Ajker Patrika

অক্টোবর থেকে ফের টিকা রপ্তানি করবে ভারত

আজকের পত্রিকা ডেস্ক
আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২১, ১২: ২০
অক্টোবর থেকে  ফের টিকা রপ্তানি   করবে ভারত

ছয় মাস বন্ধ থাকার পর আগামী অক্টোবর মাস থেকে আবারও করোনার টিকা রপ্তানি শুরু করতে পারে ভারত। এ ক্ষেত্রে বৈশ্বিক টিকা সরবরাহ-সংক্রান্ত প্ল্যাটফর্ম ‘কোভ্যাক্স’ এবং প্রতিবেশী দেশগুলো অগ্রাধিকার পাবে। গতকাল সোমবার এক অনুষ্ঠানে দেশটির স্বাস্থ্যমন্ত্রী মানসুক মান্দাভিয়া এ তথ্য জানিয়েছেন।

টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়, করোনা পরিস্থিতির অবনতি হওয়ায় গত এপ্রিলে টিকা রপ্তানি বন্ধ করে দেয় বিশ্বের সবচেয়ে বেশি টিকা উৎপাদনকারী দেশ ভারত। নিজ দেশের নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়। এতে করে বাংলাদেশসহ অনেক দেশ টিকা সংকটে পড়ে।

ভারতের করোনা পরিস্থিতি এখন কিছুটা নিয়ন্ত্রণে এসেছে। এমনকি টিকাদান কার্যক্রমও চলছে দ্রুতগতিতে। এক দিনে ১ কোটি টিকা দেওয়ার রেকর্ডও হয়েছে। প্রতি মাসে টিকা উৎপাদন বাড়ছেই। এখনই উৎপাদন হচ্ছে আগের চেয়ে দ্বিগুণ। আগামী মাসে এটি ৪ গুণ হবে বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। সব মিলিয়ে বছরের শেষ তিন মাসে ১০০ কোটির বেশি টিকা উৎপাদন করা যাবে।

এমতাবস্থায় ভারত গতকাল আবারও টিকা রপ্তানি শুরুর ঘোষণা দিয়েছে বলে জানায় রয়টার্স। দেশটির স্বাস্থ্যমন্ত্রী মানসুক মান্দাভিয়া জানান, শুধু উদ্বৃত্ত টিকা থেকে এ রপ্তানি করা হবে। আগের মতো অনুদানের টিকাও দেবে ভারত। এ ক্ষেত্রে কোভ্যাক্স সবচেয়ে বেশি গুরুত্ব পাবে। এতে থাকছে প্রতিবেশী দেশগুলো।

ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে অ্যাস্ট্রাজেনেকার মোট ৩ কোটি টিকা কিনেছে বাংলাদেশ। গত জানুয়ারি থেকে প্রতি মাসে ৫০ লাখ করে এই টিকা পাওয়ার কথা ছিল। কিন্তু জানুয়ারি ও ফেব্রুয়ারিতে দুই চালানে ৭০ লাখ টিকা পাওয়ার পর আর টিকা পায়নি বাংলাদেশ। এর বাইরে উপহার হিসেবে বাংলাদেশকে ৩২ লাখ টিকা দিয়েছে ভারত।

এখন পর্যন্ত বিশ্বের ১০টিরও বেশি দেশে প্রায় ৬৭ কোটি ডোজ টিকা উপহার ও রপ্তানি হিসেবে পাঠিয়েছে ভারত।

নরেন্দ্র মোদির যুক্তরাষ্ট্র সফর সামনে রেখে এখন আবার টিকা রপ্তানির ঘোষণা দিল দেশটি। কোয়াডের বৈঠকে অংশ নিতে চলতি সপ্তাহেই ওয়াশিংটন যাচ্ছেন মোদি। সেখানে আরও থাকবেন যুক্তরাষ্ট্র, জাপান ও অস্ট্রেলিয়ার নেতারা। টিকা নিয়েও আলোচনার কথা রয়েছে।

ভারত সরকার ডিসেম্বরের মধ্যে দেশটির ৯৪ কোটি ৪০ লাখ প্রাপ্তবয়স্ক ব্যক্তির সবাইকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা ঠিক করেছে। ৬১ শতাংশ এরই মধ্যে টিকার অন্তত একটি ডোজ পেয়ে গেছেন। দুই ডোজ পেয়েছেন ২২ শতাংশ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত