Ajker Patrika

৫১ কিলোমিটার হাঁটল পদযাত্রিক দল

সিলেট সংবাদদাতা
আপডেট : ১৩ ডিসেম্বর ২০২১, ১৩: ৪৭
৫১ কিলোমিটার হাঁটল পদযাত্রিক দল

বিজয়ের ৫১ বছরে পদার্পণে এবার ৫১ কিলোমিটার হাঁটল একটি পদযাত্রিক দল। বুদ্ধিজীবী দিবস সামনে রেখে গতকাল রোববার সকাল ছয়টায় নগরীর রিকাবিবাজার থেকে যাত্রা শুরু করেন ৬ জন পদযাত্রিক ও ৩ জন সাইক্লিস্টস। যাত্রার শুরুতে চৌহাট্টায় বুদ্ধিজীবী কবরস্থানে শ্রদ্ধাজ্ঞাপন ও জিয়ারত করেন তাঁরা।

এরপর নগরীর বিভিন্ন স্থান ঘুরে লালমাটিয়া বধ্যভূমির খোলা প্রান্তরে শ্রদ্ধা নিবেদন করেন। এরপর ফিরতি পথে হুমায়ুন রশীদ চত্বর হয়ে ঢাকা-সিলেট হাইওয়ে রোড ধরে গোয়ালাবাজার হয়ে বুরুঙ্গা বধ্যভূমিতে বিকেল পাঁচটায় ৫১ কিলোমিটার পদযাত্রার শেষ করেন তাঁরা।

মুক্তিযুদ্ধের জন্য একদিন (চতুর্থ পর্ব) শিরোনামে এই পদযাত্রায় স্কুলপড়ুয়া থেকে ষাটোর্ধ্ব সিনিয়র সিটিজেন ছিলেন। পদযাত্রিক দলের সদস্যরা হলেন কাজি সাহি, বাবর আলি, সরফরাজ আহমেদ তানভীর, নিগাত সাদিয়া, সাইদা আক্তার রিনা, আফসানা হালিমা। সাইক্লিস্টস দলে ছিলেন সৈয়দ তাওহিদুল ইসলাম তাওহিদ, মাহাদি হাসান, নুরুল ইসলাম।

পদযাত্রার সমন্বয়ক ও পদযাত্রিক দলের প্রধান কাজি সাহি বলেন, ‘১৯৭১ বাংলাদেশে গণহত্যার প্রমাণ ও স্মৃতিচিহ্ন এই বধ্যভূমিগুলো। বিজয়ের ৫১ বছরে পা দিচ্ছি অথচ এগুলোর অনেকগুলোই এখনো অবহেলিত হয়ে পড়ে আছে। এই লালমাটিয়ার বধ্যভূমির কথাই ধরুন। শহরের উপকণ্ঠে বৃহত্তর বধ্যভূমি, এখনো সংরক্ষণের কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না। আশা করছি, যথাযথ কর্তৃপক্ষ দ্রুততার সঙ্গে উদ্যোগ নেবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জোরপূর্বক অপুর স্বীকারোক্তি নিয়েছেন বিএনপির ইশরাক, এনসিপির ব্যবস্থা করা সংবাদ সম্মেলনে দাবি স্ত্রীর

‘মিরপুরের উইকেটের পাশে পুঁইশাক বের হচ্ছে, এত বছর হয়নি কেন’

ভোররাতে হাঁসের মাংস খেতে ৩০০ ফুটে যান আসিফ মাহমুদ, না পেয়ে যান ওয়েস্টিনে

উপদেষ্টা ফরিদা আখতার ভুলভাবে কথা বলেছেন: প্রেস সচিব

নীলা মার্কেটের হাঁসের মাংস নাকি ওয়েস্টিনের—কোনটি সেরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত