Ajker Patrika

দাগ নিয়ে আসছেন মোশাররফ

আপডেট : ২৪ অক্টোবর ২০২২, ১১: ১৫
দাগ নিয়ে আসছেন মোশাররফ

টিভি নাটকে অভিনয়ের পরিমাণ অনেকটাই কমিয়ে দিয়েছেন মোশাররফ করিম। ওয়েব কনটেন্টেই বেশি মনোযোগী হয়েছেন ইদানীং। ‘মহানগর’ থেকে ‘দৌড়’—ওয়েবে তাঁর অনেক কাজ তুমুল প্রশংসিত হয়েছে। সেই ধারাবাহিকতায় এবার আরেকটি ওয়েব কনটেন্ট নিয়ে হাজির হচ্ছেন তিনি।

তবে এটি সিরিজ নয়, সিনেমা। নাম রাখা হয়েছে ‘দাগ’। সম্প্রতি ঢাকার বিভিন্ন লোকেশনে সিনেমাটির শুটিং শেষ করেছেন মোশাররফ। বানিয়েছেন সঞ্জয় সমদ্দার। প্রচারিত হবে ওয়েব প্ল্যাটফর্ম চরকিতে। মোশাররফ কিংবা সঞ্জয়—দুজনেরই চরকির সঙ্গে এটি প্রথম কাজ। মোশাররফ করিমের সঙ্গে ‘দাগ’-এ আরও অভিনয় করেছেন আয়েশা খান, নিশাত প্রিয়ম, সমু চৌধুরী, শিল্পী সরকার অপু, নরেশ ভূঁইয়া, এ কে আজাদ সেতু, মিলি বাশার, মাসুম বাশার ও সাবেরি আলম।

‘দাগ’-এর গল্প নিয়ে মোশাররফ করিম বলেন, ‘দাগ আমরা কেউ রাখতে চাই না। আমরা সবাই দাগ মুছে ফেলতে চাই। আমরা হয়তো অনেক দূর এগিয়েছি, অনেক ধরনের দাগ মুছে ফেলছি। কিন্তু এখনো এমন কিছু দাগ আছে, যেগুলো আমরা মুছে ফেলতে পারতাম কিন্তু মুছিনি। সেই মুছতে না পারা দাগগুলোর গল্প নিয়ে এ সিনেমা। এতে দর্শক আমাকে ভিন্ন এক চরিত্রে আবিষ্কার করবে।’

মোশাররফ করিমনির্মাতা সঞ্জয় সমদ্দার বলেন, ‘এমন গল্প আমাদের দেশে আগে তৈরি হয়নি। এই গল্পের কেন্দ্রীয় চরিত্র কে, তা আসলে পুরো গল্প না দেখা পর্যন্ত বলা যাবে না। সামাজিক ইস্যুই গল্পের হিরো। দাগ অর্থ দিয়ে আমরা সমাজের বাধাগুলোকে বোঝাতে চেয়েছি। যে বাধাগুলো আমরা এখনো পেরোতে পারিনি।’

দাগ আমরা কেউ রাখতে চাই না। আমরা সবাই দাগ মুছে ফেলতে চাই। আমরা হয়তো অনেক দূর এগিয়েছি, অনেক ধরনের দাগ মুছে ফেলছি। কিন্তু এখনো এমন কিছু দাগ আছে, যেগুলো আমরা মুছে ফেলতে পারতাম কিন্তু মুছিনি। সেই মুছতে না পারা দাগগুলোর গল্প নিয়ে এ সিনেমা।—মোশাররফ করিম 

অভিনয়শিল্পীদের সম্পর্কে সঞ্জয় বলেন, ‘মোশাররফ করিমের সাথে কাজ করার অভিজ্ঞতা আমার জন্য সব সময়ই আনন্দের। সেই সাথে অন্য যাঁরা ছিলেন, সবাই খুব দুর্দান্ত কাজ করেছেন। তবে আয়েশা খানের কথা আলাদাভাবে বলতেই হবে। তিনি আমাকে মুগ্ধ করেছেন।’

সম্প্রতি কলকাতার অভিনেতা ও নির্মাতা ব্রাত্য বসুর ‘হুব্বা’ সিনেমার শুটিং করে এলেন মোশাররফ। পশ্চিমবঙ্গের হুগলি জেলার অন্ধকার জগতের একচ্ছত্র ক্ষমতার অধিকারী ছিলেন হুব্বা শ্যামল। নব্বইয়ের দশকের শেষ দিকে আবির্ভূত এই গ্যাংস্টার হুগলির দাউদ ইব্রাহিম নামেও পরিচিত ছিলেন। হুব্বার ভূমিকায়ই এতে দেখা যাবে মোশাররফকে। এ ছাড়া নিয়ামুল মুক্তার ‘বৈদ্য’ সিনেমায়ও অভিনয় করার কথা আছে তাঁর।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

হেফাজতসহ ধর্ম ব্যবসায়ীরা নারীবিদ্বেষী প্রচারণা চালাচ্ছে: ৬৮ মানবাধিকার সংগঠন

মানিকগঞ্জে সালিসে বিএনপি নেতার নির্দেশে পাঁচ ভাইকে জুতাপেটা

রাখাইনে মানবিক করিডর: জান্তার আপত্তিতে সরকারে দ্বিধা

ভারতের ব্ল্যাকআউট মহড়া, সীমান্তে আটার মজুত বাড়াচ্ছে পাকিস্তান, যুদ্ধ কি লেগে যাচ্ছে

মানবিক করিডরে বাংলাদেশের ফায়দা কী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত