Ajker Patrika

ইউপি সদস্যকে পিটিয়ে পা ভেঙে দেওয়ার অভিযোগ

পিরোজপুর প্রতিনিধি
আপডেট : ১০ ডিসেম্বর ২০২১, ১২: ৩৬
ইউপি সদস্যকে পিটিয়ে পা ভেঙে দেওয়ার অভিযোগ

পিরোজপুরে পূর্বশত্রুতার জেরে ইউপি সদস্য রুহুল আমিন শেখকে ধরে নিয়ে পিটিয়ে দুই পা ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। গত বুধবার দুপুরে পিরোজপুর সদর উপজেলার কদমতলা ইউনিয়নের কদমতলা এলাকায় এ ঘটনা ঘটে।

আহত রুহুল আমিন শেখ (৪৫) পিরোজপুর সদর উপজেলার শিকদারমল্লিক ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও শিকদারমল্লিক ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক।

হাসপাতালে চিকিৎসাধীন ইউপি সদস্য রুহুল আমিন শেখ জানান, গত ১১ নভেম্বর শিকদারমল্লিক ইউনিয়নে নির্বাচনে তিনি ৯ নম্বর ওয়ার্ডে ইউপি সদস্য হিসেবে নির্বাচিত হন। এ নির্বাচনে তিনি আওয়ামী লীগ সমর্থিত নৌকা মার্কার চেয়ারম্যান প্রার্থীর পক্ষে কাজ করেন। এ কারণে ক্ষিপ্ত হয়ে প্রতিপক্ষের লোকজন বুধবার মোটরসাইকেলযোগে পিরোজপুর সদর উপজেলায় যাওয়ার পথে কদমতলা ইউনিয়নের ঝনঝনিয়াতলা এলাকায় আসলে স্থানীয় সন্ত্রাসী ফারুখসহ প্রায় ২০ থেকে ২৫ জন লোক সামনে এসে তাঁর মোটরসাইকেলটি থামায়। পরে সন্ত্রাসীরা তাঁকে জোড়পূর্বক ধরে নিয়ে গিয়ে মারধর করে। সন্ত্রাসীরা লোহার জিআইপাইপ দিয়ে পিটিয়ে তাঁর দুই পা ভেঙে দেয়। এ সময় তিনি ডাক-চিৎকার করলে সঙ্গে থাকা প্রায় ২ লাখ টাকা নিয়ে তাঁকে ফেলে চলে যায়। স্থানীরা তাঁকে উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে গুরুতর অবস্থায় নিয়ে আসেন।

পিরোজপুর জেলা হাসপাতালের চিকিৎসক ডা. তন্ময় মজুমদার বলেন, ‘হাসপাতালে নিয়ে আসা ইউপি সদস্য রুহুল আমিন শেখের দুই পা শক্ত কিছুর আঘাতে ভেঙে গেছে। এ ছাড়া তাঁর শরীরের বিভিন্ন স্থানে আঘাত থাকায় তাঁকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তারা বড় হলে নিজেদের ভুল বুঝতে পেরে লজ্জিত হবে: সেনাপ্রধান

যুগ্ম সদস্যসচিব মাহিন সরকারকে বহিষ্কারের কারণ জানাল এনসিপি

‘আমি যে মাপের লোক, আমারে সে মাপের অস্ত্র দিয়া ফাঁসাইতি’

আবাসন কোম্পানির অনিয়ম অনুসন্ধানে গড়িমসি, দুদকের উপপরিচালক বরখাস্ত

বিপুল বকেয়া সত্ত্বেও ব্যবসা হারানোর ভয়ে বাংলাদেশ-নেপালে সম্প্রচার চালিয়ে যাচ্ছে ভারতীয় চ্যানেলগুলো

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত