Ajker Patrika

ইলিশ শিকার বন্ধে ব্যাপক তৎপরতা

ঝালকাঠি প্রতিনিধি
আপডেট : ০৩ অক্টোবর ২০২১, ১২: ০১
ইলিশ শিকার বন্ধে ব্যাপক তৎপরতা

মা ইলিশ রক্ষায় ঝালকাঠির সুগন্ধা, বিষখালী, গাবখান ও হলতা নদীতে ইলিশ প্রজননের অভয়াশ্রম ঘোষণা করেছে জেলা প্রশাসন ও মৎস্য বিভাগ। আগামীকাল ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত টানা ২২দিন বন্ধ থাকবে সব ধরনের ইলিশ নিধন, বিক্রয়, মজুদ ও পরিবহন। মানুষকে সচেতন করতে চলছে ব্যাপক প্রচার। প্রতিবছর ট্রলারে অভিযানে নামলেও এবারের অভিযান চলবে স্পিডবোটে। জাতীয় সম্পদ ইলিশের উৎপাদন বৃদ্ধি ও প্রজনন নিরাপদ রাখার জন্য কঠোর থাকার সিদ্ধান্ত নিয়েছে ঝালকাঠি জেলা টাস্কফোর্স কমিটি।

ঝালকাঠির ১৭ কিলোমিটার প্রবাহমান সুগন্ধা আর বিষখালীর ৩০ কিলোমিটার মিঠা পানিতে এই ২২ দিন ইলিশের অভয়াশ্রমে নিরাপদ প্রজনন কেন্দ্র নির্বিঘ্ন করতে নদী তীরবর্তী এলাকায় সচেতনতামূলক সভা করছে জেলা প্রশাসন এবং মৎস্য বিভাগ। এছাড়াও ইলিশের অভয়াশ্রম বাস্তবায়নের জন্য এরই মধ্যে জেলা, উপজেলাসহ সব স্তরের কমিটির সভা হয়েছে।

গত বৃহস্পতিবার সকাল থেকে জেলে পাড়া ও মেঘনা উপকূলীয় এলাকায় মা ইলিশ ধরা থেকে বিরত থাকাসহ সরকারের সিদ্ধান্তগুলো প্রচারের জন্য মাইকিং শুরু হয়েছে। প্রচারণা অব্যাহত থাকবে।

ঝালকাঠি জেলা মৎস্য কর্মকর্তা রিপন ঘোষ জানান, সারা দেশের ন্যায় জেলার সুগন্ধা, বিষখালী, গাবখান ও নদী ঝালকাঠি জেলা এলাকায় ২২ দিনের জন্য অভয়াশ্রম ঘোষণা করেছে সরকার। এ সময়ের মধ্যে অভয়াশ্রমে ইলিশ প্রজনন নিরাপদ করতে নদীতে টাস্কফোর্সের একাধিক টিম দিন ও রাতে কাজ করবে। এসব টিমের মধ্যে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পুলিশ ও মৎস্য বিভাগের সদস্যরা থাকবেন।

জেলা টাস্কফোর্স কমিটির প্রধান জেলা প্রশাসক (ডিসি) মো. জোহর আলী বলেন, মা ইলিশ রক্ষায় এবারও আমরা কঠোর থাকব। এ অভিযান সফল করতে হবে। এ ক্ষেত্রে নদী পাড়ের জেলে, জনপ্রতিনিধি, সচেতন মানুষকে তৎপর থাকতে হবে। আমরা চাইব না, দরিদ্র জেলেদের আটক করতে। কিন্তু তারা কথা না শুনলে আমরা কঠোর হতে বাধ্য হব। এই ২২ দিন আমাদের নিয়মিত অভিযানের পাশাপাশি সপ্তাহে দুবার কম্বাইন্ড টিম অভিযান চালাবে। রাতে বেশি মাছ শিকার হয়। তাই রাতের জন্য একটি বিশেষ দল প্রস্তুত থাকবে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে তারা অভিযানে যাবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আন্দালিব রহমান পার্থর স্ত্রীকে বিদেশ যেতে বাধা

‘মেয়েরা যেন আমার মরা মুখ না দেখে’, চিরকুট লিখে ঠিকাদারের ‘আত্মহত্যা’

ফরিদপুরে পালিয়ে যাওয়া আ.লীগ নেতা গ্রেপ্তার, থানার ওসিকে বদলি

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করায় ভারতের উদ্বেগ

সৌদি আরবের সঙ্গে ১৪২ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির চুক্তি করে নিজের রেকর্ড ভাঙল যুক্তরাষ্ট্র

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত