Ajker Patrika

একসঙ্গে তাঁরা নয়জন

আপডেট : ৩১ অক্টোবর ২০২১, ১৫: ৫৫
একসঙ্গে তাঁরা নয়জন

আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন উপলক্ষে গাজীপুরের শ্রীপুর উপজেলার গাজীপুর ইউনিয়নে আওয়ামী লীগের মনোনয়ন চান নয়জন। নৌকা প্রতীক প্রত্যাশী এ নয়জন মিলেছেন একসঙ্গে। তাঁরা সবাই ভোট চেয়েছেন নৌকার জন্য। এ ছাড়া দল থেকে যাঁকেই মনোনয়ন দেওয়া হবে তাঁর পক্ষেই কাজ করবেন বলে প্রতিশ্রুতি দেন।

গতকাল শনিবার বিকেলে গাজীপুর ইউনিয়নের গাজীপুর বাজারে নৌকার নয়জন মনোনয়ন প্রত্যাশী একজন জায়গায় মিলিত হন। পরে তাঁরা এলাকায় গণসংযোগ করেন। এ সময় নৌকা প্রতীকের জন্য ভোট চান তাঁরা।

চেয়ারম্যান পদে এ মনোনয়ন প্রত্যাশীরা হলেন গাজীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. আজাহার হোসেন তালুকদার, সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম, শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য মো. সিরাজুল ইসলাম, মো. শফিকুল ইসলাম, ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ইমাম হোসেন রিপন, যুবলীগ নেতা হাজী আমিনুল, মো. রফিকুল ইসলাম, বাস্তুহারা লীগের নেতা আমিনুল ইসলাম, ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন ও রফিকুল ইসলাম।

আজাহার হোসেন তালুকদার বলেন, ‘জননেত্রী শেখ হাসিনার নির্দেশনায়, স্থানীয় সাংসদ মুহাম্মদ ইকবাল হোসেন সবুজের পরামর্শে সবাই এক হয়ে নৌকা পক্ষে কাজ করব। যাঁকেই নৌকা মার্কার মনোনয়ন দেয় তাঁর পক্ষেই সবাই কাজ করব বলে আমরা ওয়াদাবদ্ধ হয়েছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত