Ajker Patrika

ওষুধ ছিটিয়ে বীজতলা নষ্ট

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি
আপডেট : ১৩ জানুয়ারি ২০২২, ১৬: ৩০
ওষুধ ছিটিয়ে বীজতলা নষ্ট

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বোরো ধানের বীজতলা পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। গত মঙ্গলবার সদর ইউনিয়নের ইছবপুর গ্রামের হাইল হাওর এলাকায় এই ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, আগাছানাশক ওষুধ ছিটিয়ে ৫ কৃষকের মিলিতভাবে লাগানো সোয়া বিঘা জায়গার ধানের বীজতলা পুড়িয়ে দেয় দুর্বৃত্তরা।

বুধবার বিকেলে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, প্রায় এক বিঘা জমির ওপর লাগানো ধানের বীজতলা নষ্ট হয়ে রয়েছে।

ক্ষতিগ্রস্ত কৃষকেরা হলেন, সদর ইউনিয়নের ইউছুপ পুর গ্রামে কৃষক প্রশান্ত দেব, সাধন শুল্ক বৈদ্য, কনা বাদ্যকর, জগাই বাদ্যকর ও পার্শ্ববর্তী খাইছড়া চা-বাগানে জয়রাম কাহার।

ক্ষতিগ্রস্ত কৃষক প্রশান্ত দেব বলেন, ‘বীজতলা নষ্ট হওয়ায় এখন পথে বসে যেতে হবে। ঋণ নিয়ে বীজতলা তৈরি করেছিলাম। এখন সব শেষ। এখন টাকা দিয়েও চারা পাওয়া যাবে না। এ বছর অনেক জমি অনাবাদি থেকে যাবে।’

বীজতলা পরিদর্শন করতে আসা উপজেলা কৃষি অফিসের উপসহকারী কৃষি কর্মকর্তা (ইছবপুর ব্লক) শহিদুল ইসলাম বলেন, এখানে আমরা বীজতলা পরীক্ষা করেছি। আমরা ধারণা করছি এখানে ঘাস ও আঘাছা মারার ওষুধ ছিটিয়ে বীজতলা নষ্ট করা হয়েছে। এই এক বিঘা জমির বীজতলা দিয়ে ৬০ বিঘা জমিতে ধানের চারা রোপণ করা যেত। আমরা বীজতলা বাঁচাতে প্রয়োজনীয় ওষুধ ছিটিয়ে দিয়েছি। চেষ্টা করছি যতটা সম্ভব বীজতলা রক্ষা করার।

শ্রীমঙ্গল সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য শাহজাহান মিয়া বলেন, ‘ঘটনার সঙ্গে জড়িতদের বিচারের আওতায় আনতে হবে। ফসলি জমির সঙ্গে শত্রুতা মেনে নেওয়া যায় না।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত