Ajker Patrika

নারী ও কিশোরীদের সচেতনতামূলক বৈঠক

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ১২ নভেম্বর ২০২১, ১৯: ৫৫
নারী ও কিশোরীদের সচেতনতামূলক বৈঠক

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় নারী ও কিশোরীদের অংশগ্রহণে সচেতনতামূলক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় এই বৈঠকের আয়োজন করে। গত বুধবার বিকেলে উপজেলার সুখিয়া ইউনিয়নের আহুতিয়া গ্রামের একটি বাড়ির উঠানে এই বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা স্বপন কুমার দত্ত।

বৈঠকে বাল্য বিবাহ, যৌতুক, নারী ও শিশু নির্যাতন, পারিবারিক সহিংসতা, কর্মস্থলে যৌন হয়রানি, মাদক, জরুরি সেবা ১০৯ ও জয় অ্যাপস সম্পর্কে আলোচনা করা হয়।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, প্রান্তিক পর্যায়ের নারী ও শিশুদের বাল্য বিবাহ বন্ধ, যৌতুক, নারী ও শিশু নির্যাতন সম্পর্কে সচেতন করার জন্যই এই উঠান বৈঠকের আয়োজন করা হয়। তা ছাড়া নারী ও কিশোরীদের জন্য জরুরি সেবা ১০৯ নম্বর ও জয় অ্যাপস সম্পর্কে ধারণা দেওয়া হয় বৈঠকে। ওই গ্রামের অর্ধশত নারী ও কিশোরী এ উঠান বৈঠক অংশ নেয়।

এ ব্যাপারে জানতে চাইলে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা স্বপন কুমার দত্ত বলেন, ‘প্রান্তিক পর্যায়ের নারী ও কিশোরীদের বাল্য বিবাহ, পারিবারিক সহিংসতা, যৌতুকসহ বিভিন্ন বিষয়ে সচেতন করার লক্ষ্যে এ উঠান বৈঠকের আয়োজন করা হয়। এতে গ্রামীণ নারী ও কিশোরীরা আরও সচেতন হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফোন-ইন্টারনেট ভাতা পাচ্ছেন মাঠ প্রশাসনের সব কর্মচারী

ভাড়া বাড়িতে চলা ১৬ বিশ্ববিদ্যালয়ে ভর্তিসহ সব শিক্ষা কার্যক্রম বন্ধের নির্দেশ

পিপির বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব ৪৯ জন সহকারী পিপির

জোবাইদার নিরাপত্তার নামে প্রতিবেশীদের বিরক্ত না করার নির্দেশ তারেক রহমানের

শান্ত যে কারণে টি-টোয়েন্টি দলে, মিরাজ কেন নেই

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত