Ajker Patrika

কুমিল্লায় জাতীয় আয়কর দিবস পালিত

কুমিল্লা প্রতিনিধি
আপডেট : ০১ ডিসেম্বর ২০২১, ১৩: ৩১
কুমিল্লায় জাতীয় আয়কর দিবস পালিত

কুমিল্লায় জাতীয় আয়কর দিবস পালিত হয়েছে। গতকাল মঙ্গলবার দিবসটি উপলক্ষে নগরীর কান্দিরপাড় নজরুল অ্যাভিনিউ কর ভবনে এ দিবস পালন করা হয়। কর অঞ্চল-কুমিল্লার (কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, ফেনী, নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলা) উদ্যোগে এ দিবসটি পালন করা হয়।

এর উদ্বোধন করেন কর অঞ্চল-কুমিল্লার কর কমিশনার মিজ সফিনা জাহান। এ সময় কর অঞ্চল–কুমিল্লার অতিরিক্ত কর কমিশনার সৈয়দ জাকির হোসেন, যুগ্ম কর কমিশনার মোহাম্মদ শাহ আলম, শাহাদাৎ হোসেন, উপ কর কমিশনার, মো. আরিফুল হাসান মজুমদার, মো. শরিফুল ইসলাম, জাকিয়া জাফরিন ও অতিরিক্ত সহকারী কর কমিশনার মনির আহম্মদসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

কর কমিশনার মিজ সফিনা জাহান বলেন, করদাতাদের কর প্রদানে উৎসাহিত করার জন্য জাতীয় আয়কর দিবস পালন করা হয়। কর বিভাগের জন্য নভেম্বর মাসটি খুবই গুরুত্বপূর্ণ।

এ মাসে সর্বোচ্চ পরিমাণ রিটার্ন দাখিল ও কর আহরণ হয়ে থাকে। দেশের উন্নয়নে আয়কর খুবই গুরুত্বপূর্ণ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত