মাসুমা হক প্রিয়াংকা
গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের বিদায়ের পর ৮ আগস্ট অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে ক্ষমতা গ্রহণ করেন ড. মুহাম্মদ ইউনূস। তাঁর এই ক্ষমতা গ্রহণের পেছনে সেনা সমর্থনও রয়েছে। ক্ষমতা নেওয়ার পর থেকে বিভিন্ন ক্ষেত্রে সংস্কারের কথা বলা হচ্ছে এই সরকারের পক্ষ থেকে। সরকারের বাইরেও বিভিন্ন মহল থেকে শিক্ষা, সংস্কৃতি, সমাজ, রাজনীতি—সব ক্ষেত্রে সংস্কারের কথা বলা হচ্ছে। গোলাম আযমের পুত্র বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহিল আমান আযমী জাতীয় সংগীত পরিবর্তনবিষয়ক প্রস্তাব দিয়ে এক নতুন বিতর্ক উসকে দিয়েছেন। গণভবনকে স্মৃতি জাদুঘরে রূপান্তরের সরকারি উদ্যোগ, বাংলাদেশ বেতারে উর্দু সম্প্রচার চালু করার জন্য সভা ইত্যাদি নিয়েও কথা হচ্ছে।
অথচ সাধারণ মানুষের প্রধান উদ্বেগ নিরাপত্তা ও নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম। আওয়ামী লীগ নেই কিন্তু সিন্ডিকেট আছে। মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে সক্ষমতা দেখা যাচ্ছে না। শুরু হয়েছে নতুন উৎপাত—মব জাস্টিস। দেশের বিভিন্ন স্থানে মব জাস্টিসের নামে মানুষ হত্যার মিছিল চলছে। দেশ যেন ‘মবের মুল্লুকে’ পরিণত হয়েছে। আইনের শাসন প্রতিষ্ঠার নামে ৫ আগস্টের পর থেকে কারাবন্দী শীর্ষ সন্ত্রাসী, জঙ্গি, দেশদ্রোহী দাগি অপরাধীদের মুক্তি দেওয়া হচ্ছে, যা জনসাধারণের জন্য মারাত্মক হুমকি।
এর মধ্যেই সম্প্রতি ছেড়ে দেওয়া অপরাধীদের হাতে একজন তরুণ সেনা কর্মকর্তা নিহত হয়েছেন।
সরকার শিক্ষার্থীদের দেশ পরিচালনায় যুক্ত করার যে প্রয়াস নিয়েছে, তাতে শিক্ষার্থীদের মধ্যে পড়াশোনাবিমুখতা দেখা দেওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। স্বাধীনতার নামে একধরনের লাগামছাড়া মনোভাবের পরিণতিস্বরূপ অদূর ভবিষ্যতে দেশ কিশোর গ্যাংয়ের আস্তানায় পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে। বেকার তরুণদের সমবেত করে আন্দোলন বেগবান করা হয়েছিল, কিন্তু বেকারবান্ধব কোনো পদক্ষেপ নতুন সরকার গ্রহণ করছে না। উল্টো সরকারি চাকরিতে বয়সসীমা ৩৫ বছর করার দাবিতে আন্দোলনকারীদের ওপর পুলিশি নির্যাতন নেমে এসেছে। ৪৩ বিসিএসের গেজেট, ৪৪ বিসিএসের ভাইভা দোদুল্যমান। চাকরির নিয়োগপ্রক্রিয়া স্থবির হয়ে আছে।
এহেন পরিস্থিতিতে অরাজকতা বিবেচনায় দ্রুত সময়ের মধ্যে নির্বাচনের পরিবেশ সৃষ্টি করে অংশগ্রহণমূলক নির্বাচনের ব্যবস্থা করাই ইউনূস সরকারের প্রধান লক্ষ্য হওয়া উচিত। নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ও উপদেষ্টাদের মধ্যে আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ হতে বিরত রাখার যে মনোভাব দেখা যাচ্ছে, তা গণতন্ত্র পরিপন্থী। আওয়ামী লীগকে গ্রহণ-বর্জনের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দেশের মানুষের হাতেই ছেড়ে দেওয়া উচিত। দেশের অন্যতম বড় এই দলটির নির্বাচনে অংশগ্রহণ নিশ্চিত না হলে দেশে অস্থিরতা বাড়বে বৈ কমবে বলে মনে হয় না। স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে নেতৃত্বদানকারী দল আওয়ামী লীগকে বাইরে রেখে নির্বাচন অনুষ্ঠিত হলে সে নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে ও গ্রহণযোগ্যতা হারাবে। গণতান্ত্রিক প্রক্রিয়ায় সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে দেশের সাধারণ জনগণ যে দলকে গ্রহণ করবে, সেই দলই দেশ পরিচালনা ও সংস্কারকাজ সমাপ্ত করার দাবিদার। আওয়ামী লীগকে যে কার্যকারণের ভিত্তিতে নির্বাচনে অংশগ্রহণ করতে বিরত রাখার প্রচেষ্টা চলছে, সে পরিপ্রেক্ষিতে জামায়াতের নির্বাচনে অংশগ্রহণও প্রশ্নবিদ্ধ। জামায়াত তার অতীত কার্যকলাপের জন্য বাংলাদেশের জনগণের কাছে কখনোই ক্ষমা চায়নি, অতএব তাদের ক্ষমা প্রার্থনা করে নির্বাচনে অংশগ্রহণ নিয়ে ভাবা উচিত।
আওয়ামী লীগের যেসব নেতা ক্লিন ইমেজের তাঁদের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা না করে গণতন্ত্রের স্বার্থে তাঁদের রাজনীতি করার সুযোগ দিলে দেশ উগ্র ধর্মান্ধতা, অরাজকতা থেকে মুক্ত হবে। ধর্ম নিয়ে যাঁরা রাজনীতি করেন, তাঁরা দেশকে কোথায় নিয়ে যেতে চান, তা কি তাঁদের সাম্প্রতিক কার্যকলাপ থেকে বোঝা যাচ্ছে না? স্বৈরাচারী ও ফ্যাসিবাদী শাসনের অবসানের নামে ১৯৭১-এর মুক্তিযুদ্ধের চেতনা বিলুপ্তির পথে ঠেলে দেওয়া কাম্য হতে পারে না। ধর্মনিরপেক্ষ, বৈষম্যহীন, গণতান্ত্রিক সোনার বাংলার স্বপ্ন বাস্তবায়নে আগ্রহী সব রাজনৈতিক দল ও সামাজিক শক্তির জন্য পথের বাধা দূর না করে অন্তরায় সৃষ্টি করলে জবাবদিহি করতে হবে বর্তমান ক্ষমতাসীনদেরই। সংকীর্ণতা ও সন্ত্রাসমুক্ত উদার রাজনৈতিক পরিবেশই আমাদের কাম্য।
লেখক: শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়
গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের বিদায়ের পর ৮ আগস্ট অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে ক্ষমতা গ্রহণ করেন ড. মুহাম্মদ ইউনূস। তাঁর এই ক্ষমতা গ্রহণের পেছনে সেনা সমর্থনও রয়েছে। ক্ষমতা নেওয়ার পর থেকে বিভিন্ন ক্ষেত্রে সংস্কারের কথা বলা হচ্ছে এই সরকারের পক্ষ থেকে। সরকারের বাইরেও বিভিন্ন মহল থেকে শিক্ষা, সংস্কৃতি, সমাজ, রাজনীতি—সব ক্ষেত্রে সংস্কারের কথা বলা হচ্ছে। গোলাম আযমের পুত্র বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহিল আমান আযমী জাতীয় সংগীত পরিবর্তনবিষয়ক প্রস্তাব দিয়ে এক নতুন বিতর্ক উসকে দিয়েছেন। গণভবনকে স্মৃতি জাদুঘরে রূপান্তরের সরকারি উদ্যোগ, বাংলাদেশ বেতারে উর্দু সম্প্রচার চালু করার জন্য সভা ইত্যাদি নিয়েও কথা হচ্ছে।
অথচ সাধারণ মানুষের প্রধান উদ্বেগ নিরাপত্তা ও নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম। আওয়ামী লীগ নেই কিন্তু সিন্ডিকেট আছে। মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে সক্ষমতা দেখা যাচ্ছে না। শুরু হয়েছে নতুন উৎপাত—মব জাস্টিস। দেশের বিভিন্ন স্থানে মব জাস্টিসের নামে মানুষ হত্যার মিছিল চলছে। দেশ যেন ‘মবের মুল্লুকে’ পরিণত হয়েছে। আইনের শাসন প্রতিষ্ঠার নামে ৫ আগস্টের পর থেকে কারাবন্দী শীর্ষ সন্ত্রাসী, জঙ্গি, দেশদ্রোহী দাগি অপরাধীদের মুক্তি দেওয়া হচ্ছে, যা জনসাধারণের জন্য মারাত্মক হুমকি।
এর মধ্যেই সম্প্রতি ছেড়ে দেওয়া অপরাধীদের হাতে একজন তরুণ সেনা কর্মকর্তা নিহত হয়েছেন।
সরকার শিক্ষার্থীদের দেশ পরিচালনায় যুক্ত করার যে প্রয়াস নিয়েছে, তাতে শিক্ষার্থীদের মধ্যে পড়াশোনাবিমুখতা দেখা দেওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। স্বাধীনতার নামে একধরনের লাগামছাড়া মনোভাবের পরিণতিস্বরূপ অদূর ভবিষ্যতে দেশ কিশোর গ্যাংয়ের আস্তানায় পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে। বেকার তরুণদের সমবেত করে আন্দোলন বেগবান করা হয়েছিল, কিন্তু বেকারবান্ধব কোনো পদক্ষেপ নতুন সরকার গ্রহণ করছে না। উল্টো সরকারি চাকরিতে বয়সসীমা ৩৫ বছর করার দাবিতে আন্দোলনকারীদের ওপর পুলিশি নির্যাতন নেমে এসেছে। ৪৩ বিসিএসের গেজেট, ৪৪ বিসিএসের ভাইভা দোদুল্যমান। চাকরির নিয়োগপ্রক্রিয়া স্থবির হয়ে আছে।
এহেন পরিস্থিতিতে অরাজকতা বিবেচনায় দ্রুত সময়ের মধ্যে নির্বাচনের পরিবেশ সৃষ্টি করে অংশগ্রহণমূলক নির্বাচনের ব্যবস্থা করাই ইউনূস সরকারের প্রধান লক্ষ্য হওয়া উচিত। নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ও উপদেষ্টাদের মধ্যে আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ হতে বিরত রাখার যে মনোভাব দেখা যাচ্ছে, তা গণতন্ত্র পরিপন্থী। আওয়ামী লীগকে গ্রহণ-বর্জনের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দেশের মানুষের হাতেই ছেড়ে দেওয়া উচিত। দেশের অন্যতম বড় এই দলটির নির্বাচনে অংশগ্রহণ নিশ্চিত না হলে দেশে অস্থিরতা বাড়বে বৈ কমবে বলে মনে হয় না। স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে নেতৃত্বদানকারী দল আওয়ামী লীগকে বাইরে রেখে নির্বাচন অনুষ্ঠিত হলে সে নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে ও গ্রহণযোগ্যতা হারাবে। গণতান্ত্রিক প্রক্রিয়ায় সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে দেশের সাধারণ জনগণ যে দলকে গ্রহণ করবে, সেই দলই দেশ পরিচালনা ও সংস্কারকাজ সমাপ্ত করার দাবিদার। আওয়ামী লীগকে যে কার্যকারণের ভিত্তিতে নির্বাচনে অংশগ্রহণ করতে বিরত রাখার প্রচেষ্টা চলছে, সে পরিপ্রেক্ষিতে জামায়াতের নির্বাচনে অংশগ্রহণও প্রশ্নবিদ্ধ। জামায়াত তার অতীত কার্যকলাপের জন্য বাংলাদেশের জনগণের কাছে কখনোই ক্ষমা চায়নি, অতএব তাদের ক্ষমা প্রার্থনা করে নির্বাচনে অংশগ্রহণ নিয়ে ভাবা উচিত।
আওয়ামী লীগের যেসব নেতা ক্লিন ইমেজের তাঁদের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা না করে গণতন্ত্রের স্বার্থে তাঁদের রাজনীতি করার সুযোগ দিলে দেশ উগ্র ধর্মান্ধতা, অরাজকতা থেকে মুক্ত হবে। ধর্ম নিয়ে যাঁরা রাজনীতি করেন, তাঁরা দেশকে কোথায় নিয়ে যেতে চান, তা কি তাঁদের সাম্প্রতিক কার্যকলাপ থেকে বোঝা যাচ্ছে না? স্বৈরাচারী ও ফ্যাসিবাদী শাসনের অবসানের নামে ১৯৭১-এর মুক্তিযুদ্ধের চেতনা বিলুপ্তির পথে ঠেলে দেওয়া কাম্য হতে পারে না। ধর্মনিরপেক্ষ, বৈষম্যহীন, গণতান্ত্রিক সোনার বাংলার স্বপ্ন বাস্তবায়নে আগ্রহী সব রাজনৈতিক দল ও সামাজিক শক্তির জন্য পথের বাধা দূর না করে অন্তরায় সৃষ্টি করলে জবাবদিহি করতে হবে বর্তমান ক্ষমতাসীনদেরই। সংকীর্ণতা ও সন্ত্রাসমুক্ত উদার রাজনৈতিক পরিবেশই আমাদের কাম্য।
লেখক: শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৬ জানুয়ারি ২০২৫গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪