Ajker Patrika

নরসিংদী বিএনপিতে পৃথক গণ-অনশন

নরসিংদী প্রতিনিধি
আপডেট : ২১ নভেম্বর ২০২১, ১৪: ২২
নরসিংদী বিএনপিতে  পৃথক গণ-অনশন

নরসিংদীতে কোন্দলের জেরে পৃথকভাবে গণ অনশন কর্মসূচি পালন করেছে জেলা বিএনপি। গতকাল শনিবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চিনিশপুরে জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে ও শহরের সাটিরপাড়া সুরভী সিনেমা হলের সামনে পৃথকভাবে এই কর্মসূচি পালন করা হয়। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানো ও নি: শর্ত মুক্তির দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এই গণ অনশন কর্মসূচি পালন করা হয়।

চিনিশপুরে অনুষ্ঠিত গণ অনশন কর্মসূচিতে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন। এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন জেলা বিএনপির সহসভাপতি ও সাবেক এমপি বেগম রোকেয়া আহম্মেদ লাকী, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আকবর হোসেন, সাংগঠনিক সম্পাদক দ্বীন মোহাম্মদ দীপু, দপ্তর সম্পাদক আমিনুল হক বাচ্চু, শহর বিএনপির সহসভাপতি সম্পাদক কবির আহম্মেদ প্রমুখ।

অন্যদিকে শহরের সাটিরপাড়া সুরভী সিনেমা হলের সামনে জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের ব্যানারে পৃথকভাবে গণ অনশন কর্মসূচি পালন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হারুন অর রশিদ হারুন। জেলা যুবদলের সাবেক সভাপতি বোরহান উদ্দিনের সভাপতিত্বে এ সময় বক্তব্য দেন শহর বিএনপির সাবেক সভাপতি বাবুল সরকার, জেলা যুবদলের সাধারণ সম্পাদক হাসানুজ্জামান সরকার, সিনিয়র সহসভাপতি শাহানশাহ শানু প্রমুখ।

এ বিষয়ে জেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন বলেন, জেলা বিএনপির ব্যানারে পৃথক কর্মসূচি সম্পর্কে আমি অবগত নই। হয়ে থাকতে পারে। জেলা বিএনপিতো একটাই, দুটি নয়। দলের ভেতর কোন্দল, গ্রুপিং করার জন্য করে থাকতে পারে। মূল ধারার বাইরে গিয়ে কোনো কর্মসূচি পালন করা দলের শৃঙ্খলা বিরোধী।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত