Ajker Patrika

১০ ইউপিতে প্রতীক পেলেন ৪০৮ প্রার্থী

চাঁদপুর প্রতিনিধি
আপডেট : ২৯ অক্টোবর ২০২১, ১৪: ৩৪
১০ ইউপিতে প্রতীক পেলেন ৪০৮ প্রার্থী

দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচনে চাঁদপুর সদর উপজেলার ১০টি ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। এসব ইউপিতে ৪০৮ প্রার্থী ইতিমধ্যে প্রতীক বরাদ্দ পেয়েছেন। প্রতীক পেয়ে নির্বাচনী মাঠে নেমে গেছেন প্রার্থীরা। তবে আগের মতো প্রচারণা নেই এবার। প্রার্থীরা এখনো দলীয় শীর্ষ নেতাদের পেছনে সময় দিচ্ছেন বেশি।

গত বুধবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সদর উপজেলা এলজিইডি অফিস, উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও উপজেলা নির্বাচন অফিসে চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত সদস্যদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়।

এ সময় রিটার্নিং কার্যালয়ের দায়িত্ব পালন করেন সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ দেলওয়ার হোসেন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মো. মুকবুল হোসেন, উপজেলা প্রকৌশলী এ এস এম রাশেদুর রহমান ও কচুয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা কাজি আবু বকর সিদ্দীক।

১ নম্বর বিষ্ণুপুর ইউপিতে মোট ৩৪ জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়। ২ নম্বর আশিকাটি ইউপি থেকে দেওয়া হয় মোট ৪৪ জন প্রার্থী। ৪ নম্বর শাহ মাহমুদপুর ইউপি থেকে মোট ৫১ জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়। ৫ নম্বর রামুপুর ইউপিতে প্রতীক দেওয়া হয় মোট ৪৪ জন প্রার্থীর মধ্যে। ৬ নম্বর মৈশাদী ইউপিতে থেকে দেওয়া হয় মোট ৪৫ জনকে। ৭ নম্বর তরপুরচন্ডী ইউপি থেকে দেওয়া হয় মোট ২৮ জনকে। ৮ নম্বর বাগাদী ইউপি থেকে দেওয়া হয় মোট ৪৫ জনকে। ৯ নম্বর বালিয়া ইউপি থেকে দেওয়া হয় মোট ৩৭ জনকে। ১২ নম্বর চান্দ্রা ইউপি থেকে দেওয়া হয় মোট ৪৮ জনকে। ১৩ নম্বর হানারচর ইউপি থেকে দেওয়া হয় মোট ৩২ জনকে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত