কক্সবাজার ও চকরিয়া প্রতিনিধি
কক্সবাজারের চকরিয়ায় সংরক্ষিত বনের ভেতর ও আশপাশে রয়েছে পাঁচটি ইটভাটা। এসব ভাটার একটিরও কোনো অনুমোদন বা পরিবেশ ছাড়পত্র নেই। তারপরও কোনোটি এক যুগ আবার কোনোটি আরও বেশি সময় ধরে চালু রয়েছে। এসব ভাটা হাতি চলাচলের পথ রুদ্ধ করে গড়ে তোলার অভিযোগ রয়েছে। এর মধ্যে গত মঙ্গলবার উপজেলার ফাঁসিয়াখালী সংরক্ষিত বনের ভেতরে হাতির অভয়ারণ্যে তৈরি করা আওয়ামী লীগ নেতার জেএলবি নামের ভাটাটি বন্ধে অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর।
খোঁজ নিয়ে জানা গেছে, কক্সবাজার উত্তর বন বিভাগের ফাঁসিয়াখালী রেঞ্জের মানিকপুর বিটের বন-লাগোয়া গিয়াস উদ্দিনদের এএমবি নামের দুটি ও শাহ আলমের বিবিএম নামে একটি ভাটা রয়েছে। এর মধ্যে গিয়াসরা প্রায় ১১ বছর আগে ভাটাগুলো স্থাপন করেন এবং শাহ আলম তিন বছর আগে।
অন্যদিকে ফাঁসিয়াখালী বিটের সংরক্ষিত বনের উচিতার বিল এলাকায় ২০০৯ সালে গিয়াস উদ্দিন চৌধুরী প্রভাব খাটিয়ে অবৈধভাবে ইটভাটা স্থাপন করেন। এই ভাটা স্থাপন করতে গিয়ে সংরক্ষিত বনের বেশ কিছু পাহাড় ও বন নিধন করার অভিযোগ রয়েছে। এ নিয়ে তাঁর বিরুদ্ধে একাধিক মামলাও আছে। একটি মামলায় আদালতে তাঁর ছয় মাস সাজাও হয়েছে।
এ ছাড়া উপজেলার উত্তর হারবাং এলাকায় লোহাগাড়ার শামসুল আলমের এসবিএম নামক একটি ভাটা রয়েছে। ওই ভাটাও চট্টগ্রাম বন্য প্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের অধীন বন এলাকায় অবস্থিত।
২০১৩ সালের ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন অনুযায়ী সরকারি বনাঞ্চলের সীমারেখা থেকে দুই কিলোমিটার দূরত্বের মধ্যে ভাটা স্থাপন নিষিদ্ধ। এ ছাড়া একই আইনে কোনো পাহাড় বা টিলার উপরিভাগে বা ঢালে এবং তৎসংলগ্ন সমতলে কোনো ইটভাটা স্থাপনের ক্ষেত্রে কমপক্ষে আধা কিলোমিটার দূরত্ব মেনে চলতে হবে।
সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, ২০১৩ সালের আইন অনুযায়ী চকরিয়ার পাঁচটি ভাটার একটিরও অনুমোদন পাওয়ার শর্ত পূরণের সুযোগ নেই। পরিবেশ অধিদপ্তরের এক কর্মকর্তা জানান, বেশির ভাগ ক্ষেত্রে দেখা যায়, ভাটামালিকেরা ভাটা স্থাপনের পর অনুমোদনের জন্য দৌড়ান। শর্ত পূরণে ব্যর্থ হলে আদালতের আশ্রয় নেন। কেউ কেউ প্রভাব খাটিয়ে বছরের পর বছর আইনের তোয়াক্কা না করে ভাটা চালু রাখছেন।
সম্প্রতি সরেজমিন দেখা গেছে, দুই পাশে বান্দরবানের লামার পাহাড় ও দুই পাশে মানিকপুরের সংরক্ষিত বন। সেখানেই ১১ বছর ধরে চলছে এএমবি নামের দুটি ভাটা। এসব ভাটায় জ্বালানি হিসেবে পোড়ানোর জন্য গাছ মজুত করা হয়েছে। পাশেই কিছু কয়লা রয়েছে।
ভাটামালিকদের একজন গিয়াস উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ‘সবাইকে ম্যানেজ করেই ১০ থেকে ১১ বছর ধরে ভাটা চালাচ্ছি।’ ভাটার বৈধ কোনো বৈধ কাগজপত্র নেই বলে স্বীকার করেন তিনি।
বিবিএমের মালিক শাহ আলম জানান, ‘আমরা তিন বছর আগে পরিবেশবান্ধব চিমনি তৈরি করে ভাটাটি স্থাপন করেছি। কিন্তু এখনো লাইসেন্স পাইনি।’
একইভাবে চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন চৌধুরী কোনো অনুমোদন ছাড়া ১৩ বছর ধরে ইটভাটা চালু রেখেছেন। এই ভাটা বন্ধে ২০১০ সালে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) উচ্চ আদালতে একটি রিট আবেদন করে। নানা সময়ে পরিবেশ অধিদপ্তর, বন বিভাগসহ সরকারি দপ্তরগুলো বিতর্কিত ভাটাটি অপসারণের উদ্যোগ নিলেও কাজ হয়নি।
বন বিভাগের ফাঁসিয়াখালী রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা শেখ মিজানুর রহমান আজকের পত্রিকাকে জানান, একটি ইটভাটায় পাহাড় কাটার তথ্য রয়েছে। বাকি ভাটাগুলোর বিষয়ে সংশ্লিষ্ট বিট কর্মকর্তাদের খোঁজ নিতে বলা হয়েছে।
চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেপি দেওয়ান বলেন, ‘আমি নতুন যোগদান করেছি। ইটভাটা নিয়ে হালনাগাদ তথ্য জানা নেই।’
কক্সবাজার পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক শেখ মো. নাজমুল হুদা আজকের পত্রিকাকে বলেন, ‘ইতিমধ্যে জেএলবি নামের একটি ভাটায় অভিযান চালানো হয়েছে। হারবাং এলাকার একটি ইটভাটা নিয়ে উচ্চ আদালতের নিষেধাজ্ঞা রয়েছে। অনুমোদনবিহীন সব ভাটায় অভিযান অব্যাহত থাকবে।’
কক্সবাজারের চকরিয়ায় সংরক্ষিত বনের ভেতর ও আশপাশে রয়েছে পাঁচটি ইটভাটা। এসব ভাটার একটিরও কোনো অনুমোদন বা পরিবেশ ছাড়পত্র নেই। তারপরও কোনোটি এক যুগ আবার কোনোটি আরও বেশি সময় ধরে চালু রয়েছে। এসব ভাটা হাতি চলাচলের পথ রুদ্ধ করে গড়ে তোলার অভিযোগ রয়েছে। এর মধ্যে গত মঙ্গলবার উপজেলার ফাঁসিয়াখালী সংরক্ষিত বনের ভেতরে হাতির অভয়ারণ্যে তৈরি করা আওয়ামী লীগ নেতার জেএলবি নামের ভাটাটি বন্ধে অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর।
খোঁজ নিয়ে জানা গেছে, কক্সবাজার উত্তর বন বিভাগের ফাঁসিয়াখালী রেঞ্জের মানিকপুর বিটের বন-লাগোয়া গিয়াস উদ্দিনদের এএমবি নামের দুটি ও শাহ আলমের বিবিএম নামে একটি ভাটা রয়েছে। এর মধ্যে গিয়াসরা প্রায় ১১ বছর আগে ভাটাগুলো স্থাপন করেন এবং শাহ আলম তিন বছর আগে।
অন্যদিকে ফাঁসিয়াখালী বিটের সংরক্ষিত বনের উচিতার বিল এলাকায় ২০০৯ সালে গিয়াস উদ্দিন চৌধুরী প্রভাব খাটিয়ে অবৈধভাবে ইটভাটা স্থাপন করেন। এই ভাটা স্থাপন করতে গিয়ে সংরক্ষিত বনের বেশ কিছু পাহাড় ও বন নিধন করার অভিযোগ রয়েছে। এ নিয়ে তাঁর বিরুদ্ধে একাধিক মামলাও আছে। একটি মামলায় আদালতে তাঁর ছয় মাস সাজাও হয়েছে।
এ ছাড়া উপজেলার উত্তর হারবাং এলাকায় লোহাগাড়ার শামসুল আলমের এসবিএম নামক একটি ভাটা রয়েছে। ওই ভাটাও চট্টগ্রাম বন্য প্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের অধীন বন এলাকায় অবস্থিত।
২০১৩ সালের ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন অনুযায়ী সরকারি বনাঞ্চলের সীমারেখা থেকে দুই কিলোমিটার দূরত্বের মধ্যে ভাটা স্থাপন নিষিদ্ধ। এ ছাড়া একই আইনে কোনো পাহাড় বা টিলার উপরিভাগে বা ঢালে এবং তৎসংলগ্ন সমতলে কোনো ইটভাটা স্থাপনের ক্ষেত্রে কমপক্ষে আধা কিলোমিটার দূরত্ব মেনে চলতে হবে।
সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, ২০১৩ সালের আইন অনুযায়ী চকরিয়ার পাঁচটি ভাটার একটিরও অনুমোদন পাওয়ার শর্ত পূরণের সুযোগ নেই। পরিবেশ অধিদপ্তরের এক কর্মকর্তা জানান, বেশির ভাগ ক্ষেত্রে দেখা যায়, ভাটামালিকেরা ভাটা স্থাপনের পর অনুমোদনের জন্য দৌড়ান। শর্ত পূরণে ব্যর্থ হলে আদালতের আশ্রয় নেন। কেউ কেউ প্রভাব খাটিয়ে বছরের পর বছর আইনের তোয়াক্কা না করে ভাটা চালু রাখছেন।
সম্প্রতি সরেজমিন দেখা গেছে, দুই পাশে বান্দরবানের লামার পাহাড় ও দুই পাশে মানিকপুরের সংরক্ষিত বন। সেখানেই ১১ বছর ধরে চলছে এএমবি নামের দুটি ভাটা। এসব ভাটায় জ্বালানি হিসেবে পোড়ানোর জন্য গাছ মজুত করা হয়েছে। পাশেই কিছু কয়লা রয়েছে।
ভাটামালিকদের একজন গিয়াস উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ‘সবাইকে ম্যানেজ করেই ১০ থেকে ১১ বছর ধরে ভাটা চালাচ্ছি।’ ভাটার বৈধ কোনো বৈধ কাগজপত্র নেই বলে স্বীকার করেন তিনি।
বিবিএমের মালিক শাহ আলম জানান, ‘আমরা তিন বছর আগে পরিবেশবান্ধব চিমনি তৈরি করে ভাটাটি স্থাপন করেছি। কিন্তু এখনো লাইসেন্স পাইনি।’
একইভাবে চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন চৌধুরী কোনো অনুমোদন ছাড়া ১৩ বছর ধরে ইটভাটা চালু রেখেছেন। এই ভাটা বন্ধে ২০১০ সালে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) উচ্চ আদালতে একটি রিট আবেদন করে। নানা সময়ে পরিবেশ অধিদপ্তর, বন বিভাগসহ সরকারি দপ্তরগুলো বিতর্কিত ভাটাটি অপসারণের উদ্যোগ নিলেও কাজ হয়নি।
বন বিভাগের ফাঁসিয়াখালী রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা শেখ মিজানুর রহমান আজকের পত্রিকাকে জানান, একটি ইটভাটায় পাহাড় কাটার তথ্য রয়েছে। বাকি ভাটাগুলোর বিষয়ে সংশ্লিষ্ট বিট কর্মকর্তাদের খোঁজ নিতে বলা হয়েছে।
চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেপি দেওয়ান বলেন, ‘আমি নতুন যোগদান করেছি। ইটভাটা নিয়ে হালনাগাদ তথ্য জানা নেই।’
কক্সবাজার পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক শেখ মো. নাজমুল হুদা আজকের পত্রিকাকে বলেন, ‘ইতিমধ্যে জেএলবি নামের একটি ভাটায় অভিযান চালানো হয়েছে। হারবাং এলাকার একটি ইটভাটা নিয়ে উচ্চ আদালতের নিষেধাজ্ঞা রয়েছে। অনুমোদনবিহীন সব ভাটায় অভিযান অব্যাহত থাকবে।’
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৬ জানুয়ারি ২০২৫গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪