Ajker Patrika

জীবের প্রতি দয়ার্দ্র আচরণ

ইজাজুল হক
আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২২, ১৬: ০৬
জীবের প্রতি  দয়ার্দ্র আচরণ

সৃষ্টিজগতের প্রতিটি উপাদানের প্রতি ইনসাফপূর্ণ আচরণ করার নির্দেশ দেয় ইসলাম। আমাদের চারপাশে যেসব জীবজন্তু বসবাস করে, সেগুলোর প্রতি দয়ার্দ্র হওয়া বড় সওয়াবের কাজ। কোনো সৃষ্টিকে অন্যায়ভাবে কষ্ট দেওয়া মারাত্মক গুনাহ ও আল্লাহর অসন্তুষ্টি লাভের মাধ্যম। মহানবী (সা.) বলেন, ‘যে দয়া করে না, সে দয়া পায় না।’ (বুখারি: ৬০১৩)

গৃহপালিত পশুপাখির প্রতি আমাদের দায় রয়েছে। তাদের নিয়মিত খাবারদাবারের বন্দোবস্ত করা উচিত। সাধ্যাতীত কাজ তাদের ওপর চাপিয়ে দেওয়া বৈধ নয়। অসুখ-বিসুখে তাদের বিশ্রাম দিতে হবে। মহানবী (সা.) বলেন, ‘এসব নির্বাক পশুদের ব্যাপারে আল্লাহকে ভয় করো। সুস্থ-সবল পশুর পিঠেই আরোহণ করো এবং তাদের ভালোভাবে খাওয়াও।’ (আবু দাউদ: ২৫৪৮)

শুধু গৃহপালিতই নয়, সব ধরনের পশুপাখির প্রতি দয়া করার শিক্ষা দিয়েছে ইসলাম। হাদিসে উল্লিখিত ইসলামপূর্ব যুগের এক ব্যক্তির ঘটনায় এসেছে, পিপাসার্ত এক কুকুরকে পানি পান করিয়ে তিনি আল্লাহর অনুগ্রহ ও ক্ষমা লাভ করেছেন। এ ঘটনা শুনে সাহাবিরা জিজ্ঞেস করলেন, ‘হে আল্লাহর রাসুল, জীবজন্তুর প্রতি দয়া প্রদর্শনেও কি আমাদের জন্য পুরস্কার আছে?’ তিনি বললেন, ‘হ্যাঁ, প্রত্যেক দয়ালু অন্তরের অধিকারীর জন্য পুরস্কার আছে।’ (বুখারি: ৬০০৯)

জীবের প্রতি অমানবিক আচরণ করা বড় গুনাহের কাজ। হাদিসে এসেছে, এক নারী একটি বিড়ালকে বেঁধে রেখে মৃত্যুর দিকে ঠেলে দেয়। সেই অপরাধে সেই নারীকে শাস্তি দেওয়া হয় এবং জাহান্নামি বলে ঘোষণা করা হয়। কারণ, সে বিড়ালের পানাহারের ব্যবস্থাও করেনি। আবার তাকে ছেড়েও দেয়নি। (মুসলিম: ৫৯৮৯)

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

দাম্পত্য কলহের গুঞ্জন, মুখ খুললেন জাহিদ হাসান

গভর্নর আমাকে বাধ্যতামূলক ছুটি দেওয়ার কে: বিএফআইইউর প্রধান শাহীনুল

‘আপত্তিকর’ ভিডিও: বিএফআইইউর প্রধান শাহীনুলকে বাধ্যতামূলক ছুটিতে পাঠালেন গভর্নর

ছাত্রীকে তিন দিন আটকে রেখে ধর্ষণ, গ্রাম্য সালিসের মাধ্যমে বিয়ে

১৯৭১ সালে বাংলাদেশে পাকিস্তানি সেনাদের যৌন সহিংসতার প্রসঙ্গ জাতিসংঘে তুললেন ভারতীয় দূত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত