Ajker Patrika

গফরগাঁও সাহিত্য সংসদের পুরস্কার বিতরণ

গফরগাঁও প্রতিনিধি
আপডেট : ২৮ ডিসেম্বর ২০২১, ১৫: ৩১
গফরগাঁও সাহিত্য সংসদের পুরস্কার বিতরণ

মহান মুক্তিযুদ্ধের সাংস্কৃতিক পটভূমি শীর্ষক আলোচনা সভা, রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে গফরগাঁও সাহিত্য সংসদ। গত রোববার সন্ধ্যায় স্থানীয় খায়রুল্লাহ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এই আয়োজন করা হয়। মহান বিজয় দিবস, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষ উপলক্ষে এই আয়োজন করে সাহিত্য সংসদ।

সংগঠনের আহ্বায়ক সারোয়ার জাহানের সভাপতিত্বে ও সদস্যসচিব সাইফুস সালেহীনের পরিচালনায় মুখ্য আলোচক ছিলেন সাংবাদিক ও কথাসাহিত্য কেন্দ্রের সাধারণ সম্পাদক ফাইজুস সালেহীন।

আলোচনায় অংশ নেন সিপিবি গফরগাঁওয়ের সাবেক সভাপতি আজিম উদ্দিন মাস্টার, দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ডা. কে এম এহসান, খেলাঘর কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য ফকির এ মতিন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক রহিমা খাতুন, উদীচী গফরগাঁও শাখার সভাপতি গোলাম মো. ফারুকী প্রমুখ।

ফাইজুস সালেহীন বলেন, বাঙালির হাজার বছরের সংগ্রাম-সাধনার উপসংহার হলো স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত