Ajker Patrika

ফেসবুকের টাকায় দোকান উপহার

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ১৩ নভেম্বর ২০২১, ২১: ০২
ফেসবুকের  টাকায় দোকান  উপহার

‘ভিক্ষা নয় কর্ম হোক উপার্জনের মাধ্যম’ এই স্লোগান সামনে রেখে কোটালীপাড়ার কলাবাড়ির বুরুয়া গ্রামের শংকর বিশ্বাসকে (২০) দোকানঘর উপহার দিয়েছে জ্ঞানের আলো পাঠাগার।

সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকের মাধ্যমে সংগ্রহ করা টাকা দিয়ে দোকানঘরটি করা হয়। গতকাল শুক্রবার উপহার পাওয়া দোকানঘরের উদ্বোধন করেন শংকর বিশ্বাসের মা রেনুকা বিশ্বাস। শংকর শারীরিক ও মানসিক প্রতিবন্ধী একজন ব্যক্তি।

জানা যায়, শংকরেরর বাবা বরুয়া গ্রামের হতদরিদ্র শান্তি বিশ্বাসের ৫ সদস্যের পরিবারে উপার্জনক্ষম কোনো ব্যক্তি নেই ।

সামান্য সরকারি সহায়তা আর ভিক্ষার মাধ্যমে ছেলের উপার্জিত টাকায় কোনো রকমে চলত তাঁদের সংসার। করোনার মহামারি শুরুর পর থেকে আয় বন্ধ হয়ে যায়। তখন থেকে অভাব অনটন আরও বেড়ে যায়। পরিবারটিকে স্বাবলম্বী করতে এগিয়ে আসে জ্ঞানের আলো পাঠাগার সংগঠন।

মালামালসহ দোকানঘর তুলে দেওয়া হয় শংকর বিশ্বাসের হাতে। এতে উচ্ছ্বসিত তাঁদের পরিবারের সবাই। পাড়া-প্রতিবেশীসহ সবাই খুশি এমন উদ্যোগে।

শান্তি বিশ্বাস জানান, নানা রোগে আক্রান্ত হয়ে প্রায় ৫ বছর আগে কর্মক্ষমতা হারিয়েছেন তিনি। পরিবারে স্ত্রী, স্কুল পড়ুয়া ১৩ বছর বয়সী মেয়ে ও ১০ বছর বয়সী ছেলে রয়েছে।

৫ সদস্যের পরিবারটিতে নেই কোনো আয়ের উৎস। প্রতি মাসে ৩০ কেজি চাল ও ৫০০ টাকা সহযোগিতা দেওয়া হয় সরকারের পক্ষ থেকে। তবে তা দিয়ে সংসারের অভাব অনটন দূর হয় না। বিষয়টি জানতে পেরে তাঁদের পাশে দাঁড়ায় জ্ঞানের আলো পাঠাগার। তিনি বলেন, ‘জ্ঞানের আলো পাঠাগার আমাদের জন্য দোকানঘর করে দিয়েছে। এ যেন গরিবের জন্য সৃষ্টিকর্তার আশীর্বাদ।’

জ্ঞানের আলো পাঠাগারের টিম লিডার ও সাংবাদিক সুশান্ত বর্ণিক বলেন, শান্তি বিশ্বাসের পরিবারটি চরম অসহায়ত্বের মাঝে জীবনযাপন করছিল। বিষয়টি জেনে জ্ঞানের আলো পাঠাগারের পক্ষ থেকে সহযোগিতা চেয়ে ফেসবুকে পোস্ট দেওয়া হয়। এতে অনেকেই এগিয়ে আসেন। এতে ৫৮ হাজার টাকার জোগাড় হয়। সেই টাকা দিয়ে শান্তি বিশ্বাসের পরিবারের জন্য দোকানঘর নির্মাণ করে মালামাল তুলে দেওয়া হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ফেরদৌস ওয়াহিদ বলেন, শান্তি বিশ্বাসের পরিবারটি খুব অসহায় একটি পরিবার।দোকানঘর করে দিয়ে জ্ঞানের আলো পাঠাগার মানবতার এক অনন্য উদাহরণ তৈরি করল। এভাবে সবাই এগিয়ে এলে অসহায়-দরিদ্র মানুষের দুঃখ সহজেই লাঘব হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত