Ajker Patrika

জাহাজের ক্যাপ্টেনকে হয়রানির অভিযোগ

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি 
আপডেট : ১৩ নভেম্বর ২০২১, ২০: ৫২
জাহাজের ক্যাপ্টেনকে হয়রানির অভিযোগ

দেশের দ্বিতীয় সামুদ্রিক বন্দর মোংলায় একটি বিদেশি জাহাজের ক্যাপ্টেনকে (মাস্টার) হয়রানি করে বিদেশি সিগারেট ও কোমল পানীয় নিয়ে আসার অভিযোগ উঠেছে এক কাস্টমস কর্মকর্তার বিরুদ্ধে। ইতিমধ্যে এ ঘটনায় আনুষ্ঠানিক তদন্ত শুরু করেছে কাস্টমস কর্তৃপক্ষ। সংস্থাটির কমিশনার মোহাম্মদ হোসেন আহম্মেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

মোংলা কাস্টমস কমিশনারকে দেওয়া লিখিত অভিযোগ থেকে জানা যায়, গত ২৯ অক্টোবর আরব আমিরাতের মালিকানাধীন পানামা পতাকাবাহী ‘এম ভি টিবিসি প্রেসটিজ’ নামে ওই জাহাজে মোংলায় ভিড়ে। জাহাজটিতে কোনো অবৈধ মালামাল আছে কিনা তা খতিয়ে দেখতে যান মোংলা কাস্টমস হাউসের সহকারী রাজস্ব কর্মকর্তা অরবিন্দু মালি। এ সমময় জাহাজে থাকা বিদেশি মুদ্রা ও সিগারেট দিয়ে দিতে ক্যাপ্টেনকে বলেন তিনি। ক্যাপ্টেন এগুলো দিতে অস্বীকৃতি জানান। বলেন, আন্তর্জাতিক শিপিং আইনে এ সব দেওয়ার তো কোনো নিয়ম নাই। কিন্তু অরবিন্দু একপর্যায়ে ক্যাপ্টেনকে মানসিক হয়রানি করে জোর করে ২৬ কার্টুন বিদেশি সিগারেট, এক কেস ফান্টা এবং দুই কেস কোক নিয়ে জাহাজ থেকে নামে আসেন।

অভিযোগে আরও বলা হয়, কাস্টমসের কর্মকর্তাদের এ ধরনের আচরণের জন্য বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট হচ্ছে।

মোংলা কাস্টমস হাউসের কমিশনার মোহাম্মদ হোসেন আহম্মেদ বলেন, ‘বিদেশি জাহাজের ক্যাপ্টেনের অভিযোগটি আমি পেয়েছি। অরবিন্দুর বিরুদ্ধে ইতিমধ্যে আনুষ্ঠানিক তদন্ত শুরু হয়েছে।’

এ বিষয়ে অরবিন্দু মালি বলেন, ‘এটা অফিশিয়াল বিষয়। অফিসে আসেন কথা বলব।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মৌচাকে গাড়িতে লাশ: ২৫ লাখ টাকায় যুক্তরাষ্ট্রের কথা বলে জাকিরকে শ্রীলঙ্কায় নিয়েছিল দালাল

যেভাবে শেখ হাসিনাকে ফেরানোর পরিকল্পনা চলছিল, স্বীকারোক্তিতে জানালেন মেজর সাদিকের স্ত্রী জাফরিন

পুলিশের এডিসিকে ছুরি মেরে পালিয়ে গেল ছিনতাইকারী

রিটার্ন না দিলে গ্যাস-বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

উত্তরায় বকশীগঞ্জের সাবেক মেয়র নজরুল ইসলাম গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত