Ajker Patrika

আহ্বায়ক কমিটিতে মৃত ব্যক্তির নাম

লালপুর (নাটোর) প্রতিনিধি
আপডেট : ০৭ নভেম্বর ২০২১, ১৮: ৩৬
আহ্বায়ক কমিটিতে মৃত ব্যক্তির নাম

নাটোরের লালপুরের গোপালপুর পৌর বিএনপির আহ্বায়ক কমিটি অরাজনৈতিক ও মৃত ব্যক্তিদের নিয়ে গঠনের অভিযোগ পাওয়া গেছে। গত শুক্রবার রাতে গোপালপুর পৌর বিএনপির একাংশ লিখিত অভিযোগে এ কমিটি বাতিলেরও দাবি জানান।

দলীয় সূত্রে জানা গেছে, গোপালপুর পৌরসভার সাবেক মেয়র নজরুল ইসলাম মোলামকে আহ্বায়ক ও ব্যবসায়ী মো. জিল্লুর রহমানকে সদস্যসচিব করে ৪১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়। গত ২৩ অক্টোবর ২০২১ নাটোর জেলা বিএনপির আহ্বায়ক আমিনুল হক ও সদস্যসচিব রহিম নেওয়াজ স্বাক্ষরিত কমিটির অনুমোদন দেন কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব-ঊন-নবী সোহেল।

গোপালপুর পৌর বিএনপির সাবেক সহসভাপতি বুলবুল খান ও সাবেক সাংগঠনিক সম্পাদক শাহীনুর আলম স্বাক্ষরিত লিখিত অভিযোগে বলা হয়, গত ২৩ অক্টোবর অনুমোদিত গোপালপুর পৌর বিএনপির আহ্বায়ক কমিটিতে ত্যাগী নেতা-কর্মীদের নাম নেই। অরাজনৈতিক ও মৃত ব্যক্তিদের নিয়ে এ কমিটি গঠন করা হয়েছে।

অভিযোগে আরও বলা হয়, নতুন কমিটির আহ্বায়ক নজরুল ইসলাম মোলামকে গত পৌর নির্বাচনে মেয়র প্রার্থিতা মনোনয়নের সভায় পৌরসভার ওয়ার্ড বিএনপির ১৮ জন সভাপতি-সম্পাদক প্রত্যাখ্যান করেন। তাঁকে জনবিচ্ছিন্ন আখ্যায়িত করে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কাছে লিখিত অভিযোগ করা হয়। কমিটির ১৮ নম্বর সদস্য পৌর তাঁতী দলের আহ্বায়ক আব্দুল কুদ্দুস সরকার ১৪ মাস আগে মারা গেছেন। এটা দায়িত্বশীল নেতারা জানেন না।

সদস্যসচিব জিল্লুর রহমানের বিএনপির সদস্যপদও ছিল না। তিনি ব্যবসায়িক কাজে বছরের অধিকাংশ সময় সৌদি আরবে থাকেন। যুগ্ম আহ্বায়ক আব্দুল বারী সাত থেকে আট মাস আগে গঠিত পৌর যুবদলের আহ্বায়ক। ঘোষিত কমিটি বাতিল করে নেতা-কর্মীদের নিয়ে অবিলম্বে নতুন কমিটি গঠনের দাবি জানানো হয়।

গোপালপুর পৌর বিএনপির নতুন কমিটির আহ্বায়ক ও সাবেক মেয়র নজরুল ইসলাম মোলাম বলেন, যারা ত্যাগী নেতা দাবি করছেন, দলীয় কর্মকাণ্ডে তাঁদের সম্পৃক্ততা নেই। জেলা ও কেন্দ্রীয় নেতারা যাচাই-বাছাই করে আহ্বায়ক কমিটি অনুমোদন দিয়েছে। প্রায় দুই বছর আগে এ তালিকা পাঠানো হয়েছিল। তালিকার একজন কিছুদিন আগে মারা গেছেন। পূর্ণাঙ্গ কমিটি গঠনের সময় সংশোধন করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

হেফাজতসহ ধর্ম ব্যবসায়ীরা নারীবিদ্বেষী প্রচারণা চালাচ্ছে: ৬৮ মানবাধিকার সংগঠন

মানিকগঞ্জে সালিসে বিএনপি নেতার নির্দেশে পাঁচ ভাইকে জুতাপেটা

রাখাইনে মানবিক করিডর: জান্তার আপত্তিতে সরকারে দ্বিধা

ভারতের ব্ল্যাকআউট মহড়া, সীমান্তে আটার মজুত বাড়াচ্ছে পাকিস্তান, যুদ্ধ কি লেগে যাচ্ছে

মানবিক করিডরে বাংলাদেশের ফায়দা কী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত