Ajker Patrika

সুচিত্রা সেনের পৈতৃক বাড়ি আজও হয়নি সংগ্রহশালা

পাবনা প্রতিনিধি
আপডেট : ১৮ জানুয়ারি ২০২২, ১৫: ২৯
সুচিত্রা সেনের পৈতৃক বাড়ি আজও হয়নি সংগ্রহশালা

বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি মহানায়িকা সুচিত্রা সেনের পাবনায় পৈতৃক বাড়ি উদ্ধারের দীর্ঘদিন পার হলেও বাড়িটিতে স্মৃতি সংগ্রহশালা গড়ে তোলা হয়নি। এতে ক্ষোভ প্রকাশ করেছেন সংস্কৃতিপ্রেমীরা।

গতকাল সোমবার সুচিত্রা সেনের ৮ম প্রয়াণ দিবস পালন উপলক্ষে বক্তারা বলেন, বাড়িটিতে এখনো সুচিত্রা সেন স্মৃতি সংগ্রহশালা করার কোনো কাজ হয়নি।

দিনটি উপলক্ষে সুচিত্রা সেন স্মৃতি সংরক্ষণ পরিষদ পুষ্পমাল্য অর্পণ ও স্মরণসভার আয়োজন করে।

গতকাল সোমবার বেলা ১১টায় পাবনা শহরের হেমাসাগর লেনে পৈতৃক বাড়িতে সুচিত্রা সেনের ম্যুরালে পুষ্পমাল্য অর্পণ করেন সাংস্কৃতিককর্মীরা। পরে অনুষ্ঠিত হয় স্মরণসভা। স্মরণসভার শুরুতে সুচিত্রা সেন স্মৃতি সংরক্ষণ পরিষদের সদ্য প্রয়াত সভাপতি সাইদুল হক চুন্নুর মৃত্যুতে শোক জানিয়ে তাঁর আত্মার মাগফিরাত কামনা করা হয়।

সুচিত্রা সেন স্মৃতি সংরক্ষণ পরিষদের সাধারণ সম্পাদক ড. নরেশ মধুর সঞ্চালনায় স্মরণসভায় বক্তব্য দেন পরিষদের সদস্য মাজহারুল ইসলাম, পাবনা প্রেসক্লাব সভাপতি এ বি এম ফজলুর রহমান, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের প্রধান ড. হাবিবুল্লাহ প্রমুখ।

জেলা প্রশাসন থেকে আজকের দিনে কোনো আয়োজন না করায় নিন্দা জানিয়ে বক্তারা বলেন, এখন আবার আন্দোলনের সময় এসেছে। বাড়িটি উদ্ধারে যেমন আন্দোলন সফল হয়েছিল, ঠিক সেভাবে ঐক্যবদ্ধভাবে বাড়িটিতে সংগ্রহশালা করার আন্দোলনে নামতে হবে। দ্রুত স্মৃতি সংগ্রহশালার কাজ শুরু করে সুচিত্রা সেনের স্মৃতি ধরে রাখতে সরকারের প্রতি আহ্বান জানান সাংস্কৃতিককর্মীরা।

পাবনা থিয়েটার ৭৭-এর সম্পাদক আবুল কাশেম বলেন, ‘সুচিত্রা সেনের বাড়ি নিয়ে সংগ্রহশালা করার যে প্রত্যাশা ছিল, তার কিছুই পূরণ হয়নি। এখানে সুচিত্রা সেন স্মৃতি সংরক্ষণ পরিষদ নামে একটি সংগঠনও আছে। তাদের কোনো উদ্যোগ বা তৎপরতা নেই।’

আওয়ামী শিল্পীগোষ্ঠী পাবনা জেলা শাখার সভাপতি প্রলয় চাকী বলেন, ‘সাংস্কৃতিক কর্মীসহ সবার সম্মিলিত প্রচেষ্টায় তাঁর পৈতৃক ভিটা উদ্ধার করা সম্ভব হয়েছে। সুচিত্রা সংগ্রহশালা করার জন্য এখন পর্যন্ত কোনো রকম কাজ হয়নি। এ বিষয়ে সংস্কৃতি মন্ত্রণালয়েরই বা কী পরিকল্পনা আছে, সেটাও আমরা এখন পর্যন্ত জানি না।’

পাবনা জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেন বলেন, ‘পর্যটনমন্ত্রী পাবনায় এসেছিলেন। তাঁকে আমরা সুচিত্রা সেনের বাড়িটি সম্পর্কে জানিয়েছি কিছু করার জন্য। তিনি বাড়িটি দেখে আমাদের প্রস্তাবনা দিতে বলেছিলেন। আমরা জেলা প্রশাসনের পক্ষ থেকে পর্যটন মন্ত্রণালয়ে একটি প্রস্তাবনা দিয়েছি।’

বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি মহানায়িকা পাবনার মেয়ে সুচিত্রা সেন। ২০১৪ সালের এই দিনে তিনি পাড়ি জমিয়েছেন না ফেরার দেশে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নিজের প্রস্রাব পান করে ‘আশিকি’ অভিনেত্রী অনু আগারওয়াল বললেন, ‘আহা অমৃত’

মে. জে. ফজলুরের সেভেন সিস্টার্স দখলের মন্তব্য সমর্থন করে না সরকার: পররাষ্ট্র মন্ত্রণালয়

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

গায়ে কেরোসিন ঢেলে কলেজছাত্রীর আত্মহনন, পলাতক ইমাম গ্রেপ্তার

সরকারি মাধ্যমিকের সহকারী শিক্ষকেরা পাচ্ছেন গেজেটেড মর্যাদা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত