Ajker Patrika

চেয়ারম্যান মনোনয়ন না পেয়ে ইউপি সদস্য পদে নির্বাচন

পরশুরাম (ফেনী) প্রতিনিধি
আপডেট : ৩০ অক্টোবর ২০২১, ১৫: ৩১
চেয়ারম্যান মনোনয়ন না পেয়ে ইউপি সদস্য পদে নির্বাচন

ফেনীর পরশুরামে আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন চেয়ে না পেয়ে এবার উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে ইউপি সদস্য পদে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন স্থানীয় দুই আওয়ামী লীগ নেতা।

দুজনের মধ্যে একজন মির হোসেন মজুমদার পরশুরাম উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক। মির হোসেন মজুমদার গত ১৫ অক্টোবর মির্জানগর ইউপি চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন চেয়ে বঞ্চিত হন। পরে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে চেয়ারম্যান পদেও গত শনিবার নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন। চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম জমা না দিয়ে তিনি গত মঙ্গলবার ইউপি সদস্য হিসেবে মনোনয়ন ফরম সংগ্রহ করে গতকাল শুক্রবার জমা দিয়েছেন।

মির হোসেন মজুমদার জানান, তিনি চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন চেয়ে না পেয়ে সর্বশেষ ইউপি সদস্য পদে নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করে জমা দিয়েছেন। তিনি দীর্ঘ ৩০ বছর আওয়ামী লীগের রাজনীতি করে জেল-জুলুম-নির্যাতনের শিকার হয়েছেন বলে জানান।

আরেকজন ইকবাল হোসেন মোল্লা স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দীর্ঘদিন দায়িত্বে রয়েছেন। এ ছাড়া তিনি চিথলিয়া ইউপির ৬ নম্বর ওয়ার্ডের বর্তমান সদস্য।

সূত্র জানায়, গত ১৫ অক্টোবর দলীয় প্রার্থী বাছাইয়ে তৃণমূলের ভোট অনুষ্ঠিত হয়। সেই ভোটে ইকবাল হোসেন মোল্লা এক ভোট পান। তাঁর প্রতিদ্বন্দ্বী বর্তমান ইউপি চেয়ারম্যান জসিম উদ্দিন ১৯ ভোট পেলে তাঁকে দলীয় মনোনয়ন দেওয়া হয়।

পরশুরাম উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এম সফিকুল হোসেন মহিম জানান, মির হোসেন মজুমদার ও ইকবাল হোসেন আওয়ামী লীগের মনোনয়ন বঞ্চিত হয়ে সদস্য পদে নির্বাচনের জন্য মনোনয়ন ফরম সংগ্রহ করে জমা দিয়েছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত