Ajker Patrika

বড়দিনে শাহরুখের পথের কাঁটা প্রভাস

বড়দিনে শাহরুখের পথের কাঁটা প্রভাস

বক্স অফিসে ২৮ সেপ্টেম্বর মুক্তি পাওয়ার কথা ছিল প্রভাস অভিনীত সিনেমা ‘সালার’। তবে মুক্তির দুই সপ্তাহ আগে অনিবার্য কারণ দেখিয়ে মুক্তির তারিখ পিছিয়ে দেন ‘সালার’ পরিচালক প্রশান্ত নীল। অনেকেই ধারণা করেছিলেন, শাহরুখের জওয়ানের কারণেই পিছিয়ে দেওয়া হয়েছে সিনেমাটি।

বাহুবলী সিনেমা দিয়ে আলোচিত প্রভাস এখন ফ্লপের কাতারে। ‘সাহো’, ‘রাধে শ্যাম’ ও ‘আদিপুরুষ’-এর মতো বড় বাজেটের সিনেমার ব্যর্থতা ঢাকতে বেশ সতর্ক এই অভিনেতা। এমন পরিস্থিতিতে গতকাল ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, আগামী ২২ ডিসেম্বর মুক্তি পাবে প্রভাস অভিনীত ‘সালার’। একই দিনে বলিউডে মুক্তি পাবে শাহরুখ অভিনীত ‘ডানকি’। 

প্রথম দিকে সালারের মুক্তির তারিখ পিছিয়ে নভেম্বর ঠিক করা হলেও, পরে শোনা যায়, ভিএফএক্সের কাজ শেষ না হওয়ায় সিনেমাটি আগামী বছর মুক্তি দেওয়া হবে। ভারতীয় কয়েকটি গণমাধ্যম জানায়, সালারের পরিচালক প্রশান্ত নীল সিনেমার কিছু দৃশ্য পুনরায় শুট করতে যাচ্ছেন। যার মধ্যে রয়েছে সিনেমার ক্লাইমেক্সের দৃশ্যও। এ ছাড়া, প্রভাস নিজেই নাকি অন্যান্য ভাষার ডাবিংগুলো করতে চান। তাই সময় নিয়েই চলছে সেই কাজ। গতকাল জানা গেল, মাস দুয়েকের মধ্যেই সিনেমার কাজ শেষ করতে চান নির্মাতা এবং এ বছর বড়দিন উপলক্ষে ২২ ডিসেম্বর মুক্তি দিতে চান সালার। সিনেমায় প্রভাসের সঙ্গে আছেন শ্রুতি হাসান, পৃথ্বিরাজ সুকুমারন।

‘সালার’ সিনেমায় প্রভাস ছবি: ইনস্টাগ্রামঅন্যদিকে, চলতি বছর ‘পাঠান’ ও ‘জওয়ান’ দিয়ে বাজিমাত করেছেন শাহরুখ খান। দুটি সিনেমাই হাজার কোটির ঘর পার করেছে। এখনো বিশ্বব্যাপী ব্যবসা করছে জওয়ান। বলিউড অর্থনীতি বিশ্লেষকদের ধারণা, বিশ্বব্যাপী জওয়ানের আয় ১ হাজার ২০০ কোটি ছাড়িয়ে যাবে। জওয়ানের জোয়ারের মাঝেই শাহরুখ তাঁর পরবর্তী সিনেমা ‘ডানকি’র মুক্তির তারিখ ঘোষণা দিয়েছিলেন।

আগামী ২২ ডিসেম্বর মুক্তি পাবে রাজকুমার হিরানি পরিচালিত সিনেমাটি। প্রথমবারের মতো হিরানির সঙ্গে কাজ করেছেন শাহরুখ। সিনেমাটিতে আরও আছেন তাপসী পান্নু, দিয়া মির্জা, বোমান ইরানি, ভিকি কৌশল প্রমুখ।

অবশ্য ভারতীয় সিনেমা ইন্ডাস্ট্রিতে এ ধরনের লড়াই এবারই প্রথম নয়। ২০১৮ সালে শাহরুখ খানের ‘জিরো’ ও প্রশান্ত নীলের ‘কেজিএফ’ বড়দিনে লড়াই করেছিল। সেবার ধরাশায়ী হয়েছিল শাহরুখের জিরো। এবারের ফলাফল জানতে অপেক্ষা করতে হবে ডিসেম্বরের শেষ সপ্তাহ পর্যন্ত।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

পিটুনিতে নিহত সেই শামীম মোল্লাকে বহিষ্কার করল জাবি প্রশাসন, সমালোচনার ঝড়

জনবল-সরঞ্জাম বেশি হলেও সমরশক্তিতে ভারত কি পাকিস্তানের চেয়ে এগিয়ে

মধুপুরে বিদ্যালয়ে ঢুকে শিক্ষককে জুতাপেটা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত