Ajker Patrika

গরু চুরির ভয়ে নির্ঘুম রাত

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি
আপডেট : ১৪ ডিসেম্বর ২০২১, ১৪: ০১
গরু চুরির ভয়ে নির্ঘুম রাত

চট্টগ্রামের ফটিকছড়িতে বেড়েছে গরু চুরি। আতঙ্কে নির্ঘুম রাত কাটছে কৃষক ও খামারিদের।

সর্বশেষ গত শুক্রবার রাতে উপজেলার সুন্দরপুর ইউনিয়নের পাঁচপুকুরিয়া থেকে আব্দুল করিমের একটি গরু চুরি হয়েছে। বিষয়টি তিনি স্থানীয় জনপ্রতিনিধিকে জানিয়েছেন। এর আগে গত বৃহস্পতিবার রাতে ফটিকছড়ির নারায়ণহাটের জুজখোলা গ্রাম থেকে তিনটি গরু চুরি হয়।

উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য বিকাশ নন্দী জানান, গত বৃহস্পতিবার রাতে জুজখোলা গ্রামের রফিকের গোয়ালঘর থেকে তিনটি গরু চুরি হয়। এতে ওই পরিবারের অন্তত দুই লাখ টাকা ক্ষতি হয়েছে।

এর আগে গত বুধবার রাতে নারায়ণহাটের উত্তর শৈলকুপা থেকে আবুল হোসেন নামের এক ব্যক্তির একটি গরু চুরি হয়। এর আগের দিন সোমবার রাতে লেলাং ইউনিয়নের হলইদ্দ্যার বাড়ি ও ফটিকছড়ি পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের জোলাভিটা এলাকা থেকে ৫টি গরু চুরি হয়।

উপজেলা কৃষক লীগের প্রচার সম্পাদক মুহাম্মদ তারেক জানান, আবু তাহেরের ৩টি গরু গোয়ালঘর থেকে মিনি ট্রাকে করে নিয়ে যায় চোরের দল। এ দৃশ্য সিসিটিভিতে ধরা পড়ে।

লেলাংয়ের ইউপি সদস্য মো. রফিক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশের রাত্রিকালীন নিয়মিত টহল কম থাকায় চুরি ঠেকানো যাচ্ছে না। এ কারণে একের পর এক চুরির ঘটনা ঘটছে।

ক্ষতিগ্রস্ত একাধিক ব্যক্তি জানান, গোয়ালঘর থেকে গরুর গলার রশি কেটে পিকআপে করে চুরি করে নিয়ে যাচ্ছে চোরেরা। এখন পর্যন্ত চুরির ঘটনায় পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি।

এ বিষয়ে ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল ইসলাম বলেন, ‘গরু চুরির ঘটনায় এখনো কোনো অভিযোগ পাইনি। তবে পুলিশের নিয়মিত টহল জোরদার করা হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

রাখাইনে মানবিক করিডর কি প্রক্সি যুদ্ধের ফাঁদ হবে, ভারত-চীন কীভাবে দেখবে

পিটুনিতে নিহত সেই শামীম মোল্লাকে বহিষ্কার করল জাবি প্রশাসন, সমালোচনার ঝড়

চিন্ময় দাসের জামিন স্থগিতের আবেদন, শুনানি রোববার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত