Ajker Patrika

অনেক দিন পর ফেরদৌসী

আপডেট : ০৩ জুন ২০২২, ০৯: ৪১
অনেক দিন পর ফেরদৌসী

টিভি নাটক ও মঞ্চ-সিনেমার শক্তিমান অভিনেত্রী ফেরদৌসী মজুমদার। দেশের নাট্যান্দোলন ও অভিনয়জগতের অন্যতম ব্যক্তিত্ব তিনি। অভিনয়ের স্বীকৃতিস্বরূপ অর্জন করেছেন স্বাধীনতা পুরস্কার ও একুশে পদক। স্বাধীনতা-উত্তরকালে মঞ্চ-টেলিভিশন—দুই ভুবনেই সফলতার সঙ্গে অভিনয় করে জনপ্রিয়তা পেয়েছেন তিনি। ‘সংশপ্তক’ ধারাবাহিকে হুরমতি চরিত্রে অভিনয় করে ব্যাপক প্রশংসা লাভ করেন।

অভিনয়জীবনের তিন দশকে অসংখ্য নাটকে অভিনয় করলেও সিনেমায় অভিনয় করেছেন হাতে গোনা। তাঁর অভিনীত সিনেমাগুলোর মধ্যে উল্লেখযোগ্য ‘মায়ের অধিকার’, ‘মেঘলা আকাশ’, ‘দরিয়া পাড়ের দৌলতি’ ইত্যাদি। অনেক দিন পর সিনেমায় অভিনয় করলেন ফেরদৌসী মজুমদার। সিনেমার নাম ‘আগন্তুক’। নির্মাণ করেছেন বিপ্লব সরকার। কাহিনি ও চিত্রনাট্য লিখেছেন নির্মাতা নিজেই। বিপ্লব বলেন, ‘ফেরদৌসী আপা অনেক দিন পর কাজ করলেন। বেশ আগ্রহ নিয়েই কাজটি করেছেন। নাটোর, মানিকগঞ্জ ও নবাবগঞ্জে শুটিং করেছি ১২ দিন। এটি একটি ফিচার ফিল্ম। শুটিং শেষ, এখন এডিটিং প্যানেলে কাজ হচ্ছে।’

আগন্তুক সিনেমায় একজন বৃদ্ধ মায়ের ভূমিকায় দেখা যাবে ফেরদৌসী মজুমদারকে। তিনি বলেন, ‘সিনেমার গল্পটা অসাধারণ। একটি পরিবারের চার সদস্যকে নিয়ে এর কাহিনি।’

সিনেমায় ফেরদৌসী মজুমদারের সহশিল্পী হিসেবে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন ‘নাচোলের রানী’খ্যাত শাহানা রহমান সুমি। তিনি বলেন, ‘ফেরদৌসী আপা অনেক দিন পর সিনেমায় অভিনয় করলেন। আমিও অনেক দিন পর মনমতো একটা চরিত্র করেছি। নাচোলের রানীর পর আবারও অভিনয় করে তৃপ্তি পেলাম।’

অভিনয়ের বাইরে খণ্ডকালীন শিক্ষকতা ও লেখালেখি নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন ফেরদৌসী মজুমদার। সময় দিচ্ছেন থিয়েটারেও।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পাকিস্তান সেনাবাহিনীকে ‘প্রতিশোধমূলক পদক্ষেপের’ নির্দেশ

কাশ্মীরে বিধ্বস্ত বিমানের অংশবিশেষ ফরাসি কোম্পানির তৈরি, হতে পারে রাফাল

সীমান্তে সাদা পতাকা উড়িয়ে আত্মসমর্পণের ইঙ্গিত দিয়েছে ভারত: পাকিস্তানের তথ্যমন্ত্রী

পাকিস্তানে হামলায় ‘লোইটারিং মিউনিশনস’ ব্যবহারের দাবি ভারতের, এটি কীভাবে কাজ করে

নিজ কার্যালয়ে র‍্যাব কর্মকর্তার গুলিবিদ্ধ লাশ, পাশে চিরকুট

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত