Ajker Patrika

চলাচলের সরকারি রাস্তায় বেড়া, কাঁটা

পরশুরাম (ফেনী) প্রতিনিধি
আপডেট : ২২ মার্চ ২০২২, ১২: ৩৯
চলাচলের সরকারি রাস্তায় বেড়া, কাঁটা

ফেনীর পরশুরাম উপজেলার বাউরপাথর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উত্তর পাশের ১০-১৫টি পরিবারের চলাচলের রাস্তাটি বেড়া ও কাঁটা দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে। স্থানীয় মো. সিরাজ ভূঁইয়া ও তাঁর ভাই মো. হারুন ভূঁইয়া রাস্তাটি বন্ধ করে দেন।

ভুক্তভোগী পরিবারগুলোর অভিযোগ, দীর্ঘ ৫০ বছর ধরে যাতায়াতের রাস্তাটি গত রোববার বেড়া দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে। গ্রামবাসী গতকাল সোমবার সকালে সিরাজ ও হারুনকে রাস্তা থেকে বেড়া সরাতে অনুরোধ করলেও তাঁরা তা মানেননি। চলাচলের রাস্তা বন্ধ করে দেওয়া ওই পরিবার লোকজন বর্তমানে গৃহবন্দী অবস্থায় রয়েছে।

ভুক্তভোগী পরিবারগুলোর পক্ষ থেকে মো. শহিদ উল্যাহ, মমতাজ মিয়া, আবুল বশর, হাবিবুর রহমান প্রতিকার চেয়ে গতকাল সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রিয়াংকা দত্তর কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।

মো. শহিদ উল্যাহ অভিযোগ করেন, স্কুলের উত্তর পাশের ১০-১৫টি পরিবার ওই রাস্তা দিয়ে বিগত ৫০ বছর ধরে চলাচল করছে। কিন্তু সিরাজ ও হারুন গত রোববার সকালে রাস্তার ওপর বেড়া দিয়ে চলাচল বন্ধ করে দেন। বিষয়টি তাৎক্ষণিকভাবে পরশুরাম পৌরসভার ওয়ার্ড কাউন্সিলর মো. খোরশেদ আলমসহ গ্রামের গণ্যমান্য ব্যক্তিদের জানানো হয়।

পৌরসভার স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর জানান, বিষয়টি তিনি শুনেছেন। ভুক্তভোগী পরিবার ও গ্রামবাসী তাঁর কাছে অভিযোগ করেছেন সিরাজ ভূঁইয়া বেআইনিভাবে রাস্তা বন্ধ করে দিয়েছেন। এতে ওই এলাকার লোকজন চলাচল করতে পারছে না।

এ বিষয় বক্তব্য জানতে মো. সিরাজ ভূঁইয়ার সঙ্গে দেখা করলে তিনি কোনো জবাব দেবেন না বলে বাড়ি চলে যান।

পরশুরাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রিয়াংকা দত্ত অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, তদন্ত করে এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

মানবিক করিডর না ভূরাজনৈতিক কৌশল? সীমান্তে যুক্তরাষ্ট্রের তৎপরতায় উদ্বেগ

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা–ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

ভারত–বাংলাদেশ বাণিজ্য বিধিনিষেধের মূল্য গুনছেন ব্যবসায়ীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত