Ajker Patrika

উখিয়ায় সশস্ত্র ৯ রোহিঙ্গা আটক

কক্সবাজার প্রতিনিধি
আপডেট : ০৮ ডিসেম্বর ২০২১, ১৩: ০১
উখিয়ায় সশস্ত্র ৯ রোহিঙ্গা আটক

কক্সবাজারের উখিয়ায় ডাকাতির প্রস্তুতির সময় ৯ জন রোহিঙ্গাকে আটক করেছেন আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যরা। গত সোমবার মধ্যরাতে উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালী রোহিঙ্গা শরণার্থী আশ্রয় শিবির থেকে তাঁদের আটক করা হয়। এ সময় ৬টি দা ও ডাকাতির সরঞ্জাম উদ্ধার করা হয়।

আটকেরা হলেন মোহাম্মদ শফিক (২২), নুর মোস্তফা (২২), মুহাম্মদ মিয়া (৩৮), হেদায়েত উল্লাহ (২২), সফিউল আলম (৩৮), আবুল কালাম (২৪), জাফর আলম (৪৭), জাহিদ উল্লাহ (২৪) ও শফিউল্লাহ (৩৩)। এঁদের সকলেই এপিবিএনের তালিকাভুক্ত সন্ত্রাসী বলে জানা গেছে।

৮ এপিবিএনের অধিনায়ক ও পুলিশ সুপার শিহাব কায়সার খান বলেন, এপিবিএনের টহল দলের সদস্যরা ডাকাতির প্রস্তুতির সংবাদ পান। পরে তাঁরা ক্যাম্প ৯-এর একটি মক্তবের সামনে ৩০-৩৫ জনকে সশস্ত্র অবস্থায় দেখতে পান। পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালিয়ে যায়। পরে সেখান থেকে ৯ জনকে আটক করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত