্রতিদিনই এসব যানবাহন আটক করে আইনের আওতায় আনা হচ্ছে।’

পৌর মেয়র এ কে এম মেজবাহ উদ্দিন কাইয়ুম বলেন, ‘যানজট নিরসনে আমরা কাজ করছি। নিয়মিত অভিযান চালানো হচ্ছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘তুমি ঘুমাও কীভাবে’, সৌদি যুবরাজকে নিয়ে ট্রাম্পের বিস্ময়

ফরিদপুরে পালিয়ে যাওয়া আ.লীগ নেতা গ্রেপ্তার, থানার ওসিকে বদলি

বিদায় বিশ্বের দরিদ্রতম প্রেসিডেন্ট

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করায় ভারতের উদ্বেগ

সৌদি আরবের সঙ্গে ১৪২ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির চুক্তি করে নিজের রেকর্ড ভাঙল যুক্তরাষ্ট্র

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত