Ajker Patrika

সেই ব্রাত্য জিরুই এখন ফ্রান্সের ‘রাজা’

আপডেট : ০৬ ডিসেম্বর ২০২২, ১১: ০৪
সেই ব্রাত্য জিরুই এখন ফ্রান্সের ‘রাজা’

কিলিয়ান এমবাপ্পের বাড়ানো বলে জাল খুঁজে নিয়ে এক দৌড় দিলেন অলিভিয়ের জিরু। গত পরশু শেষ ষোলোয় পোল্যান্ডের বিপক্ষে এই গোলটি যে শুধু ফ্রান্সকে এগিয়ে দেওয়া নয়, এক অনন্য রেকর্ডও। বিশ্বকাপের মতো বড় মঞ্চে নেমে ফ্রান্সের জার্সিতে সর্বোচ্চ গোলের মালিক হওয়া কী সহজ কথা!

এক সময় জাতীয় দলে ব্রাত্য থাকা জিরুই সেই কঠিন কাজটা করে দেখালেন। থিয়েরি অঁরিকে টপকে বসলেন ফ্রান্সের সর্বোচ্চ গোলদাতার সিংহাসনে। ১১৬ ম্যাচে ০.৪৫ গড়ে ৫২ গোল করেছেন ৩৬ বছর বয়সী স্ট্রাইকার। ১২৩ ম্যাচে ০.৪১ গড়ে ৫১ গোল অঁরির। কাতার বিশ্বকাপের গ্রুপ পর্বে অস্ট্রেলিয়ার বিপক্ষে ফ্রান্সের প্রথম ম্যাচে জোড়া গোলে ফরাসি কিংবদন্তি ছুঁয়ে ফেলেছিলেন জিরু। বিশ্বকাপে ইতিমধ্যে ৩ ম্যাচে ৩ গোল করে ফ্রান্সকে শিরোপা জেতানোর পাশাপাশি গোল্ডেন বুটেরও স্বপ্ন দেখছেন জিরু। তবে এই অভিযানে তাঁর বড় প্রতিদ্বন্দ্বী হতে পারেন ৪ গোল নিয়ে শীর্ষে থাকা তাঁরই সতীর্থ এমবাপ্পে।

 ক্যারিয়ারের শুরুর দিকে জাতীয় দলে সুযোগ পেতে লম্বা সময় অপেক্ষা করতে হয়েছে জিরুকে। এই বিশ্বকাপে অবশ্য কোচ দিদিয়ের দেশমের দ্বিতীয় পছন্দের স্ট্রাইকার ছিলেন তিনি। কিন্তু করিম বেনজেমা ছিটকে যাওয়া কপাল খুলে জিরুর। সেই সুযোগটা দারুণভাবে কাজে লাগাচ্ছেন তিনি। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বৈপ্লবিক পরিবর্তন করার সুযোগ হাতছাড়া হয়ে গেছে

শাহজালালে তৃতীয় টার্মিনাল চালুতে বাধা রাজস্ব ভাগাভাগি নিয়ে টানাপোড়েন

বিশ্ববিদ্যালয়ের কোন নিয়ম ভঙ্গের জন্য ট্রান্স নারী শিক্ষার্থীকে আজীবন বহিষ্কার, জানতে চান ১৬২ নাগরিক

ব্যাংকের চাকরি যায় জাল সনদে, একই নথি দিয়ে বাগালেন স্কুল সভাপতির পদ

ঝুঁকিপূর্ণ সম্পদ নিয়ে হাবুডুবু খাচ্ছে এবি ব্যাংক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত