ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের ভোট গ্রহণ চলাকালে বিনা অপরাধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আব্দুল্লাহ বিন মুন্সি নামের ছাত্রলীগের এক নেতাকে পিটিয়েছেন বলে অভিযোগ উঠেছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সালেক মূহিদের নির্দেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাঁকে পেটান বলে জানিয়েছেন তিনি।
গতকাল বুধবার বেলা ১১টার দিকে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলন করে এসব অভিযোগ করেন আবদুল্লাহ। অন্যদিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সালেক মূহিদ বলছেন, তাঁর নির্দেশে হামলা করার অভিযোগটি সঠিক নয়।
আব্দুল্লাহ বিন মুন্সি কেন্দ্রীয় ছাত্রলীগের উপদপ্তর সম্পাদক ছিলেন। তিনি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার কাইতলা দক্ষিণ ইউনিয়নের গোয়ালী গ্রামের বাসিন্দা।
লিখিত বক্তব্যে আব্দুল্লাহ বিন মুন্সি বলেন, ‘গত ৩১ জানুয়ারি কাইতলা দক্ষিণ ইউপি নির্বাচনে ভোট হয়। ওই দিন দুপুর ১২টার দিকে গোয়ালী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিয়ে কেন্দ্র থেকে বেরিয়ে আসি। ভোট দেওয়ার সময় ছাড়া আমি কেন্দ্রের আশপাশেও যাইনি। পরে বেলা ৩টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সালেক মূহিদ একদল আইনশৃঙ্খলা বাহিনী নিয়ে কেন্দ্রে আসেন। তখন আমি কেন্দ্রের নির্ধারিত ১০০ গজ সীমানার বাইরে ছিলাম। এ সময় একজন পুলিশ কনস্টেবল আমাকে জানান, নির্বাহী ম্যাজিস্ট্রেট আমাকে কেন্দ্রের দিকে যেতে বলেছেন।’
আব্দুল্লাহ বিন মুন্সি আরও বলেন, ‘আমি কেন্দ্রের সীমানার কাছাকাছি যাওয়ার পর কিছু বুঝে ওঠার আগেই ম্যাজিস্ট্রেট আমার ওপর লাঠিপেটা করার জন্য তাঁর সঙ্গে থাকা ফোর্সকে নির্দেশ দেন। এ সময় চারজন বিজিবি সদস্য আমাকে বেধড়ক মারধর করেন। মারধরের কারণ জানতে চাইলে ওই ম্যাজিস্ট্রেট বলেন, “তুই ছাত্রলীগ করিস, অনেক বড় মাস্তান হয়ে গেছিস। ছাত্রলীগের হ্যাডাম বের করছি তোর।” আমার ওপর বর্বরোচিত হামলার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের বিচার করতে হবে।’
অভিযোগের বিষয়ে জানতে চাইলে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সালেক মূহিদ বলেন, ‘উভয় পক্ষের লোকজন সেখানে জড়ো হওয়ার অবস্থায় ছিলেন। বৃহত্তর ক্ষতি এড়ানোর স্বার্থে দুই পক্ষকে সরিয়ে দেওয়া হয়। যেহেতু আবদুল্লাহ ওই সময় সেখানে ছিলেন, তাই তিনি হয়তো আঘাতপ্রাপ্ত হয়েছেন। কিন্তু তাঁকে নির্দেশ দিয়ে হামলার করার অভিযোগটি সঠিক নয়।’
ব্রাহ্মণবাড়িয়ায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের ভোট গ্রহণ চলাকালে বিনা অপরাধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আব্দুল্লাহ বিন মুন্সি নামের ছাত্রলীগের এক নেতাকে পিটিয়েছেন বলে অভিযোগ উঠেছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সালেক মূহিদের নির্দেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাঁকে পেটান বলে জানিয়েছেন তিনি।
গতকাল বুধবার বেলা ১১টার দিকে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলন করে এসব অভিযোগ করেন আবদুল্লাহ। অন্যদিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সালেক মূহিদ বলছেন, তাঁর নির্দেশে হামলা করার অভিযোগটি সঠিক নয়।
আব্দুল্লাহ বিন মুন্সি কেন্দ্রীয় ছাত্রলীগের উপদপ্তর সম্পাদক ছিলেন। তিনি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার কাইতলা দক্ষিণ ইউনিয়নের গোয়ালী গ্রামের বাসিন্দা।
লিখিত বক্তব্যে আব্দুল্লাহ বিন মুন্সি বলেন, ‘গত ৩১ জানুয়ারি কাইতলা দক্ষিণ ইউপি নির্বাচনে ভোট হয়। ওই দিন দুপুর ১২টার দিকে গোয়ালী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিয়ে কেন্দ্র থেকে বেরিয়ে আসি। ভোট দেওয়ার সময় ছাড়া আমি কেন্দ্রের আশপাশেও যাইনি। পরে বেলা ৩টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সালেক মূহিদ একদল আইনশৃঙ্খলা বাহিনী নিয়ে কেন্দ্রে আসেন। তখন আমি কেন্দ্রের নির্ধারিত ১০০ গজ সীমানার বাইরে ছিলাম। এ সময় একজন পুলিশ কনস্টেবল আমাকে জানান, নির্বাহী ম্যাজিস্ট্রেট আমাকে কেন্দ্রের দিকে যেতে বলেছেন।’
আব্দুল্লাহ বিন মুন্সি আরও বলেন, ‘আমি কেন্দ্রের সীমানার কাছাকাছি যাওয়ার পর কিছু বুঝে ওঠার আগেই ম্যাজিস্ট্রেট আমার ওপর লাঠিপেটা করার জন্য তাঁর সঙ্গে থাকা ফোর্সকে নির্দেশ দেন। এ সময় চারজন বিজিবি সদস্য আমাকে বেধড়ক মারধর করেন। মারধরের কারণ জানতে চাইলে ওই ম্যাজিস্ট্রেট বলেন, “তুই ছাত্রলীগ করিস, অনেক বড় মাস্তান হয়ে গেছিস। ছাত্রলীগের হ্যাডাম বের করছি তোর।” আমার ওপর বর্বরোচিত হামলার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের বিচার করতে হবে।’
অভিযোগের বিষয়ে জানতে চাইলে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সালেক মূহিদ বলেন, ‘উভয় পক্ষের লোকজন সেখানে জড়ো হওয়ার অবস্থায় ছিলেন। বৃহত্তর ক্ষতি এড়ানোর স্বার্থে দুই পক্ষকে সরিয়ে দেওয়া হয়। যেহেতু আবদুল্লাহ ওই সময় সেখানে ছিলেন, তাই তিনি হয়তো আঘাতপ্রাপ্ত হয়েছেন। কিন্তু তাঁকে নির্দেশ দিয়ে হামলার করার অভিযোগটি সঠিক নয়।’
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
৬ দিন আগেপাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
৬ দিন আগেভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলা নিয়ে দুই চিরবৈরী প্রতিবেশীর মধ্যে উত্তেজনার পারদ ক্রমেই চড়ছিল। তা তুঙ্গে উঠল এবার পাকিস্তানের ভূখণ্ডে ভারতের ‘অপারেশন সিঁদুর’ নামের ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা দিয়ে। পাশাপাশি সীমান্তেও দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে ব্যাপক গোলাগুলি হয়েছে...
৬ দিন আগেঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫