Ajker Patrika

দেশ ছাড়লেন মুরাদ হাসান

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১০ ডিসেম্বর ২০২১, ০৯: ২৭
দেশ ছাড়লেন মুরাদ হাসান

দেশ ছাড়লেন পদত্যাগী প্রতিমন্ত্রী মুরাদ হাসান। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ১টা ২০ মিনিটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইটে তিনি দেশ ছাড়েন। বিমানবন্দরে দায়িত্বে থাকা এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক আজকের পত্রিকার উত্তরা প্রতিনিধিকে এ তথ্য নিশ্চিত করেছেন।

সূত্র জানিয়েছে, মুরাদ হাসানের পাসপোর্টে যুক্তরাষ্ট্র ও কানাডার ভিসা আছে। এর মধ্যে কানাডার ভিসার মেয়াদ আছে আরও তিন বছর। তিনি এমিরেটস এয়ারলাইনসের যে ফ্লাইটে দেশ ছেড়েছেন সেটি দুবাই হয়ে কানাডায় যাওয়ার কথা।

মুরাদ হাসান কানাডা যাচ্ছেন বলে গতকাল সকাল থেকে গুঞ্জন ছড়িয়ে পড়ে। দুপুরে সচিবালয়ে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকেরা স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের কাছে জানতে চান আসলেই মুরাদ দেশ ছাড়ছেন কি না। জবাবে মন্ত্রী বলেন, ‘এগুলো আমার জানা নেই, উনি বিদেশে যাবেন না স্বদেশে থাকবেন, এটা ওনার ব্যাপার। এ ব্যাপারে আমাদের কিছু বলার নেই।’

জানা গেছে, মুরাদ হাসান রাত ৯টা ১০ মিনিটে বিমানবন্দরে পৌঁছান। তাঁর কাছে এমিরেটস এয়ারলাইনসের ইকে-৮৫৮৫ ফ্লাইটের টিকিট ছিল। ফ্লাইটটি উড্ডয়নের কথা ছিল রাত ১১টা ২০ মিনিটে। কিন্তু ১ ঘণ্টা ৪০ মিনিট বিলম্ব হয়, রাত ১টা ৯ মিনিটে উড্ডয়ন করে।

নারীদের নিয়ে অশ্লীল ও কুরুচিপূর্ণ বক্তব্য দেওয়ার পর প্রধানমন্ত্রীর নির্দেশে গত মঙ্গলবার মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন মুরাদ হাসান। ওই দিন রাতে রাষ্ট্রপতি তাঁর পদত্যাগপত্র গ্রহণ করেন। এরপর থেকে তিনি প্রকাশ্যে আসছিলেন না। একটি সূত্র জানায়, মন্ত্রিসভা থেকে পদত্যাগ করতে প্রধানমন্ত্রীর নির্দেশ পাওয়ার পর থেকে দেশ ছাড়ার প্রক্রিয়া শুরু করেন মুরাদ। সপরিবারে কানাডা যেতে চাইলেও অল্প সময়ে পরিবারের আর কারও ভিসা করাতে পারেননি, এ জন্য একাই দেশ ছাড়ছেন।

আওয়ামী লীগের একটি সূত্র বলছে, মুরাদ হাসানের বাবা জামালপুর আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন। ওই জেলায় আওয়ামী লীগের রাজনীতিতে তাঁর বেশ অবদান রয়েছে। এ ছাড়া মুরাদ হাসান মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেও এখনো তাঁর সংসদ সদস্য পদ বহাল আছে। দল থেকে মুরাদকে বহিষ্কারের সিদ্ধান্ত হলেও আপাতত তাঁকে আর কোনো ঝামেলায় ফেলতে চায় না কেউ।

আমাদের সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি জানান, উপজেলার ভাটারা স্কুল অ্যান্ড কলেজের পরিচালনা কমিটির সভাপতি পদ থেকে মুরাদ হাসানের মনোনীত আবুবক্কর সিদ্দিককে প্রত্যাহারের দাবিতে মিছিল করেছেন শিক্ষার্থী-অভিভাবকেরা। পরে কলেজের সব কক্ষে তালা ঝুলিয়ে দেয় তারা।

এ ছাড়া মুরাদ হাসান তাঁর পছন্দের লোকদের দিয়ে যমুনা সার কারখানা জেটি ঘাট এলাকাসহ উপজেলায় ১০-১৫টি স্থানে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করতেন। গতকাল যমুনা সার কারখানা জেটি ঘাট এলাকার রাজা মিয়ার বালু ঘাটে মুরাদের বিরোধীপক্ষের আওয়ামী লীগ সমর্থকেরা হামলা চালিয়ে দখলমুক্ত করেছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

রাখাইনে মানবিক করিডর কি প্রক্সি যুদ্ধের ফাঁদ হবে, ভারত-চীন কীভাবে দেখবে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত