Ajker Patrika

ভেড়ামারায় ৬ ইউপির সব কেন্দ্রই ঝুঁকিপূর্ণ

বাবলু মোস্তাফিজ, ভেড়ামারা (কুষ্টিয়া)
আপডেট : ১০ নভেম্বর ২০২১, ২০: ৪৫
ভেড়ামারায় ৬ ইউপির সব কেন্দ্রই ঝুঁকিপূর্ণ

কুষ্টিয়ার ভেড়ামারার ৬ ইউনিয়ন পরিষদের নির্বাচন আগামীকাল। বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। তবে ৬ ইউনিয়নের ৬০টি ভোটকেন্দ্রের সবগুলোই ঝুঁকিপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এর মধ্যে অতি ঝুঁকিপূর্ণ রয়েছে তিন ইউনিয়নের সবগুলো কেন্দ্র।

নির্বাচনী তফসিল অনুযায়ী, গত ২৭ অক্টোবর প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়। এর

পর থেকেই আনুষ্ঠানিক প্রচার শুরু হয়। এই প্রচারণা শেষ হয় ভোটগ্রহণের ৩০ ঘণ্টা আগে। সে হিসেবে গতকাল মঙ্গলবার রাত ১২টায় শেষ হয়েছে প্রার্থীদের নির্বাচনী প্রচার। মধ্যরাতের পর থেকেই চেয়ারম্যান এবং ইউপি সদস্যপ্রার্থীদের সব ধরনের প্রচারণা বন্ধ হয়ে গেছে।

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, ভেড়ামারা ৬টি ইউনিয়নে মোট ভোটার এক লাখ ৪৬ হাজার ৬৩ জন। এর মধ্যে পুরুষ ৭৩ হাজার ৪৮ জন। আর নারী ভোটার ৭৩ হাজার ১৫ জন। ৬০টি ভোটকেন্দ্রের মধ্যে বাহাদুরপুর ইউনিয়নে ১১, মোকারিমপুর ১০, জুনিয়াদহ ৯, ধরমপুর ১১, বাহিরচর ১০, চাঁদগ্রাম ইউনিয়নের ৯টি। এবারের নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে ২৪ জন মাঠে নেমেছেন। সংরক্ষিত নারী সদস্য পদে ৬৫ ও সাধারণ সদস্য পদে ১৯৩ প্রার্থী রয়েছেন।

ভেড়ামারা থানা সূত্রে জানায়, আসন্ন ভেড়ামারা ইউপি নির্বাচনে স্থাপিত ৬০টি ভোটকেন্দ্রের মধ্যে সবগুলোই ঝুঁকিপূর্ণ কেন্দ্র হিসেবে চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে অতি ঝুঁকিপূর্ণ কেন্দ্র হিসেবে চিহ্নিত হয়েছে তিনটি ইউনিয়নের সব কেন্দ্রকেই। অধিক ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্রের ইউনিয়ন হলো বাহাদুরপুর, চাঁদগ্রাম, ধরমপুর।

ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান জানান, সবগুলোই কেন্দ্রই ঝুঁকিপূর্ণ হিসেবে নিয়েছি। তবে কয়েকটি স্তরে পুলিশের টিম প্রতিটি কেন্দ্রে থাকবে। এর মধ্যে ৬ টি ইউনিয়নেই পুলিশের মোবাইল পার্টি, ইন পার্টি, স্টান্ডবাই পার্টি, ডিবি, গোয়েন্দা, সাদা পোশাকের পুলিশ, এ ছাড়াও র‍্যাব, বিজিবি ও আনসার সদস্যরা উপস্থিত থাকবেন।

ওসি আরও বলেন, পুলিশ সুপারের সার্বিক নির্দেশনায় নির্বাচনে মানুষ অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বিঘ্নে ভোট ভোটারদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারে সে ভাবেই নিশ্ছিদ্র নিরাপত্তা বলয় সাজানোর পরিকল্পনা রয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দীনেশ সরকার আজকের পত্রিকাকে বলেন, তিনজন নির্বাহী ম্যাজিস্ট্রেট এ পর্যন্ত পেয়েছি। আরও চেয়েছি। অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ শান্তিপূর্ণ নির্বাচনের আয়োজন করতে সব ব্যবস্থাই নেওয়া হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত