Ajker Patrika

শহীদ শেখ ফজলুল হক মনির জন্মদিন উদ্‌যাপন

পিরোজপুর প্রতিনিধি
আপডেট : ০৫ ডিসেম্বর ২০২১, ১৪: ৩৩
শহীদ শেখ ফজলুল হক মনির জন্মদিন উদ্‌যাপন

পিরোজপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ শেখ ফজলুল হক মনির ৮৩ তম জন্মদিন উদ্‌যাপন করা হয়েছে। এ উপলক্ষে গতকাল শনিবার বেলা ১১টার দিকে শহরের কলেজ রোড থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কলেজ যুবলীগ কার্যালয়ে গিয়ে শেষ হয়। সেখানে নেতা–কর্মীদের নিয়ে জন্মদিনের কেক কাটেন জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মাকসুদুল ইসলাম লিটন সিকদার।

পরে বিকেলে অসহায় পাঁচ শতাধিক শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এম এ হাকিম হাওলাদার, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মাকসুদুল ইসলাম লিটন সিকদার ও কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য শাবান আলী।

এর আগে সকালে শহীদ শেখ ফজলুল হক মনিরের জন্মদিন উপলক্ষে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় জেলা যুবলীগের সভাপতি আক্তারুজ্জামান ফুলুর সভাপতিত্ব করেন। সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক জিয়াউল আহসান গাজী।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত