Ajker Patrika

পুরোনোতেই আস্থা আ.লীগের

আপডেট : ১১ অক্টোবর ২০২১, ১৩: ৪১
পুরোনোতেই আস্থা আ.লীগের

যশোরের চৌগাছা ও ঝিকরগাছায় ২২টি ইউনিয়ন পরিষদের ভোট আগামী ১১ নভেম্বর। দ্বিতীয় ধাপের এই নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী চূড়ান্ত করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। এর মধ্যে প্রায় তিন ভাগের দুভাগ পুরোনো প্রার্থীর ওপর ভরসা রেখেছে দলটি। আর নমুন হিসেবে বেছে নেওয়া হয়েছে আটজনকে। এসব স্থানে বাদ পেড়েছেন স্থানীয় আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতাসহ ও একাধিক বর্তমান চেয়ারম্যান। গত শনিবার রাতে ঢাকায় দলের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ড প্রার্থীদের নাম ঘোষণা করে।

চৌগাছা : চৌগাছায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে একঝাঁক নতুন মুখ বেছে নিয়েছে আওয়ামী লীগ। বাদ পড়েছেন নৌকা প্রতীক নিয়ে গত নির্বাচনে জয় পাওয়া বেশ কয়েকজন বর্তমান চেয়ারম্যান। মনোনয়ন পাননি সদর ইউপির দুই বারের চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সাবেক সভাপতি রফিকুল ইসলামও।

চৌগাছায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে একঝাঁক নতুন মুখ বেছে নিয়েছে আওয়ামী লীগ। মনোনয়ন পাননি সদর ইউপির দুই বারের চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সাবেক সভাপতি রফিকুল ইসলামও।

গত শনিবার রাতে ঢাকায় আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভা শেষে উপজেলার ১১ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থীর নাম ঘোষণা করা হয়।

নৌকার মনোনয়ন পাওয়া ১১ ইউনিয়নে ৬ টিতেই নতুন মুখ এসেছে, যা সংখ্যায় অর্ধেকেরও বেশি। অন্যদিকে পুরোনো নৌকার চেয়ারম্যানদের একজনকে মনোনয়ন দেওয়া হয়নি। অন্যজন অসুস্থার কারণে এবারের নির্বাচন থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন বলে জানা গেছে।

নৌকা প্রতীক পাওয়া পাঁচ বর্তমান চেয়ারম্যানের মধ্যে রয়েছেন ১ নম্বর ফুলসারা ইউপিতে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেহেদী মাসুদ চৌধুরী, ২ নম্বর পাশাপোল ইউপিতে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অবাইদুল ইসলাম সবুজ এবং ৬ নম্বর জগদীশপুর ইউপিতে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক তবিবর রহমান খান।

এ ছাড়া ৩ নম্বর সংহঝুলি ইউপিতে সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের তথ্য ও প্রযুক্তি সম্পাদক রেজাউর রহমান রেন্দু, ৯ নম্বর স্বরুপদাহ ইউপিতে উপজেলা আওয়ামী লীগের শ্রমবিষয়ক সম্পাদক সানোয়ার হোসেন বকুলের ওপর গতবারের মতো এবারও আস্থা রেখে নৌকা দেওয়া হয়েছে।

নতুন মুখ হিসেবে নৌকা পেয়েছেন ৪ নম্বর ধুলিয়ানী ইউপিতে ঠিকাদার এস এম আব্দুস সবুর, ৫ নম্বর চৌগাছা সদরে উপজেলা মৎস্যজীবী লীগের সভাপতি ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কাশেম, ৭ নম্বর পাতিবিলায় উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মাস্টার তারিকুল ইসলাম, ৮ নম্বর হাকিমপুরে ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা আওয়ামী লীগের সদস্য মামুন কবীর, ১০ নম্বর নারায়ণপুরে উপজেলা মৎস্যজীবী লীগের যুগ্ম সম্পাদক শাহিনুর রহমান শাহিন এবং ১১ নম্বর সুখপুকুরিয়ায় উপজেলা আওয়ামী লীগের মুক্তিযোদ্ধাবিষয়ক সম্পাদক ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জেলা পরিষদ সদস্য বীর মুক্তিযোদ্ধা হবিবর রহমান হবি।

প্রথমবারের মতো নৌকার মনোনয়ন পাওয়া প্রার্থীদের মধ্যে নির্বাচনে একেবারেই নতুন মুখ আবুল কাশেম, তারিকুল ইসলাম ও মামুন কবির। এ ছাড়া শাহিনুর রহমান শাহিন ২০১১ সালে নির্বাচন করে পরাজিত হন এবং বীর মুক্তিযোদ্ধা হবিবর রহমান হবি ১৯৯৭ সালে চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর ২০০৩ সালে বিএনপি প্রার্থীর কাছে পরাজিত হন।

নৌকার বর্তমান চেয়ারম্যানদের মধ্যে চৌগাছা সদর ইউপিতে দুই বারের চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সাবেক সভাপতি রফিকুল ইসলামকে দলীয় প্রতীক দেওয়া হয়নি। আর নারয়ণপুর ইউপির বর্তমান চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি জয়নাল আবেদীন মুকুল অসুস্থতার কারণ দেখিয়ে নির্বাচন থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন।

ধুলিয়ানীতে সাবেক চেয়ারম্যান আলাউদ্দীন, পাতিবিলা ইউপিতে সাবেক চেয়ারম্যান সহিদুল ইসলাম মিয়া এবং সুখপুকুরিয়া ইউপিতে চাঁদনী কবীরকে দলীয় প্রতীক দেওয়া হয়নি। হাকিমপুরের গতবারের প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি হাফিজুর রহমান নিজেকে প্রার্থিতা থেকে সরিয়ে নিয়েছেন।

ঝিকরগাছা: ঝিকরগাছার এগারোটি ইউনিয়নের মধ্যে নতুন দুজনকে দলীয় মনোনয়ন দেওয়া হয়েছে। বাকি নয়টিতে গতবার যাঁরা নৌকা পেয়েছিলেন তাঁদের এবারও দলীয় প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়।

কেন্দ্র ঘোষিত প্রার্থীর তালিকায় উপজেলার গঙ্গানন্দপুর ইউনিয়নে সাবেক চেয়ারম্যান আমিনুর রহমান আমিনকে দলীয় প্রার্থী করা হয়েছে। তিনি গতবার দলীয় মনোনয়ন পেলেও চেয়ারম্যান থাকা অবস্থায় বর্তমান চেয়ারম্যান বদরুদ্দীন বিল্টুর কাছে পরাজিত হন।

মাগুরা ইউনিয়নে মনোনয়ন দেওয়া হয়েছে বর্তমান চেয়ারম্যান আব্দুর রাজ্জাককে। গতবারও তিনি নৌকা প্রতীকে নির্বাচিত হয়েছিলেন। শিমুলিয়া ইউনিয়নের প্রার্থী ঘোষণা করা হয়েছে সরদার মতিয়ার রহমানকে। তিনি গতবার নৌকা প্রতীকে নির্বাচন করে বর্তমান চেয়ারম্যান মুক্তিযোদ্ধা শফি উদ্দিনের কাছে পরাজিত হয়।

গদখালী ইউনিয়নে নৌকার মাঝি ঘোষণা করা হয়েছে আশরাফ উদ্দিনকে। নাভারণ ইউনিয়নে দ্বিতীয়বারের মতো নৌকা পেয়েছেন বর্তমান চেয়ারম্যান শাহাজাহান আলী। পানিসারা ইউনিয়নে নওশের আলী এবার দিয়ে টানা পাঁচবার ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় প্রার্থী নির্বাচিত হন।

ঝিকরগাছা সদর ইউনিয়নের দলীয় মনোনয়ন পেয়েছেন বর্তমান চেয়ারম্যান আমির হোসেন। নির্বাসখোলা ইউনিয়নে নতুন প্রার্থী দেওয়া হয়েছে। ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খায়রুজ্জামানকে দলীয় মনোনয়ন দেওয়া হয়েছে। হাজিরবাগ ইউনিয়নে তৃতীয়বারের মতো দলীয় মনোনয়ন পেয়েছেন বর্তমান চেয়ারম্যান আতাউর রহমান মিন্টু।

শংকরপুর ইউনিয়নে মনোনয়ন পেয়েছেন গোবিন্দ চ্যাটার্জি। তিনি গতবারও এই ইউনিয়নে নৌকা মার্কা নিয়ে নির্বাচন করে পরাজিত হয়েছিলেন। বাঁকড়া ইউনিয়নে দ্বিতীয়বার নৌকা পেয়েছেন বর্তমান চেয়ারম্যান নিসার আলী।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

হেফাজতসহ ধর্ম ব্যবসায়ীরা নারীবিদ্বেষী প্রচারণা চালাচ্ছে: ৬৮ মানবাধিকার সংগঠন

মানিকগঞ্জে সালিসে বিএনপি নেতার নির্দেশে পাঁচ ভাইকে জুতাপেটা

রাখাইনে মানবিক করিডর: জান্তার আপত্তিতে সরকারে দ্বিধা

ভারতের ব্ল্যাকআউট মহড়া, সীমান্তে আটার মজুত বাড়াচ্ছে পাকিস্তান, যুদ্ধ কি লেগে যাচ্ছে

মানবিক করিডরে বাংলাদেশের ফায়দা কী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত