Ajker Patrika

অবৈধপথে ভারতে যাওয়ার চেষ্টা, আটক ৩

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি
আপডেট : ২৯ অক্টোবর ২০২১, ১৭: ০৮
অবৈধপথে ভারতে যাওয়ার চেষ্টা, আটক ৩

অবৈধভাবে ভারতে যাওয়ার সময় দুই নারীসহ ৩ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। গত বুধবার রাত সাড়ে বারটার দিকে শ্যামনগর উপজেলার উত্তর কৈখালী বিওপি ক্যাম্পের হাবিলদার সত্যজিৎ দেব বর্মণের নেতৃত্বে সীমান্তবর্তী পাউবোর বাঁধের ওপর থেকে তাঁদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন গোপালগঞ্জ জেলা সদরের উরষি পশ্চিমপাড়া গ্রামের গুরু শেখের ছেলে আব্দুল আলিম, তাঁর স্ত্রী মোছা শামীমা বেগম ও একই জেলার চরপুকুরিয়া গ্রামের মদিনা খাতুন।

বিজিবি সূত্র জানিয়েছে, অবৈধভাবে ভারতে যাওয়ার সময় আটক করে ৩ জনকে গতকাল বৃহস্পতিবার সকালে শ্যামনগর থানায় হস্তান্তর করা হয়েছে।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াহিদ মুর্শেদ জানান, আটক ৩ জনকে ১৯৭৩ সালের বাংলাদেশ পাসপোর্ট আইনে করা মামলায় আদালতে পাঠানো হয়েছে।

এদিকে আটকরা জানিয়েছেন, বেশি মজুরির জন্য চোরাইপথে স্থানীয় দালালদের সহায়তায় তারা ভারতে যাওয়ার চেষ্টা করেছিলেন। তাঁদের কয়েক সহকর্মী ইতিমধ্যে একইভাবে স্থানীয় এসব দালালের সহায়তায় ভারতে প্রবেশে করেছে বলেও জানান তাঁরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত