Ajker Patrika

বাড়িতে গিয়ে কৃতজ্ঞতা জানাচ্ছেন মেয়র

পলাশ প্রতিনিধি
আপডেট : ০৭ নভেম্বর ২০২১, ০৩: ৫৬
বাড়িতে গিয়ে কৃতজ্ঞতা  জানাচ্ছেন  মেয়র

নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল পৌরসভার নবনির্বাচিত মেয়র আল-মুজাহিদ হোসেন তুষার ভোটারদের আবারও দ্বারে দ্বারে যাচ্ছেন ভোটারদের। তিনি গত মঙ্গলবার অনুষ্ঠিত ভোটে তুষার ক্ষমতাসীন আওয়ামী লীগ থেকে মনোনীত প্রার্থী হিসেবে নির্বাচিত হন। ভোটের আগে যেভাবে ভোট প্রার্থনা করেছেন ভোটারদের কাছে, বিজয়ী হওয়ার পর ঠিক সেভাবেই ভোটারদের বাড়ি বাড়ি যাচ্ছেন কৃতজ্ঞতা জানাতে। গতকাল শুক্রবার পৌর এলাকার ৯টি ওয়ার্ডের বাড়ি বাড়ি গিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

নবনির্বাচিত মেয়রের এই কাজে ভোটারেরা অবাক হয়েছেন।

ঘোড়াশাল পৌর এলাকার করতেতৈল গ্রামের ভোটার রেজাউল করিম বলেন, ‘সত্যিই অবাক হয়েছি। তুষার ভোটের আগে এসে ভোট চেয়েছেন। বিজয়ী হওয়ার পরও কৃতজ্ঞতা জানাচ্ছেন আমাদের কাছে এসে! চাইছেন সার্বিক সহযোগিতাও। এমন মেয়রই আমরা চেয়েছিলাম।’

ঘোড়াশাল বাজারের চা দোকানি আমিন মিয়া বলেন, ‘মেয়র আমার কাছে এসে কৃতজ্ঞতা জানিয়েছেন। ফুটপাতে বসে চাও খেয়েছেন।

নবনির্বাচিত মেয়র আল মুজাহিদ হোসেন তুষার বলেন, ‘সর্বস্তরের মানুষের ভোটে নির্বাচিত হয়েছি।  নির্বাচনের আগে যেভাবে ভোটারদের কাছে গিয়ে ভোট চেয়েছিলাম। এখন বিজয়ী হওয়ার পর তাঁদের কাছে যাচ্ছি কৃতজ্ঞতা জানাতে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

স্ত্রী রাজি নন, সাবেক সেনাপ্রধান হারুনের মরদেহের ময়নাতদন্ত হবে না: পুলিশ

বাকৃবির ৫৭ শিক্ষকসহ ১৫৪ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

বাংলাদেশে ফেরত পাঠাতে পারে সরকার, ভয়ে কলকাতায় দিলীপ কুমারের আত্মহত্যা

সাবেক সেনাপ্রধান হারুন ছিলেন চট্টগ্রাম ক্লাবের গেস্ট হাউসে, দরজা ভেঙে বিছানায় মিলল তাঁর লাশ

শাহজালালের তৃতীয় টার্মিনালে অবতরণ করল প্রথম ফ্লাইট

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত