Ajker Patrika

‘ম্যাজিস্ট্রেটের নির্দেশে’ ছাত্রলীগ নেতাকে মারধর

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২২, ১৫: ১০
‘ম্যাজিস্ট্রেটের নির্দেশে’ ছাত্রলীগ নেতাকে মারধর

ব্রাহ্মণবাড়িয়ায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের ভোট গ্রহণ চলাকালে বিনা অপরাধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আব্দুল্লাহ বিন মুন্সি নামের ছাত্রলীগের এক নেতাকে পিটিয়েছেন বলে অভিযোগ উঠেছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সালেক মূহিদের নির্দেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাঁকে পেটান বলে জানিয়েছেন তিনি।

গতকাল বুধবার বেলা ১১টার দিকে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলন করে এসব অভিযোগ করেন আবদুল্লাহ। অন্যদিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সালেক মূহিদ বলছেন, তাঁর নির্দেশে হামলা করার অভিযোগটি সঠিক নয়।

আব্দুল্লাহ বিন মুন্সি কেন্দ্রীয় ছাত্রলীগের উপদপ্তর সম্পাদক ছিলেন। তিনি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার কাইতলা দক্ষিণ ইউনিয়নের গোয়ালী গ্রামের বাসিন্দা।

লিখিত বক্তব্যে আব্দুল্লাহ বিন মুন্সি বলেন, ‘গত ৩১ জানুয়ারি কাইতলা দক্ষিণ ইউপি নির্বাচনে ভোট হয়। ওই দিন দুপুর ১২টার দিকে গোয়ালী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিয়ে কেন্দ্র থেকে বেরিয়ে আসি। ভোট দেওয়ার সময় ছাড়া আমি কেন্দ্রের আশপাশেও যাইনি। পরে বেলা ৩টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সালেক মূহিদ একদল আইনশৃঙ্খলা বাহিনী নিয়ে কেন্দ্রে আসেন। তখন আমি কেন্দ্রের নির্ধারিত ১০০ গজ সীমানার বাইরে ছিলাম। এ সময় একজন পুলিশ কনস্টেবল আমাকে জানান, নির্বাহী ম্যাজিস্ট্রেট আমাকে কেন্দ্রের দিকে যেতে বলেছেন।’

আব্দুল্লাহ বিন মুন্সি আরও বলেন, ‘আমি কেন্দ্রের সীমানার কাছাকাছি যাওয়ার পর কিছু বুঝে ওঠার আগেই ম্যাজিস্ট্রেট আমার ওপর লাঠিপেটা করার জন্য তাঁর সঙ্গে থাকা ফোর্সকে নির্দেশ দেন। এ সময় চারজন বিজিবি সদস্য আমাকে বেধড়ক মারধর করেন। মারধরের কারণ জানতে চাইলে ওই ম্যাজিস্ট্রেট বলেন, “তুই ছাত্রলীগ করিস, অনেক বড় মাস্তান হয়ে গেছিস। ছাত্রলীগের হ্যাডাম বের করছি তোর।” আমার ওপর বর্বরোচিত হামলার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের বিচার করতে হবে।’

অভিযোগের বিষয়ে জানতে চাইলে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সালেক মূহিদ বলেন, ‘উভয় পক্ষের লোকজন সেখানে জড়ো হওয়ার অবস্থায় ছিলেন। বৃহত্তর ক্ষতি এড়ানোর স্বার্থে দুই পক্ষকে সরিয়ে দেওয়া হয়। যেহেতু আবদুল্লাহ ওই সময় সেখানে ছিলেন, তাই তিনি হয়তো আঘাতপ্রাপ্ত হয়েছেন। কিন্তু তাঁকে নির্দেশ দিয়ে হামলার করার অভিযোগটি সঠিক নয়।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত