আজকের পত্রিকা ডেস্ক
নোয়াখালী সদর, সেনবাগ, বেগমগঞ্জ ও হাতিয়া উপজেলার সাত ইউনিয়ন পরিষদের (ইউপি) ভোট গ্রহণ বিক্ষিপ্ত সংঘর্ষে সম্পন্ন হয়েছে। নির্বাচনকে কেন্দ্র করে সেনবাগ ও হাতিয়ায় সংঘর্ষে অন্তত ৭ জন আহত হয়েছেন। এ ছাড়া এক চেয়ারম্যান প্রার্থী ভোট বর্জন করেছেন। গতকাল বুধবার সকাল ৮টা থেকে শুরু হয় ভোট গ্রহণ। বিস্তারিত প্রতিনিধিদের পাঠানো খবরে:
সেনবাগ প্রতিনিধি জানান, বিক্ষিপ্ত সংঘর্ষ, হামলা এবং এক চেয়ারম্যান প্রার্থীর ভোট বর্জনের মধ্য দিয়ে উপজেলার তিন ইউপির নির্বাচন শেষ হয়েছে।
গতকাল সকাল ৭টার দিকে মোহাম্মদপুর ইউপিতে জামায়াত-সমর্থিত চেয়ারম্যান প্রার্থী আবুল খায়েরকে (৪৮) সেবারহাট বাজারে দুর্বৃত্তরা হামলা চালায় এবং অবরুদ্ধ করে রাখে। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমের লাইভে এসে প্রশাসন ও গণমাধ্যমের সহযোগিতা কামনা করেন। অন্যদিকে দুপুরে ওই ইউপির আওয়ামী লীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী কামাল উদ্দিন মিয়াজি নানা অভিযোগ এনে ভোট বর্জন করেন।
এদিকে গত মঙ্গলবার শেষ রাতে মোহাম্মদপুর ইউনিয়নের সাহাজিরহাটে ইউপি সদস্য প্রার্থী আলী আহাম্মদ লিটন (৪২) তাঁর দুই সমর্থক আহসানুল মোজাক্কির (৩২) ও দিদার মাহমুদকে (৪০) প্রতিপক্ষের লোকজন দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যাচেষ্টার অভিযোগ পাওয়া গেছে।
রাত তিনটায় স্থানীয় লোকজন রক্তাক্ত তিনজনকে উদ্ধার করে সেনবাগ স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে অবস্থার অবনতি হলে নোয়াখালী সদর হাসপাতালে ভর্তি করান।
গুরুতর আহত ইউপি সদস্য প্রার্থী আলী আহম্মদ লিটন আজকের পত্রিকাকে বলেন, সাহাজিরহাটে তাঁর ব্যবসাপ্রতিষ্ঠানে দুই সমর্থককে কথা বলার সময় প্রতিপক্ষ ইউপি সদস্য প্রার্থী জহির উদ্দিন স্বপনের ৮-১০ জন সন্ত্রাসী অতর্কিতে এসে তিনজনকে কুপিয়ে হত্যার চেষ্টা চালায়। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে তিনি জানান। এ ছাড়া অর্জুনতলা ও কেশারপাড় ইউনিয়নে সহিংস ঘটনা ছাড়া শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে।
হাতিয়া প্রতিনিধি জানান, হাতিয়া উপজেলার চানন্দী ও হরনী ইউনিয়নে বিচ্ছিন্ন ঘটনা ছাড়াই শান্তিপূর্ণভাবে শেষ হলো নির্বাচন। ইভিএমের মাধ্যমে এই প্রথম দ্বীপের মানুষ ভোট দেওয়ার সুযোগ পেলেন।
সকাল ৮টা থেকে বিকেল চারটা পর্যন্ত চলে ভোট গ্রহণ।
সকালে ভোট গ্রহণ শুরু হওয়ার কিছু সময় পর অন্য উপজেলা নাগরিক হওয়ায় দুই নির্বাচনী এজেন্টকে আটক করে পুলিশ।
তাঁদের হরনী ইউনিয়নের হাতিয়া বাজার কেন্দ্র থেকে আটক করা হয়। তাঁরা স্বতন্ত্র প্রার্থী মোশফিকুর রহমানের সমর্থক।
দুপুরে চানন্দী ইউনিয়নের ভূমিহীন বাজার কেন্দ্রের পাশে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের হামলায় আওয়ামী লীগ প্রার্থীর তিন কর্মী আহত হয়েছেন। তাঁদের আশঙ্কাজনক অবস্থায় জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
এদিকে নির্বাচনে অবস্থাপনা ও অনিয়মের অভিযোগে ভোট বর্জন করেন দুই ইউনিয়নের দুই স্বতন্ত্র প্রার্থী। সকাল ১০টার দিকে হরনী ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী মুশফিকুর রহমান ৯ নম্বর ওয়ার্ডে তাঁর বাসভবনের সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন।
একইভাবে ১২টার দিকে চানন্দী ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী আমিরুল ইসলাম শামীম ভূমিহীন বাজারের পাশে তাঁর বাসভবনে সংবাদ সম্মেলন করে এই ঘোষণা দেন।
নোয়াখালী সদর, সেনবাগ, বেগমগঞ্জ ও হাতিয়া উপজেলার সাত ইউনিয়ন পরিষদের (ইউপি) ভোট গ্রহণ বিক্ষিপ্ত সংঘর্ষে সম্পন্ন হয়েছে। নির্বাচনকে কেন্দ্র করে সেনবাগ ও হাতিয়ায় সংঘর্ষে অন্তত ৭ জন আহত হয়েছেন। এ ছাড়া এক চেয়ারম্যান প্রার্থী ভোট বর্জন করেছেন। গতকাল বুধবার সকাল ৮টা থেকে শুরু হয় ভোট গ্রহণ। বিস্তারিত প্রতিনিধিদের পাঠানো খবরে:
সেনবাগ প্রতিনিধি জানান, বিক্ষিপ্ত সংঘর্ষ, হামলা এবং এক চেয়ারম্যান প্রার্থীর ভোট বর্জনের মধ্য দিয়ে উপজেলার তিন ইউপির নির্বাচন শেষ হয়েছে।
গতকাল সকাল ৭টার দিকে মোহাম্মদপুর ইউপিতে জামায়াত-সমর্থিত চেয়ারম্যান প্রার্থী আবুল খায়েরকে (৪৮) সেবারহাট বাজারে দুর্বৃত্তরা হামলা চালায় এবং অবরুদ্ধ করে রাখে। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমের লাইভে এসে প্রশাসন ও গণমাধ্যমের সহযোগিতা কামনা করেন। অন্যদিকে দুপুরে ওই ইউপির আওয়ামী লীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী কামাল উদ্দিন মিয়াজি নানা অভিযোগ এনে ভোট বর্জন করেন।
এদিকে গত মঙ্গলবার শেষ রাতে মোহাম্মদপুর ইউনিয়নের সাহাজিরহাটে ইউপি সদস্য প্রার্থী আলী আহাম্মদ লিটন (৪২) তাঁর দুই সমর্থক আহসানুল মোজাক্কির (৩২) ও দিদার মাহমুদকে (৪০) প্রতিপক্ষের লোকজন দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যাচেষ্টার অভিযোগ পাওয়া গেছে।
রাত তিনটায় স্থানীয় লোকজন রক্তাক্ত তিনজনকে উদ্ধার করে সেনবাগ স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে অবস্থার অবনতি হলে নোয়াখালী সদর হাসপাতালে ভর্তি করান।
গুরুতর আহত ইউপি সদস্য প্রার্থী আলী আহম্মদ লিটন আজকের পত্রিকাকে বলেন, সাহাজিরহাটে তাঁর ব্যবসাপ্রতিষ্ঠানে দুই সমর্থককে কথা বলার সময় প্রতিপক্ষ ইউপি সদস্য প্রার্থী জহির উদ্দিন স্বপনের ৮-১০ জন সন্ত্রাসী অতর্কিতে এসে তিনজনকে কুপিয়ে হত্যার চেষ্টা চালায়। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে তিনি জানান। এ ছাড়া অর্জুনতলা ও কেশারপাড় ইউনিয়নে সহিংস ঘটনা ছাড়া শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে।
হাতিয়া প্রতিনিধি জানান, হাতিয়া উপজেলার চানন্দী ও হরনী ইউনিয়নে বিচ্ছিন্ন ঘটনা ছাড়াই শান্তিপূর্ণভাবে শেষ হলো নির্বাচন। ইভিএমের মাধ্যমে এই প্রথম দ্বীপের মানুষ ভোট দেওয়ার সুযোগ পেলেন।
সকাল ৮টা থেকে বিকেল চারটা পর্যন্ত চলে ভোট গ্রহণ।
সকালে ভোট গ্রহণ শুরু হওয়ার কিছু সময় পর অন্য উপজেলা নাগরিক হওয়ায় দুই নির্বাচনী এজেন্টকে আটক করে পুলিশ।
তাঁদের হরনী ইউনিয়নের হাতিয়া বাজার কেন্দ্র থেকে আটক করা হয়। তাঁরা স্বতন্ত্র প্রার্থী মোশফিকুর রহমানের সমর্থক।
দুপুরে চানন্দী ইউনিয়নের ভূমিহীন বাজার কেন্দ্রের পাশে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের হামলায় আওয়ামী লীগ প্রার্থীর তিন কর্মী আহত হয়েছেন। তাঁদের আশঙ্কাজনক অবস্থায় জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
এদিকে নির্বাচনে অবস্থাপনা ও অনিয়মের অভিযোগে ভোট বর্জন করেন দুই ইউনিয়নের দুই স্বতন্ত্র প্রার্থী। সকাল ১০টার দিকে হরনী ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী মুশফিকুর রহমান ৯ নম্বর ওয়ার্ডে তাঁর বাসভবনের সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন।
একইভাবে ১২টার দিকে চানন্দী ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী আমিরুল ইসলাম শামীম ভূমিহীন বাজারের পাশে তাঁর বাসভবনে সংবাদ সম্মেলন করে এই ঘোষণা দেন।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৬ জানুয়ারি ২০২৫গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪