Ajker Patrika

নড়াইলে ডায়ালাইসিস সেন্টার হচ্ছে

আপডেট : ১৪ নভেম্বর ২০২১, ১৮: ১৭
নড়াইলে ডায়ালাইসিস সেন্টার হচ্ছে

জাপানি প্রযুক্তির অত্যাধুনিক যন্ত্রপাতির সমন্বয়ে নড়াইল জেলায় প্রথম একটি ডায়ালাইসিস সেন্টার তৈরি হচ্ছে। জেএমআই গ্রুপের প্রতিষ্ঠান জেএমআই হসপিটাল রিক্যুইজিট ম্যানুফ্যাকচারিং লিমিটেড এই কেন্দ্র তৈরি করবে। কেন্দ্রের জায়গাসহ আনুষঙ্গিক সুবিধা এবং দক্ষ চিকিৎসক-নার্স নিয়োগ দিয়ে উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করবে নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশন। এ নিয়ে জেএমআই গ্রুপ ও নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের মধ্যে গতকাল শনিবার এক চুক্তি হয়। জেএমআই গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. আবদুর রাজ্জাক এবং নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের চেয়ারম্যান ও জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাংসদ মাশরাফি বিন মুর্তজা চুক্তিতে সই করেন।

চুক্তি সই অনুষ্ঠানে মাশরাফি জানান, জেএমআইয়ের সঙ্গে চুক্তির আওতায় কিডনি ডায়ালাইসিস সেন্টার স্থাপিত হলে নড়াইলবাসীর দুর্ভোগ অনেক কমবে। তারা কম দামে পাবে কিডনি চিকিৎসার সুবিধা।

জেএমআই গ্রুপের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক মো. আবদুর রাজ্জাক বলেন, দেশের প্রথম প্রতিষ্ঠান হিসেবে করোনার মতো সূক্ষ্ম ভাইরাসপ্রতিরোধী কেএন ৯৫ মাস্ক বানিয়েছে জেএমআই হসপিটাল রিক্যুইজিট ম্যানুফ্যাকচারিং লিমিটেড, যা এখন বিদেশেও রপ্তানি হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জোরপূর্বক অপুর স্বীকারোক্তি নিয়েছেন বিএনপির ইশরাক, এনসিপির ব্যবস্থা করা সংবাদ সম্মেলনে দাবি স্ত্রীর

‘মিরপুরের উইকেটের পাশে পুঁইশাক বের হচ্ছে, এত বছর হয়নি কেন’

ভোররাতে হাঁসের মাংস খেতে ৩০০ ফুটে যান আসিফ মাহমুদ, না পেয়ে যান ওয়েস্টিনে

উপদেষ্টা ফরিদা আখতার ভুলভাবে কথা বলেছেন: প্রেস সচিব

নীলা মার্কেটের হাঁসের মাংস নাকি ওয়েস্টিনের—কোনটি সেরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত